17th September 2024 Current Affairs Quiz in Bengali
আজ আপনাদের জন্য রইলো ১৭ই সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ। যার মাধ্যমে আপনারা সাম্প্রতিককালের ঘটনা সম্পর্কে কতটা অবগত তা নিজেরাই যাচাই করে নিতে পারবেন এবং পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
17th September 2024 CA Quiz
কুইজ
১৭ই সেপ্টেম্বর ২০২৪
প্রশ্ন সংখ্যা
১০টি
সময়
৫ মিনিট
QUIZ START
Results
#1. ব্রাসেলস ডায়মন্ড লিগ ২০২৪-এ নীরজ চোপড়া কততম স্থান অর্জন করেছেন?
#2. কোন রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট গুলিতে ‘Samvidhan Mandir’-এর উদ্বোধন করলেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়?
#3. গুজরাটের গান্ধীনগরে 4th Global Renewable Energy Investor’s Meet and Expo (RE-INVEST)-এর উদ্বোধন করলেন কে?
#4. কী নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম লঞ্চ করবে কেন্দ্রীয় শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্যের প্রচার বিভাগ?
#5. কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন আর. রবীন্দ্র?
#6. সম্প্রতি উত্তরপ্রদেশের কোন স্থানটি বৃহত্তম পর্যটন কেন্দ্র হিসাবে আবির্ভূত হয়েছে?
#7. ২০২৪ আগস্ট মাসে ICC Men’s Player of the Month Award জিতলেন কোন দেশের ক্রিকেটার Dunith Wellalage?
#8. ২০২৪ আগস্ট মাসে ICC Women’s Player of the Month Award জিতলেন কে?
#9. Belgian International 2024-এ মহিলাদের বিভাগে প্রথমবার আন্তর্জাতিক শিরোপা জিতলেন কে?
#10. কোন রাজ্যে ভারতের প্রথম ‘Namo Bharat Rapid Rail’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?