26th September 2024 Current Affairs Quiz in Bengali
আজ আপনাদের জন্য রইলো ২৬শে সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ। যার মাধ্যমে আপনারা সাম্প্রতিককালের ঘটনা সম্পর্কে কতটা অবগত তা নিজেরাই যাচাই করে নিতে পারবেন এবং পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
26th September 2024 CA Quiz
কুইজ
২৬শে সেপ্টেম্বর ২০২৪
প্রশ্ন সংখ্যা
১০টি
Results
#1. বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস পালন করা হয় কবে?
#2. ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য ইউকে পার্লামেন্টের হাউস অফ লর্ডসে Global Prestige Award-এ ভূষিত হলেন কে?
#3. কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন হরিণী অমরাসুরিয়া?
#4. Hangzhou Open 2024-এ পুরুষদের ডাবলস টাইটেল জিতলেন কোন দেশের টেনিস খেলোয়াড় জীবন নেদুনচেঝিয়ান ও বিজয় সুন্দর প্রশান্ত?
#5. ‘Ek Ped Maa Ke Naam’ নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলেন কে?