Wednesday, January 22, 2025
Homeমাধ্যমিক পরীক্ষামাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2023 | Madhyamik Physical Science Suggestion 2023

মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2023 | Madhyamik Physical Science Suggestion 2023

মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৩

মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2023 PDF | Madhyamik Physical Science Suggestion 2023 PDF

মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2023
মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2023

সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৩ টি প্রদান করলাম। মাধ্যমিক পরীক্ষার ভৌত বিজ্ঞান বিষয়ের সাজেশনটি প্রস্তুত করা হয়েছে অভিজ্ঞ কিছু শিক্ষক-শিক্ষিকার সাহায্য নিয়ে। আমরা আশা রাখছি এই ভৌত বিজ্ঞান সাজেশনটি মাধ্যমিক ২০২৩ পরীক্ষার্থীদের ভীষণভাবে সাহায্য করবে।

মাধ্যমিক পরীক্ষা ২০২৩
বোর্ডপশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ
টপিকমাধ্যমিক সাজেশন
বিষয়ভৌত বিজ্ঞান
পরীক্ষার তারিখ৩রা মার্চ ২০২৩
মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৩

২ নম্বরের প্রশ্ন
  • মিথেন হাইড্রেট কী ?
  • গ্লোবাল ওয়ামিং কী ? এর দুটি কুফল লেখো।
  • ওজোন স্তর কীভাবে ধ্বংস হয় ?
  • উষ্ণতার পরম স্কেল বলতে কী বোঝো।
  • চালসের সূত্রটি বিবৃতি করো।
  • জলের বুদবুদ জলের তলদেশ থেকে উপরের দিকে উঠার সময় আয়তনে বাড়ে কেন ?
  • তাপীয় রোধ কী? এর S.I. এককটি লেখো।
  • কেটলির হাতলে বেত জড়ানো থাকে কেন ?
  • ফোকাস দূরত্ব কাকে বলে ?
  • দন্ত চিকিৎসকেরা অবতল দর্পণ ব্যবহার করেন কেন ?
  • উত্তল লেন্সকে অভিসারী লেন্স এবং অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন ?
  • আলোর বিচ্ছুরণ কাকে বলে ?
  • সবুজ আলোয় লাল গোলাপ ফুলকে কেমন দেখায় এবং কেন ?
  • আয়নীয় বন্ধন কাকে বলে ?
  • ওহমের সূত্রটি লেখো। এই সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও।
  • রোধাঙ্ক কাকে বলে ? এর S.I. এককটি লেখো।
  • C.F.L ও L.E.D. এর মধ্যে পার্থক্য লেখো।
  • তড়িৎযোজী বন্ধনকে প্রকৃত বন্ধন বলা হয় না কেন ?
  • তড়িৎযোজী এবং সমযোজী যৌগের দুটি ধর্মের তুলনা করো।
  • নাইট্রোলিম কী ? নাইট্রোলিম কীভাবে প্রস্তুত করা হয় ?
  • জার্মান সিলভার পিতল, ব্রোঞ্জ এবং স্টেইনলেস স্টিল ধাতু সংকরগুলির উপাদানের নাম লেখো।
  • মিথানল ও ইথানলের মধ্যে পার্থক্য লেখো।
  • সমবয়তা কাকে বলে ?
  • গ্যালভানাজেশন কী ?
  • “সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়” ব্যাখ্যা করো।
  • তড়িৎযোজী যৌগগুলির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হয় কেন ?
  • একটি অ্যালকিন ও একটি অ্যালকাইন যৌগের উদাহরণ দাও।
  • নিষ্ক্রিয় লোহা কি ? মরিচার সংকেত কি ?
  • তামার কোনো বস্তুকে খোলা বায়ুতে রেখে দিলে কিছুদিন পর সবুজ হয়ে যায় কেন ?
  • দিনের বেলার পরিষ্কার আকাশকে নীল বর্ণের দেখায় কেন ?
৩ নম্বরের প্রশ্ন
  • চার্লস এবং বয়েলের সূত্রের সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা করো।
  • শুদ্ধ বর্ণালী ও অশুদ্ধ বর্ণালীর মধ্যে পার্থক্য লেখো।
  • রৈখিক প্রসারণ গুণাঙ্ক কাকে বলে ? দেখাও যে এর একক কেবলমাত্র উষ্ণতার এককের উপর নির্ভর করে।
  • বিরল মৃত্তিকা মৌল কাকে বলে ? সন্ধিগত মৌলের দুটি বৈশিষ্ট্য লেখো।
  • জৈব ও অজৈব যৌগের তিনটি ধর্মের তুলনা করো।
  • কপার সালফেটের জুলীয় দ্রবণে H.S গ্যাস চালনা করা হলো কী ঘটে সমীকরণ সহ লেখো।
  • উষ্ণতার পরম স্কেল কাকে বলে ? এই উষ্ণতায় চার্লসের সূত্রটি লেখো।
  • তেজস্ক্রিয়তা কাকে বলে ? নিউক্লিও রিঅ্যাক্টর কী?
  • আলফা ও গামা রশ্মির আধান ও আয়োনাইজিং ক্ষমতার তুলনা করো। তেজস্ক্রিয়তার একটি ব্যবহার উল্লেখ করো।
  • ডিনেচার্ড স্পিরিট কী ? এর দুটি ব্যবহার লেখো।
  • গ্যাস সম্পর্কিত চার্লসের সূত্রটি বিবৃত করো। এই সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণাটি প্রতিষ্ঠা করো।
  • গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রটি লেখো। অ্যাভোগাড্রোর সূত্রের সাহায্যে কীভাবে এই সূত্রে উপনীত হওয়া যায় ?
  • ২ লিটার NH3 পাওয়ার জন্য কত পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে কলিচুন মিশিয়ে উত্তপ্ত করতে হবে ? বিক্রিয়াটি ঘটানোর জন্য কত মৌল অ্যামোনিয়াম ক্লোরাইডের প্রয়োজন হবে এবং STP তে লিটার এককে তার আয়তন কত হবে ?
  • গ্যাসের বাষ্প ঘনত্ব কাকে বলে ? SO2 কে অনুঘটকের উপস্থিতিতে O2 দ্বারা জারিত করে SO3 প্রস্তুত করা হলো। যদি উৎপন্ন SO3 এর পরিমাণ 40g হয় তাহলে প্রয়োজনীয় SO2 এর পরিমাণ কত ?
  • তড়িৎ পরিবহন ও তাপ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য উল্লেখ করো।
  • অবতল দর্পণের ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো।
  • কোনো অবতল দর্পণ সূর্যের প্রতিবিম্বকে দর্পণের সামনে 15cm দূরে গঠন করে। দর্পণটির বক্রতা ব্যাসার্ধ কত ? সরল ফটোগ্রাফি ক্যামেরা ও মানুষের চোখের মধ্যে পাওয়া যায় এমন দুটি সাদৃশ্য উল্লেখ করো।
  • সমান্তরাল সমবায়ে যুক্ত দুটি রোধের অনুপাত 3:4 হলে রোধ দুটিতে উৎপন্ন তাপের হারের অনুপাত কত হবে ?
  • একটি পরিবাহী তারকে টেনে প্রসারিত করে এর দৈর্ঘ্যকে দ্বিগুণ করা হলো। এর ফলে তারটির রোধের কীরূপ পরিবর্তন হবে ? রোধাঙ্কের কি কোনো পরিবর্তন হবে ?
  • তড়িৎপ্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো।
  • আলফা ও বিটা কণার আধানের মান লেখো। চিকিৎসাক্ষেত্রে তেজস্ক্রিয়তার একটি ব্যবহার লেখো।
  • বিটা রশ্মি কোন কণার স্রোত ? নিউক্লিয় বন্ধন শক্তি বলতে কি বোঝায় ?
  • পর্যায় সারণিতে H এর অবস্থান বিতর্কমূলক – আলোচনা করো।
  • নিষ্ক্রিয় গ্যাসগুলির যোজ্যতা কত এবং কেন ? পর্যায় ও শ্রেণি বরাবর মৌলের ধাতব ধর্ম কীভাবে পরিবর্তিত হয় ?
  • পারমাণবিক ব্যাসার্ধ বলতে কি বোঝ ? Be, C, O, F ও N –কে পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রমে সাজাও।
  • NH4Cl ও NH4OH এর মধ্যে কোনটি তীব্র তড়িৎবিশ্লেষ্য় পদার্থ ? তড়িৎ পরিবহন করলেও আয়নিত হয় না এমন তরল মৌলের নাম লেখো। তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাটায়ন ও আনায়নের সংখ্যা সর্বদা কি সমান থাকে ?
  • তামার বিশুদ্ধিকরণে ক্যাথোড ও অ্যানোডের পরিচয় দাও ও বিক্রিয়া লেখো।
  • সমাবয়বতা কাকে বলে ? COOH কার্যকরী যুক্ত একটি জৈব যৌগের উদাহরণ দাও।
  • অ্যাসিটিক অ্যাসিড থেকে কীভাবে এস্টার উৎপন্ন করবে ? সমীকরণ দাও।
  • রূপান্তর করো : (i) C2H5OH → C2H4 (ii) CH4 → CCl4
মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2023 PDF

File Details :


File Name : Madhyamik Physical Science Suggestion 2023
Language : Bengali
No. of Pages : 02
Size : 0.5 MB

বাকি বিষয়গুলির সাজেশন :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts