Wednesday, January 22, 2025
Homeজেল পুলিশWB Jail Police GK in Bengali

WB Jail Police GK in Bengali

জেল পুলিশ জিকে

WB Jail Police GK in Bengali | WBP Warder GK Questions Answers

WB Jail Police GK in Bengali
WB Jail Police GK in Bengali

আজ আপনাদের পশ্চিমবঙ্গ ওয়ার্ডার পুলিশ বা জেল পুলিশ পরীক্ষার উপযোগী কতকগুলি জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ প্রশ্ন উত্তর প্রদান করলাম। আশা রাখছি প্রশ্নোত্তরগুলি আপনাদের ওয়ার্ডার পুলিশ বা জেল পুলিশ পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।

WB Jail Police GK MCQ in Bengali

০১. ২০২৬ সালে কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে ?
ⓐ ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া
ⓑ বার্মিংহাম, ইংল্যান্ড
ⓒ গ্লাসগো, স্কটল্যান্ড
ⓓ নিউজিল্যান্ড


০২. কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে ?
ⓐ কালিদাস
ⓑ জয়দেব
ⓒ বাণভট্ট
ⓓ ভবভূতি


০৩. লোকসভায় কে সভাপতিত্ব করেন ?
ⓐ রাষ্ট্রপতি
ⓑ উপরাষ্ট্রপতি
ⓒ প্রধানমন্ত্রী
ⓓ লোকসভার স্পিকার


০৪. সজনেখালি অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
ⓐ কর্ণাটকে
ⓑ গোয়ায়
ⓒ পশ্চিমবঙ্গে
ⓓ মিজোরামে


০৫. কীট-পতঙ্গ সম্পর্কিত বিদ্যা কোনটি ?
ⓐ জিওলোজী
ⓑ এ্যানথ্রপলোজী
ⓒ এনটোমলোজী
ⓓ নিউরোলজী


০৬. ভারতীয় মহাকাশ গবেষণার জনক কে ?
ⓐ বিক্রম সারাভাই
ⓑ রাকেশ শর্মা
ⓒ আশুতোষ ভার্মা
ⓓ মোহন পাণ্ডে


০৭. তড়িৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম কি ?
ⓐ অ্যামিটার
ⓑ ক্রোনোমিটার
ⓒ ওডোমিটার
ⓓ টেকোমিটার


০৮. প্রথম ভারতীয় মহাকাশচারীর নাম কি ?
ⓐ রাকেশ শর্মা
ⓑ রবীশ মালহোত্রা
ⓒ বিক্রম অম্বালাল
ⓓ নাগপতি ভাট


০৯. মহানদীর উৎপত্তিস্থল কোথায় ?
ⓐ সিয়াওয়ারা উচ্চভূমি
ⓑ ত্রিম্বক পর্বত
ⓒ আরাবল্লী পর্বত
ⓓ যমুনেত্রী হিমবাহ


১০. কোন শহরকে উৎসবের শহর বলা হয় ?
ⓐ মাদুরাই
ⓑ নাগপুর
ⓒ জয়পুর
ⓓ কটক


১১. বিধবা বিবাহ আইন কবে পাস হয় ?
ⓐ ১৮৫২ সালে
ⓑ ১৮৫৪ সালে
ⓒ ১৮৫৬ সালে
ⓓ ১৮৫৮ সালে


১২. মহাবীরের মাতার নাম কি ?
ⓐ ত্রিশলা
ⓑ যশোদা
ⓒ সুচেতা
ⓓ গায়ত্রী


১৩. ‘লাইফ উইথ চেয়ার ক্যানিং’ কোন চিত্রশিল্পীর সৃষ্টি ?
ⓐ পাবলো পিকাসো
ⓑ লিওনার্দো দ্য ভিঞ্চি
ⓒ মাইকেল এঞ্জেলো
ⓓ রাফায়েল


১৪. প্রথম বাঙালি সাংবাদিক কে ছিলেন ?
ⓐ গঙ্গাকিশোর ভট্টাচার্য
ⓑ গিরিশচন্দ্র ভট্টাচার্য
ⓒ জ্যোতিরিন্দ্রনাথ ঘোষ
ⓓ চিত্তরঞ্জন দাস


১৫. The Rule Breakers বইটির লেখক কে ?
ⓐ প্রীতি শর্মা
ⓑ প্রীতি শেনয়
ⓒ অপূর্বা সান্যাল
ⓓ মহিমা খাতুন


১৬. সাহিয়ান জ্ঞানশেখরণ কোন খেলার সুপরিচিত তারকা ?
ⓐ হকি
ⓑ ফুটবল
ⓒ টেবিল টেনিস
ⓓ কোনটিই নয়


১৭. ২৭শে সেপ্টেম্বর দিনটি কী হিসাবে পালিত হয় ?
ⓐ বিশ্ব যুব দিবস
ⓑ বিশ্ব স্বাস্থ্য দিবস
ⓒ বিশ্ব পর্যটন দিবস
ⓓ বিশ্ব ধূমপান বিরোধী দিবস


১৮. ত্রিস গোপালকৃষ্ণণ কোন সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা ?
ⓐ ইনফোসিস
ⓑ নাসা
ⓒ মাইক্রোসফট
ⓓ কোনটিই নয়


১৯. দিল্লী শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
ⓐ গঙ্গা
ⓑ যমুনা
ⓒ কাবেরী
ⓓ মহানদী


২০. মালদ্বীপের পার্লামেন্টের নাম কী ?
ⓐ মোরা
ⓑ আলথিং
ⓒ সেম
ⓓ মজলিশ


RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts