18th September 2024 Current Affairs Quiz in Bengali
আজ আপনাদের জন্য রইলো ১৮ই সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ। যার মাধ্যমে আপনারা সাম্প্রতিককালের ঘটনা সম্পর্কে কতটা অবগত তা নিজেরাই যাচাই করে নিতে পারবেন এবং পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
18th September 2024 CA Quiz
কুইজ
১৮ই সেপ্টেম্বর ২০২৪
প্রশ্ন সংখ্যা
১০টি
সময়
৫ মিনিট
QUIZ START
Results
#1. চীনকে ১-০ ব্যবধানে পরাজিত করে পঞ্চমবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো কোন দেশ?
#2. দিল্লীর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন কে?
#3. কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন কে?
#4. পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের ADG ও IGP হিসেবে নিযুক্ত হলেন কে?
#5. খেলাধুলায় ডোপিং বিরোধী উচ্চ-স্তরের আন্তর্জাতিক বৈঠকের আয়োজন করবে কোন দেশ?
#6. South Indian International Movie Awards (SIIMA) 2024 -এ সেরা অভিনেত্রীর (Critics) তকমা পেলেন কে?
#7. সম্প্রতি কততম ভারত জল সপ্তাহের উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু?
#8. কোন রাজ্যে মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে সুভদ্রা যোজনা চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
#9. Topgun Cup -এ ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ভারতীয় শ্যুটার আনমোল জৈন কীসের পদক জিতেছে?
#10. “Sri Rama in Tamilagam – An inseparable bond” শিরোনামে বই লিখলেন কে?