Sunday, December 22, 2024
Homeলেডি কনস্টেবলWBP Lady Constable GK in Bengali

WBP Lady Constable GK in Bengali

লেডি কনস্টেবল জিকে

লেডি কনস্টেবল জিকে MCQ | WBP Lady Constable GK MCQ in Bengali

WBP Lady Constable GK in Bengali
WBP Lady Constable GK in Bengali

আজ আপনাদের পশ্চিমবঙ্গ পুলিশের লেডি কনস্টেবল পরীক্ষার উপযোগী কতকগুলি জিকে প্রশ্ন উত্তর প্রদান করলাম। আশা রাখছি প্রশ্নোত্তরগুলি আপনাদের লেডি কনস্টেবল পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নিন-

Lady Constable GK MCQ in Bengali

০১. রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত ?
ⓐ ফুটবল
ⓑ গলফ
ⓒ ব্যাডমিন্টন
ⓓ ক্রিকেট


০২. উবের কাপ কোন খেলার সাথে যুক্ত ?
ⓐ ক্রিকেট
ⓑ ফুটবল
ⓒ ব্যাডমিন্টন
ⓓ হকি


০৩. IP এর পুরো কথাটি কী ?
ⓐ Internet Protocol
ⓑ Integrated Protocol
ⓒ Information Protocol
ⓓ Internet Provider


০৪. ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
ⓐ লন্ডনে
ⓑ জেনেভায়
ⓒ নিউইয়র্কে
ⓓ প‍্যারিসে


০৫. কোন উদ্ভিদে হস্টোরিয়া দেখা যায় ?
ⓐ পান
ⓑ ছত্রাক
ⓒ শৈবাল
ⓓ স্বর্ণলতা


০৬. এইডস এর পুরো নাম কি ?
ⓐ অ্যাডভান্সমেন্ট ইন ডেভেলপিং সিন্ড্রোম
ⓑ অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম
ⓒ অ্যাক্টিভ ইমিউন ডিভাইড সিগন্যাল
ⓓ অল ইমিউন ডাউন সিনড্রোম


০৭. মানুষের চোখ কাজ করে আলোর–
ⓐ প্রতিসরাঙ্কের উপর
ⓑ প্রতিফলনের উপর
ⓒ প্রতিসরণের উপর
ⓓ প্রতিফলের উপর


০৮. রেটিনা বা মানুষের চোখে কোনো বস্তুর প্রতিবিম্ব কোথায় তৈরি হয় ?
ⓐ কর্নিয়া
ⓑ আইরিস
ⓒ পিউপিল
ⓓ রেটিনা


০৯. আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কী ?
ⓐ ভোল্টমিটার
ⓑ অ্যাভোমিটার
ⓒ ব্যারোমিটার
ⓓ হাইগ্রোমিটার


১০. রিক্টার স্কেল দিয়ে কি মাপা হয় ?
ⓐ বায়ুর আর্দ্রতা
ⓑ বায়ুর চাপ
ⓒ ভূ-চুম্বকের তীব্রতা
ⓓ ভূমিকম্পের তীব্রতা


১১. দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন কে ?
ⓐ রবার্ট ক্লাইভ
ⓑ ওয়ারেন হেস্টিংস
ⓒ লর্ড কর্নওয়ালিস
ⓓ লর্ড ওয়েলেসলি


১২. কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন ?
ⓐ ১৯২৩ সালে
ⓑ ১৯২৫ সালে
ⓒ ১৯৩০ সালে
ⓓ ১৯৩১ সালে


১৩. অশ্বঘোষ কোন রাজার সভাকবি ছিলেন ?
ⓐ কনিষ্ক
ⓑ হর্ষবর্ধন
ⓒ যশোবর্ধন
ⓓ লক্ষণ সেন


১৪. দীপন চক্রবর্তী কোন খেলার সঙ্গে যুক্ত ?
ⓐ হকি
ⓑ দাবা
ⓒ বক্সিং
ⓓ ব্যাডমিন্টন


১৫. পিসিকালচার কি সংক্রান্ত বিদ্যা ?
ⓐ রেশম চাষ
ⓑ মুক্তা চাষ
ⓒ মৎস্য চাষ
ⓓ প্রত্নতত্ত্ব


১৬. পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে ?
ⓐ ফরমিক অ্যাসিড
ⓑ সাইট্রিক অ্যাসিড
ⓒ ম্যালিক অ্যাসিড
ⓓ ল্যাকটিক অ্যাসিড


১৭. জার্মান সিলভার কোন কোন ধাতুর সংকর ?
ⓐ তামা, দস্তা, রুপো
ⓑ তামা, রুপো
ⓒ সোনা, রুপো
ⓓ তামা, দস্তা, নিকেল


১৮. আয়ুর্বেদ শাস্ত্রের জনক কাকে বলা হয় ?
ⓐ ধন্বন্তরী
ⓑ সুশ্রুত
ⓒ চরক
ⓓ পতঞ্জলী


১৯. ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ী হলেন-
ⓐ রবীন্দ্রনাথ ঠাকুর
ⓑ সত্যজিৎ রায়
ⓒ অরুন্ধতী রায়
ⓓ আশাপূর্ণা দেবী


২০. বীজ ফুলের কোন অংশের পরবর্তী রূপ ?
ⓐ পুষ্পাক্ষ
ⓑ পুংকেশর চক্র
ⓒ বৃতি
ⓓ ডিম্বক


RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts