কোচবিহার জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ 2024 | Coochbehar Anganwadi Recruitment 2024
কোচবিহার জেলার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের কার্যালয়ের তরফে কোচবিহার জেলার সাতটি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিম্নে আলোচনা করা হলো।
রিক্রুটমেন্ট বোর্ড | শিশু বিকাশ সেবা প্রকল্প কোচবিহার |
পদের নাম | অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা |
আবেদন মাধ্যম | অনলাইন |
অফিশিয়াল ওয়েবসাইট | coochbehar.gov.in |
পদের নাম :
অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা।
শুন্যপদ :
বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অনুযায়ী শূন্যপদের পরিসংখ্যান অফিসিয়াল নোটিফিকেশনে উল্লেখিত আছে।
শিক্ষাগত যোগ্যতা :
আবেদনকারীকে সরকারীভাবে অনুমোদিত প্রতিষ্ঠান থেকে নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং যে গ্রাম পঞ্চায়েত এলাকার জন্য আবেদন করবেন, সেই গ্রাম পঞ্চায়েত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়সসীমা :
১লা জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি :
অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগ পদ্ধতি :
লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শেষ | ৫ই আগস্ট ২০২৪ |
নোটিশ ডাউনলোড :
দিনহাটা-II (Main) | ডাউনলোড |
দিনহাটা-II (Additional) | ডাউনলোড |
মাথাভাঙ্গা-I (Main) | ডাউনলোড |
মাথাভাঙ্গা-I (Additional) | ডাউনলোড |
মাথাভাঙ্গা-II (Main) | ডাউনলোড |
মাথাভাঙ্গা-II (Additional) | ডাউনলোড |
শীতলকুচি | ডাউনলোড |
গুরুত্বপূর্ণ লিঙ্ক :
আবেদন করুন | ক্লিক করুন |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
আমাদের টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |