মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023 PDF | Madhyamik Life Science Suggestion 2023 PDF
সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২৩ টি প্রদান করলাম। মাধ্যমিক পরীক্ষার জীবন বিজ্ঞান বিষয়ের সাজেশনটি প্রস্তুত করা হয়েছে অভিজ্ঞ কিছু শিক্ষক-শিক্ষিকার সাহায্য নিয়ে। আমরা আশা রাখছি এই জীবন বিজ্ঞান সাজেশনটি মাধ্যমিক ২০২৩ পরীক্ষার্থীদের ভীষণভাবে সাহায্য করবে।
মাধ্যমিক পরীক্ষা ২০২৩
বোর্ড | পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ |
টপিক | মাধ্যমিক সাজেশন |
বিষয় | জীবন বিজ্ঞান |
পরীক্ষার তারিখ | ২৮শে ফেব্রুয়ারি ২০২৩ |
মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২৩
২ নম্বরের প্রশ্ন
- সংবেদনশীলতা কাকে বলে ?
- ট্রপিক ও ন্যাসটিক চলনের মধ্যে দুটি পার্থক্য লেখো।
- ফোটোন্যাস্টি ও কেমোন্যাস্টি চলনের একটি করে উদাহরণ দাও।
- ADH হরমোন ক্ষরণ কমে গেলে আমাদের দেহে কি ঘটবে ?
- টেস্টোস্টেরন হরমোনের দুটি কাজ লেখো।
- নিউরোগ্লিয়া কি ?
- নিম্নলিখিত ক্রিয়াগুলির মধ্যে কোনটি সহজাত ও কোনগুলি অভ্যাসগত তালিকাভুক্ত করো – তীব্র আলোকে চোখের পাতা বন্ধ হওয়া – সাইকেল চালানো – হাঁটুর ঝাঁকানি – আবৃত্তি করা।
- গুরুমস্তিষ্ক ও লঘুমস্তিষ্কের মধ্যে পার্থক্য লেখো।
- গাড়ি চালকেরা কীভাবে ট্রাফিক সিগন্যাল দেখে গাড়ি চালান ?
- অন্ধবিন্দু কি ?
- মাছের গমনে জোড় পাখনার ভূমিকা লেখো।
- কোষ বিভাজনে সেন্ট্রোজোম ও রাইবোজোমের ভূমিকা লেখো।
- নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে অযৌন ও যৌন জননের পার্থক্য লেখো : জনিতৃ জীবের সংখ্যা – অপত্য জীবের ভূমিকা।
- বৃদ্ধি ও বিকাশের সম্পর্ক লেখো।
- মেন্ডেল মটর গাছের ফুলের যে বিপরীতধর্মী চরিত্র নিয়ে পরীক্ষা করেছিলেন তা লেখো।
- মেন্ডেলের স্বাধীন বিন্যাস সূত্রটি লেখো।
- থ্যালাসেমিয়ার লক্ষণ লেখো।
- মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ কীভাবে নির্ধারিত হয় তা একটি কোষের মাধ্যমে দেখাও।
- বর্ণান্ধতার কারণ কি ?
- হিমোফিলিয়া কেন হয় ?
- পায়রার বায়ুথলির অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো।
- রুই মাছের জলজ অভিযোজনে পটকার ভূমিকা লেখো।
- জল সংরক্ষণের জন্য ক্যাকটাসের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো।
- অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাব লেখো।
- নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার কারণগুলি উল্লেখ করো।
- JFM প্রকল্প দ্বারা স্থানীয় জনগণ ও বনদপ্তর কীভাবে উপকৃত হয় ?
- গঙ্গা নদীর দূষণের ফলে প্রাণী বৈচিত্র্যের বিপন্নতার দুটি উদাহরণ দাও।
- ভারতে হটস্পটগুলির নাম লেখো।
- রেড পাণ্ডা সংরক্ষণে গৃহীত দুটি প্রচেষ্টার উল্লেখ করো।
- বায়োস্ফিয়ারের উদাহরণ সহ বৈশিষ্ট্য লেখো।
- একটি বিপন্ন সরীসৃপ প্রজাতির সংরক্ষণের জন্য ইনসিটু সংরক্ষণ ব্যবস্থাগুলি লেখো এবং পশ্চিমবঙ্গে অবস্থিত এরকম একটি সংরক্ষণ স্থানের নাম লেখো।
- ব্যাঘ্র সংরক্ষণের যে যে ইনসিটু ব্যবস্থা গ্রহণ করা হয় তা উল্লেখ করো।
৫ নম্বরের প্রশ্ন
- ইনসিটু এবং এক্স সিটু সংরক্ষণ কাকে বলে ? এদের তিনটি পার্থক্য নিরুপন করো।
- একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে ডারউইন প্রস্তাবিত প্রাকৃতিক নির্বাচন পদ্ধতিটি ব্যাখ্যা করো। রুইমাছের জলজ অভিযোজনের পটকার ভূমিকা কি ?
- জলদূষণের উৎসগুলি চিহ্নিত করো। জল দূষণের ফলে যে যে জীবাণু বাহিত রোগ হতে পারে তার তালিকা তৈরি করো।
- জীববৈচিত্র্য কি কি কারণে হ্রাস পায় তা সঠিকভাবে উদাহরণের সাহায্যে নির্ধারণ করো।
- ক্রোমোজোম , DNA ও জিনের মধ্যে আন্তঃ সম্পর্ক ব্যাখ্যা করো। নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে মাইটোসিস ও মিয়োসিসের পার্থক্য লেখো- (ক) ক্রোমোজোমের বিভাজনের প্রকৃতি (খ) উৎপন্ন কোষের সংখ্যা।
- ক্রয়োসংরক্ষণ কী ? জীববৈচিত্র্য সংরক্ষণে P.B.R ও J.M.F এর ভূমিকা লেখো।
- একজন হিমফিলিয়া জিন বহনকারী স্বাভাবিক মহিলা এবং একজন হিমোফিলিক পুরুষের বিবাহ হলে, তাদের সন্তান-সন্ততি’র মধ্যে হিমোফিলিয়ার সম্ভবনা কতখানি তা চেকার বোর্ডের সাহায্যে নিরুপন করো। থ্যালাসেমিয়া রোগের দুটি লক্ষণ উল্লেখ করো।
- মানুষ ও অন্যান্য প্রাণীর ওপর শব্দ দূষণের প্রভাব আলোচনা করো। ইউট্রোফিকেশনের কারণ ও ফলাফল উল্লেখ করো।
- সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলি সম্পর্কে সংক্ষেপে বর্ণনা দাও। জীববৈচিত্র্য হ্রাসে ‘বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ’ সম্পর্কে আলোচনা করো।
- কোষ বিভাজন কিভাবে বৃদ্ধি প্রজনন ও ক্ষয় পূরণে সাহায্য করে ? কোষচক্রের গুরুত্ব লেখো।
- মটর গাছের উপর মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষাটি বর্ণনা করো এবং F2 জনুতে উৎপন্ন অপত্য মটর গাছের ফিনটাইপ অনুপাত কি হবে, তা দেখাও।
- পরিবেশগত কি কি কারণে ক্যানসার হতে পারে ? মানুষের এই লাগামছাড়া অযৌক্তিক কাজকর্মই কি দূষণ ঘটানোর আসল কারণ – এর সাপেক্ষ যুক্তি দাও।
- পশ্চিমবঙ্গের অবস্থিত একটি করে জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ ও অভয়ারণ্যের নাম ও সেখানে সংরক্ষিত হয় এমন একটি করে প্রাণী প্রজাতির নাম লেখো। অ্যাজমার কারণ নির্ধারণ করো।
- নাইট্রোজেন চক্রের ধাপগুলি সংক্ষেপে শব্দ চিত্রের সাহায্যে লেখো। আরামদায়ক ও বিলাসবহুল জীবনযাত্রা বায়ুদূষণের অন্যতম কারণ – উক্তিটির যথার্থতা বিচার করো।
- জরুরিকালীন হরমোন কোন হরমোনকে বলা হয় এবং কেন ? উক্ত হরমোনের কাজের সঙ্গে থাইরক্সিন হরমোনের কাজের ২টি মিল (সাদৃশ্য) দেখাও।
চিত্র অঙ্কন ও চিহ্নিতকরণ সংক্রান্ত প্রশ্ন
- মানুষের অক্ষিগোলকের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো: রেটিনা, স্ক্লেরা, লেন্স, পীতবিন্দু, আইরিশ, তারারন্ধ, অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, কর্ণিয়া, অন্ধবিন্দু ও সিলিয়ারী বডি।
- মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার চিহ্নিত চিত্র অঙ্কন করো: মেরু, ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোমাল তন্তু, অবিচ্ছিন্ন তন্তু, সেন্ট্রিওল।
- ক্রোমোজোমের আদর্শ চিত্র অঙ্কন করার নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো-
- ক্রোমোমিয়ার, সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার, মুখ্যখাঁজ।
- একটি প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো: গ্রাহক, চেষ্ট্রিয় স্নায়ু, স্নায়ুকেন্দ্র, সংজ্ঞাবহ স্নায়ু।
মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023 PDF
File Details :
File Name : Madhyamik Life Science Suggestion 2023
Language : Bengali
No. of Pages : 03
Size : 0.6 MB