বাংলাদেশের জাতীয় বিষয়াবলী PDF | National Affairs of Bangladesh
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে বাংলাদেশের জাতীয় বিষয়াবলী PDF টি শেয়ার করলাম। যেটিতে বাংলাদের গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়গুলি তালিকাকারে দেওয়া আছে।
সুতরাং সময় অপচয় না করে তালিকাটি ভালো করে দেখে নিন এবং অফলাইনে যখন খুশি পড়ার জন্য তালিকাটির পিডিএফটি সংগ্রহ করে নিন।
বাংলাদেশের জাতীয় বিষয়াবলী
জাতীয় বিষয় | নাম |
---|---|
বাংলাদেশের জাতীয় সঙ্গীত | আমার সোনার বাংলা |
বাংলাদেশের জাতীয় ভাষা | বাংলা |
বাংলাদেশের জাতীয় ফল | কাঁঠাল |
বাংলাদেশের জাতীয় ফুল | শাপলা |
বাংলাদেশের জাতীয় পশু | রয়েল বেঙ্গল টাইগার |
বাংলাদেশের জাতীয় পাখি | দোয়েল |
বাংলাদেশের জাতীয় খেলা | কাবাডি |
বাংলাদেশের জাতীয় মাছ | ইলিশ |
বাংলাদেশের জাতীয় গাছ | আম |
বাংলাদেশের জাতীয় কবি | কাজী নজরুল ইসলাম |
বাংলাদেশের জাতীয় উৎসব | বাংলা নববর্ষ |
বাংলাদেশের জাতীয় পতাকা | সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত |
বাংলাদেশের জাতীয় বন | সুন্দরবন |
বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা | ঢাকা চিড়িয়াখানা |
বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ | সম্মিলিত প্রয়াস |
বাংলাদেশের জাতীয় লাইব্রেরী | আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা |
বাংলাদেশের জাতীয় বিমানবন্দর | হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর |
বাংলাদেশের জাতীয় মসজিদ | বায়তুল মোকাররম জাতীয় মসজিদ |
বাংলাদেশের জাতীয় স্টেডিয়াম | বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম |
বাংলাদেশের জাতীয় পার্ক | ভাওয়াল জাতীয় উদ্যান |
বাংলাদেশের জাতীয় জাদুঘর | বাংলাদেশ জাতীয় জাদুঘর, শাহবাগ, ঢাকা |
File Details :
File Name : National Affairs of Bangladesh
Language : Bengali
No. of Pages : 02
Size : 0.4 MB
Important Questions :
■ বাংলাদেশের জাতীয় পতাকার নকশা কে তৈরী করেন ?
Ans: কামরুল হাসান।
■ বাংলাদেশের জাতীয় ফল কি ?
Ans: কাঁঠাল।
■ বাংলাদেশের জাতীয় পশুর নাম কি ?
Ans: রয়েল বেঙ্গল টাইগার।
■ বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোনটি ?
Ans: আমার সোনার বাংলা গানটি।
■ বাংলাদেশের জাতীয় ভাষা কি ?
Ans: বাংলা।
■ বাংলাদেশের জাতীয় খেলা কোনটি ?
Ans: কাবাডি বা হাডুডু।
■ বাংলাদেশের জাতীয় পাখির নাম কি ?
Ans: দোয়েল।
■ বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কি ?
Ans: আম গাছ।
■ বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত? ?
Ans: আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা।
■ বাংলাদেশের জাতীয় পার্কের নাম কি ?
Ans: ভাওয়াল জাতীয় উদ্যান।