Sunday, November 17, 2024
Homeরেলওয়ে গ্রুপ ডি14th September 2022 Railway Group D Analysis in Bengali

14th September 2022 Railway Group D Analysis in Bengali

14 September 2022 Railway Group D Question Paper in Bengali PDF

14th September 2022 Railway Group D Analysis in Bengali

14th September 2022 Railway Group D Analysis in Bengali
14th September 2022 Railway Group D Analysis in Bengali

সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার প্রশ্ন ও উত্তর শেয়ার করলাম। যেটিতে ১৪ই সেপ্টেম্বর ২০২২ এ অনুষ্ঠিত পরীক্ষার কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে ও সাধারণ বিজ্ঞানের কিছু প্রশ্ন দেওয়া আছে। সুতরাং সময় অপচয় না করে প্রশ্নোত্তরগুলি দেখে নিন –

প্রশ্নঃ লোসার উৎসব কোথায় পালিত হয় ?
উত্তরঃ লাদাখ।

প্রশ্নঃ সাজো উৎসব কোন রাজ্যে পালিত হয় ?
উত্তরঃ হিমাচল প্রদেশ।

প্রশ্নঃ সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর অবস্থিত ?
উত্তরঃ নর্মদা।

প্রশ্নঃ আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ স্বামী দয়ানন্দ সরস্বতী।

প্রশ্নঃ চৌরিচৌরা ঘটনা কোথায় হয়েছিল ?
উত্তরঃ গোরখপুর।

প্রশ্নঃ লোহিত নদী কোন নদীর শাখা নদী ?
উত্তরঃ ব্রহ্মপুত্র।

প্রশ্নঃ দ্রুত খাবার তৈরি করতে কোনটি ব্যবহার করা হয় ?
উত্তরঃ সোডিয়াম বাই কার্বনেট।

প্রশ্নঃ নিউল্যান্ডের অষ্টক সূত্রে শেষ মৌল কোনটি ?
উত্তরঃ থোরিয়াম।

প্রশ্নঃ ১৯৩৪ সালে জাতীয় কংগ্রেস অধিবেশনের সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ রাজেন্দ্র প্রসাদ।

প্রশ্নঃ শ্রী লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ?
উত্তরঃ নিউ দিল্লীতে।

প্রশ্নঃ ভারতে কবে ব্যাঙ্ক জাতীয়করণ করা হয় ?
উত্তরঃ ১৯৬৯ সালে।

প্রশ্নঃ ফটোগ্রাফিক ফিল্মে কোনটি ব্যবহার করা হয় ?
উত্তরঃ সিলভার ব্রোমাইড।

প্রশ্নঃ জাতীয় ঐক্য দিবস কবে পালন করা হয় ?
উত্তরঃ ৩১শে অক্টোবর।

প্রশ্নঃ LIC এর বর্তমান চেয়ারম্যান কে ?
উত্তরঃ এম.আর. কুমার।

প্রশ্নঃ আনাইমুদি পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?
উত্তরঃ কেরালা।

প্রশ্নঃ ভারতীয় আবহাওয়া বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃ দিল্লীতে।

প্রশ্নঃ জৈন ধর্মে মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন ?
উত্তরঃ ২৪তম।

প্রশ্নঃ নিতু ঘাংঘাস কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ বক্সিং।

প্রশ্নঃ ২০০৮ সালে কোন ভাষাটি ক্ল্যাসিকাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা পেয়েছিল ?
উত্তরঃ কন্নড় এবং তেলেগু।

প্রশ্নঃ পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে ?
উত্তরঃ ৩৩ শতাংশ।

প্রশ্নঃ শিশুদের লিঙ্গ নির্ধারণ কার উপর নির্ভর করে ?
উত্তরঃ পিতা।

প্রশ্নঃ পালিতানা মন্দির কোথায় অবস্থিত ?
উত্তরঃ গুজরাট।

প্রশ্নঃ ভারতের বৃহত্তম উপদ্বীপীয় নদী কোনটি ?
উত্তরঃ গোদাবরী।

14th Sep 2022 RRB Group D Analysis

File Details :


File Name : 14th Sep 2022 Railway Group D Analysis
Language : Bengali
No. of Pages : 01
Size : 0.6 MB

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts