পশ্চিমবঙ্গের বিভিন্ন গবেষণাগার তালিকা PDF | Research Centres in West Bengal
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে পশ্চিমবঙ্গের বিভিন্ন গবেষণাগার তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন গবেষণা কেন্দ্র তালিকাকারে দেওয়া আছে। বিভিন্ন চাকরির পরীক্ষায় এই টপিকটি প্রশ্ন এসে থাকে। যেমন- পশ্চিমবঙ্গের ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ? পশ্চিমবঙ্গের পাট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ? ইত্যাদি।
পশ্চিমবঙ্গের বিভিন্ন গবেষণাগার
গবেষণা কেন্দ্র | অবস্থান |
---|---|
ধান গবেষণা কেন্দ্র | চুঁচুড়া (হুগলি) ও কল্যাণী (নদীয়া) |
নদী গবেষণা কেন্দ্র | হরিণঘাটা |
কেন্দ্রীয় কাঁচ ও মৃৎশিল্প গবেষণাগার | যাদবপুর |
বার্ড ফ্লু নির্ণয় কেন্দ্র | বেলগাছিয়া |
ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট | কলকাতা |
পাট গবেষণা কেন্দ্র | ব্যারাকপুর |
মৎস্য গবেষণা কেন্দ্র | ব্যারাকপুর |
কেন্দ্রীয় বলবিদ্যা পূর্ত গবেষণাগার | দুর্গাপুর |
সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট | দুর্গাপুর |
মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ | কলকাতা |
অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া | কলকাতা |
সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স | বিধাননগর (কলকাতা) |
পশ্চিমবঙ্গের বিভিন্ন গবেষণাগার PDF
File Details :
File Name : List of Bridges in India
Language : Bengali
No. of Pages : 02
Size : 0.6 MB