Saturday, December 21, 2024
Homeজেল পুলিশজেল পুলিশের কাজ কি ? জেল পুলিশের বেতন কত ? জেল পুলিশের...

জেল পুলিশের কাজ কি ? জেল পুলিশের বেতন কত ? জেল পুলিশের যোগ্যতা কি লাগে ?

পশ্চিমবঙ্গ জেল পুলিশ - যোগ্যতা, বেতন, কাজ, ছুটি, পোস্টিং, প্রোমোশন

জেল পুলিশের কাজ কি ? জেল পুলিশের বেতন কত ? জেল পুলিশের যোগ্যতা কি লাগে ?

জেল পুলিশের কাজ কি ? জেল পুলিশের বেতন কত ? জেল পুলিশের যোগ্যতা কি লাগে ?
জেল পুলিশের কাজ কি ? জেল পুলিশের বেতন কত ? জেল পুলিশের যোগ্যতা কি লাগে ?

আজকের পোস্টে পশ্চিমবঙ্গ ওয়ার্ডার পুলিশ বা জেল পুলিশ পদ সম্পর্কে আলোচনা করলাম। যেটিতে জেল পুলিশের কাজ কি, জেল পুলিশের বেতন কত, জেল পুলিশের যোগ্যতা কি লাগে, জেল পুলিশের কতক্ষণ ডিউটি, জেল পুলিশের পোস্টিং, জেল পুলিশের প্রোমোশন ইত্যাদি সমস্ত কিছু দেওয়া আছে।

জেল পুলিশ নিয়োগকারী সংস্থা

এই পরীক্ষাটি পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা পরিচালিত হয়।

জেল পুলিশের নিয়োগ প্রক্রিয়া

লিখিত পরীক্ষা, শারীরিক পরিমাপ ও শারীরিক দক্ষতা পরীক্ষা এবং ইন্টারভিউ এই তিনটি প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয়ে থাকে।

জেল পুলিশের শিক্ষাগত যোগ্যতা

যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করলেই এই পদের জন্য আবেদন করা যায়।

জেল পুলিশের বয়সসীমা

আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের সরকারী নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়।

জেল পুলিশের বেতন

জেল পুলিশের মাসিক বেতন ২২,৭০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকা পর্যন্ত, পে লেভেল ৬ অনুযায়ী বেতন দেওয়া হয়ে থাকে।

জেল পুলিশের কাজ

জেলের আসামীদের ওপর নজরদারি চালানো, আসামীদের কোর্টে নিয়ে যাওয়া, জেলের মধ্যে কোনো আসামী অসুস্থ হয়ে পড়লে তাকে ডাক্তার দেখানো বা হাসপাতালে নিয়ে যাওয়া।

জেল পুলিশের ডিউটির সময়সীমা

জেল পুলিশদের মর্নিং, ইভিনিং ও নাইট এই তিনটি শিফটে ডিউটি হয়ে থাকে। আর ডিউটির সময়সীমা থাকে ৮ ঘণ্টা। অর্থাৎ খুব এমারজেন্সি না হলে একজন জেল পুলিশকে দিনে ৮ ঘণ্টা ডিউটি করতে হয়।

জেল পুলিশের ছুটি

জেল পুলিশেরা একটানা ৫ দিন ডিউটি করার পর ১ দিনের ছুটি পেয়ে থাকেন। এছাড়াও সাধারণ ছুটি ও এমারজেন্সি ছুটিও পেয়ে থাকেন।

জেল পুলিশের পোস্টিং

প্রথমে জেল পুলিশদের অন্য কোনো জেলায় পোস্টিং দেওয়া হয়। পরবর্তীতে পাঁচ থেকে ছয় বছর সার্ভিস করার পর আবেদন করে নিজের জেলাতে পোস্টিং নিতে পারে।

জেল পুলিশের প্রমোশন

মোটামুটি পাঁচ থেকে ছয় বছর সার্ভিস করার পরেই প্রমোশনের জন্য আবেদন করা যায়।

জেল পুলিশ সিলেবাসClick Here
জেল পুলিশ প্রশ্নপত্রClick Here
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts