Monday, December 30, 2024
Homeরেলওয়ে গ্রুপ ডি13 September 2022 Railway Group D Analysis in Bengali

13 September 2022 Railway Group D Analysis in Bengali

13 September 2022 Railway Group D Question Paper in Bengali PDF

13 September 2022 Railway Group D Analysis in Bengali

13 September 2022 Railway Group D Analysis in Bengali
13 September 2022 Railway Group D Analysis in Bengali

সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ১৩ই সেপ্টেম্বর ২০২২ -এ অনুষ্ঠিত রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নগুলি উত্তরসহ শেয়ার করলাম। যেটিতে শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে ও সাধারণ বিজ্ঞানের প্রশ্নগুলি দেওয়া আছে।

আপনারা জানেনই যে এই পরীক্ষাটি অনলাইনে হচ্ছে তাই সমস্ত প্রশ্নগুলি সংগ্রহ করা সহজসাধ্য হচ্ছে না, তাই যতগুলি সংগ্রহ করতে পেরেছি, ততগুলিই প্রশ্ন শেয়ার করলাম।

13 Sep RRB Group D Analysis


০১. ভাটনগর পুরস্কার ২০২১ মোট কতজন গবেষক পেয়েছেন ?
উত্তরঃ ১১জন।

০২. বিশু কোন রাজ্যের উৎসব ?
উত্তরঃ কেরালা।

০৩. স্কুল চলো অভিযান কোন রাজ্য সরকার চালু করেছে ?
উত্তরঃ উত্তরপ্রদেশ।

০৪. ২০২২ সালে কোন প্যারা অ্যাথলিটকে পদ্মভূষণ দেওয়া হয়েছে ?
উত্তরঃ দেবেন্দ্র ঝাঝারিয়া।

০৫. এয়ার ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন ?
উত্তরঃ নটরাজন চন্দ্রশেখরণ।

০৬. ভারতের প্রথম জনগণনা কবে হয় ?
উত্তরঃ ১৮৭২ সালে।

০৭. আত্মঘাতী থলি কাকে বলা হয় ?
উত্তরঃ লাইসোজোমকে।

০৮. আমাদের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে আমরা কার দারস্থ হতে পারি ?
উত্তরঃ সুপ্রিম কোর্টের।

০৯. ঋকবেদে মোট কতগুলি সূক্ত বা স্তোত্র রয়েছে ?
উত্তরঃ ১০২৮টি।

১০. ADSL এর পুরো নাম কি ?
উত্তরঃ Asymmetric Digital Subscriber Line.

১১. শেভারয় পাহাড় কোথায় অবস্থিত ?
উত্তরঃ পূর্বঘাট পর্বতমালায়।

১২. ৭৩তম ও ৭৪তম সংবিধান সংশোধনী কোন সালে হয়েছিল ?
উত্তরঃ ১৯৯২ সালে।

১৩. ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি ?
উত্তরঃ জিম করবেট ন্যাশনাল পার্ক।

১৪. কমনয়েলথ গেমস ২০২২ কোথায় অনুষ্ঠিত হয় ?
উত্তরঃ বার্মিংহাম, ইংল্যান্ড।

১৫. প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ?
উত্তরঃ ১৯৫১-৫৬ সাল।

১৬. বনস নদী কোন নদীর শাখা নদী ?
উত্তরঃ চম্বল নদী।

১৭. ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা কে ?
উত্তরঃ হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও।

১৮. ভারতের সবথেকে বড় প্রাইভেট ব্যাঙ্ক কোনটি ?
উত্তরঃ HDFC ব্যাঙ্ক।

১৯. বৈদ্যুতিক মোটর কোন নীতিতে কাজ করে ?
উত্তরঃ বৈদ্যুতিক চৌম্বকীয় প্রভাব।

13 Sep RRB Group D Analysis PDF

File Details :


File Name : 13 Sep 2022 Railway Group D Analysis
Language : Bengali
No. of Pages : 01
Size : 0.6 MB

Also Check: 12 September 2022 Railway Group D Analysis

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts