মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2023 PDF | Madhyamik Physical Science Suggestion 2023 PDF
সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৩ টি প্রদান করলাম। মাধ্যমিক পরীক্ষার ভৌত বিজ্ঞান বিষয়ের সাজেশনটি প্রস্তুত করা হয়েছে অভিজ্ঞ কিছু শিক্ষক-শিক্ষিকার সাহায্য নিয়ে। আমরা আশা রাখছি এই ভৌত বিজ্ঞান সাজেশনটি মাধ্যমিক ২০২৩ পরীক্ষার্থীদের ভীষণভাবে সাহায্য করবে।
মাধ্যমিক পরীক্ষা ২০২৩
বোর্ড | পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ |
টপিক | মাধ্যমিক সাজেশন |
বিষয় | ভৌত বিজ্ঞান |
পরীক্ষার তারিখ | ৩রা মার্চ ২০২৩ |
মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৩
২ নম্বরের প্রশ্ন
- মিথেন হাইড্রেট কী ?
- গ্লোবাল ওয়ামিং কী ? এর দুটি কুফল লেখো।
- ওজোন স্তর কীভাবে ধ্বংস হয় ?
- উষ্ণতার পরম স্কেল বলতে কী বোঝো।
- চালসের সূত্রটি বিবৃতি করো।
- জলের বুদবুদ জলের তলদেশ থেকে উপরের দিকে উঠার সময় আয়তনে বাড়ে কেন ?
- তাপীয় রোধ কী? এর S.I. এককটি লেখো।
- কেটলির হাতলে বেত জড়ানো থাকে কেন ?
- ফোকাস দূরত্ব কাকে বলে ?
- দন্ত চিকিৎসকেরা অবতল দর্পণ ব্যবহার করেন কেন ?
- উত্তল লেন্সকে অভিসারী লেন্স এবং অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন ?
- আলোর বিচ্ছুরণ কাকে বলে ?
- সবুজ আলোয় লাল গোলাপ ফুলকে কেমন দেখায় এবং কেন ?
- আয়নীয় বন্ধন কাকে বলে ?
- ওহমের সূত্রটি লেখো। এই সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও।
- রোধাঙ্ক কাকে বলে ? এর S.I. এককটি লেখো।
- C.F.L ও L.E.D. এর মধ্যে পার্থক্য লেখো।
- তড়িৎযোজী বন্ধনকে প্রকৃত বন্ধন বলা হয় না কেন ?
- তড়িৎযোজী এবং সমযোজী যৌগের দুটি ধর্মের তুলনা করো।
- নাইট্রোলিম কী ? নাইট্রোলিম কীভাবে প্রস্তুত করা হয় ?
- জার্মান সিলভার পিতল, ব্রোঞ্জ এবং স্টেইনলেস স্টিল ধাতু সংকরগুলির উপাদানের নাম লেখো।
- মিথানল ও ইথানলের মধ্যে পার্থক্য লেখো।
- সমবয়তা কাকে বলে ?
- গ্যালভানাজেশন কী ?
- “সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়” ব্যাখ্যা করো।
- তড়িৎযোজী যৌগগুলির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হয় কেন ?
- একটি অ্যালকিন ও একটি অ্যালকাইন যৌগের উদাহরণ দাও।
- নিষ্ক্রিয় লোহা কি ? মরিচার সংকেত কি ?
- তামার কোনো বস্তুকে খোলা বায়ুতে রেখে দিলে কিছুদিন পর সবুজ হয়ে যায় কেন ?
- দিনের বেলার পরিষ্কার আকাশকে নীল বর্ণের দেখায় কেন ?
৩ নম্বরের প্রশ্ন
- চার্লস এবং বয়েলের সূত্রের সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা করো।
- শুদ্ধ বর্ণালী ও অশুদ্ধ বর্ণালীর মধ্যে পার্থক্য লেখো।
- রৈখিক প্রসারণ গুণাঙ্ক কাকে বলে ? দেখাও যে এর একক কেবলমাত্র উষ্ণতার এককের উপর নির্ভর করে।
- বিরল মৃত্তিকা মৌল কাকে বলে ? সন্ধিগত মৌলের দুটি বৈশিষ্ট্য লেখো।
- জৈব ও অজৈব যৌগের তিনটি ধর্মের তুলনা করো।
- কপার সালফেটের জুলীয় দ্রবণে H.S গ্যাস চালনা করা হলো কী ঘটে সমীকরণ সহ লেখো।
- উষ্ণতার পরম স্কেল কাকে বলে ? এই উষ্ণতায় চার্লসের সূত্রটি লেখো।
- তেজস্ক্রিয়তা কাকে বলে ? নিউক্লিও রিঅ্যাক্টর কী?
- আলফা ও গামা রশ্মির আধান ও আয়োনাইজিং ক্ষমতার তুলনা করো। তেজস্ক্রিয়তার একটি ব্যবহার উল্লেখ করো।
- ডিনেচার্ড স্পিরিট কী ? এর দুটি ব্যবহার লেখো।
- গ্যাস সম্পর্কিত চার্লসের সূত্রটি বিবৃত করো। এই সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণাটি প্রতিষ্ঠা করো।
- গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রটি লেখো। অ্যাভোগাড্রোর সূত্রের সাহায্যে কীভাবে এই সূত্রে উপনীত হওয়া যায় ?
- ২ লিটার NH3 পাওয়ার জন্য কত পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে কলিচুন মিশিয়ে উত্তপ্ত করতে হবে ? বিক্রিয়াটি ঘটানোর জন্য কত মৌল অ্যামোনিয়াম ক্লোরাইডের প্রয়োজন হবে এবং STP তে লিটার এককে তার আয়তন কত হবে ?
- গ্যাসের বাষ্প ঘনত্ব কাকে বলে ? SO2 কে অনুঘটকের উপস্থিতিতে O2 দ্বারা জারিত করে SO3 প্রস্তুত করা হলো। যদি উৎপন্ন SO3 এর পরিমাণ 40g হয় তাহলে প্রয়োজনীয় SO2 এর পরিমাণ কত ?
- তড়িৎ পরিবহন ও তাপ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য উল্লেখ করো।
- অবতল দর্পণের ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো।
- কোনো অবতল দর্পণ সূর্যের প্রতিবিম্বকে দর্পণের সামনে 15cm দূরে গঠন করে। দর্পণটির বক্রতা ব্যাসার্ধ কত ? সরল ফটোগ্রাফি ক্যামেরা ও মানুষের চোখের মধ্যে পাওয়া যায় এমন দুটি সাদৃশ্য উল্লেখ করো।
- সমান্তরাল সমবায়ে যুক্ত দুটি রোধের অনুপাত 3:4 হলে রোধ দুটিতে উৎপন্ন তাপের হারের অনুপাত কত হবে ?
- একটি পরিবাহী তারকে টেনে প্রসারিত করে এর দৈর্ঘ্যকে দ্বিগুণ করা হলো। এর ফলে তারটির রোধের কীরূপ পরিবর্তন হবে ? রোধাঙ্কের কি কোনো পরিবর্তন হবে ?
- তড়িৎপ্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো।
- আলফা ও বিটা কণার আধানের মান লেখো। চিকিৎসাক্ষেত্রে তেজস্ক্রিয়তার একটি ব্যবহার লেখো।
- বিটা রশ্মি কোন কণার স্রোত ? নিউক্লিয় বন্ধন শক্তি বলতে কি বোঝায় ?
- পর্যায় সারণিতে H এর অবস্থান বিতর্কমূলক – আলোচনা করো।
- নিষ্ক্রিয় গ্যাসগুলির যোজ্যতা কত এবং কেন ? পর্যায় ও শ্রেণি বরাবর মৌলের ধাতব ধর্ম কীভাবে পরিবর্তিত হয় ?
- পারমাণবিক ব্যাসার্ধ বলতে কি বোঝ ? Be, C, O, F ও N –কে পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রমে সাজাও।
- NH4Cl ও NH4OH এর মধ্যে কোনটি তীব্র তড়িৎবিশ্লেষ্য় পদার্থ ? তড়িৎ পরিবহন করলেও আয়নিত হয় না এমন তরল মৌলের নাম লেখো। তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাটায়ন ও আনায়নের সংখ্যা সর্বদা কি সমান থাকে ?
- তামার বিশুদ্ধিকরণে ক্যাথোড ও অ্যানোডের পরিচয় দাও ও বিক্রিয়া লেখো।
- সমাবয়বতা কাকে বলে ? COOH কার্যকরী যুক্ত একটি জৈব যৌগের উদাহরণ দাও।
- অ্যাসিটিক অ্যাসিড থেকে কীভাবে এস্টার উৎপন্ন করবে ? সমীকরণ দাও।
- রূপান্তর করো : (i) C2H5OH → C2H4 (ii) CH4 → CCl4
মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2023 PDF
File Details :
File Name : Madhyamik Physical Science Suggestion 2023
Language : Bengali
No. of Pages : 02
Size : 0.5 MB