Wednesday, January 22, 2025
Homeমাধ্যমিক পরীক্ষামাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023 | Madhyamik Life Science Suggestion 2023

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023 | Madhyamik Life Science Suggestion 2023

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২৩

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023 PDF | Madhyamik Life Science Suggestion 2023 PDF

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023
মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023

সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২৩ টি প্রদান করলাম। মাধ্যমিক পরীক্ষার জীবন বিজ্ঞান বিষয়ের সাজেশনটি প্রস্তুত করা হয়েছে অভিজ্ঞ কিছু শিক্ষক-শিক্ষিকার সাহায্য নিয়ে। আমরা আশা রাখছি এই জীবন বিজ্ঞান সাজেশনটি মাধ্যমিক ২০২৩ পরীক্ষার্থীদের ভীষণভাবে সাহায্য করবে।

মাধ্যমিক পরীক্ষা ২০২৩
বোর্ডপশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ
টপিকমাধ্যমিক সাজেশন
বিষয়জীবন বিজ্ঞান
পরীক্ষার তারিখ২৮শে ফেব্রুয়ারি ২০২৩
মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২৩

২ নম্বরের প্রশ্ন
  • সংবেদনশীলতা কাকে বলে ?
  • ট্রপিক ও ন্যাসটিক চলনের মধ্যে দুটি পার্থক্য লেখো।
  • ফোটোন্যাস্টি ও কেমোন্যাস্টি চলনের একটি করে উদাহরণ দাও।
  • ADH হরমোন ক্ষরণ কমে গেলে আমাদের দেহে কি ঘটবে ?
  • টেস্টোস্টেরন হরমোনের দুটি কাজ লেখো।
  • নিউরোগ্লিয়া কি ?
  • নিম্নলিখিত ক্রিয়াগুলির মধ্যে কোনটি সহজাত ও কোনগুলি অভ্যাসগত তালিকাভুক্ত করো – তীব্র আলোকে চোখের পাতা বন্ধ হওয়া – সাইকেল চালানো – হাঁটুর ঝাঁকানি – আবৃত্তি করা।
  • গুরুমস্তিষ্ক ও লঘুমস্তিষ্কের মধ্যে পার্থক্য লেখো।
  • গাড়ি চালকেরা কীভাবে ট্রাফিক সিগন্যাল দেখে গাড়ি চালান ?
  • অন্ধবিন্দু কি ?
  • মাছের গমনে জোড় পাখনার ভূমিকা লেখো।
  • কোষ বিভাজনে সেন্ট্রোজোম ও রাইবোজোমের ভূমিকা লেখো।
  • নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে অযৌন ও যৌন জননের পার্থক্য লেখো : জনিতৃ জীবের সংখ্যা – অপত্য জীবের ভূমিকা।
  • বৃদ্ধি ও বিকাশের সম্পর্ক লেখো।
  • মেন্ডেল মটর গাছের ফুলের যে বিপরীতধর্মী চরিত্র নিয়ে পরীক্ষা করেছিলেন তা লেখো।
  • মেন্ডেলের স্বাধীন বিন্যাস সূত্রটি লেখো।
  • থ্যালাসেমিয়ার লক্ষণ লেখো।
  • মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ কীভাবে নির্ধারিত হয় তা একটি কোষের মাধ্যমে দেখাও।
  • বর্ণান্ধতার কারণ কি ?
  • হিমোফিলিয়া কেন হয় ?
  • পায়রার বায়ুথলির অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো।
  • রুই মাছের জলজ অভিযোজনে পটকার ভূমিকা লেখো।
  • জল সংরক্ষণের জন্য ক্যাকটাসের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো।
  • অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাব লেখো।
  • নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার কারণগুলি উল্লেখ করো।
  • JFM প্রকল্প দ্বারা স্থানীয় জনগণ ও বনদপ্তর কীভাবে উপকৃত হয় ?
  • গঙ্গা নদীর দূষণের ফলে প্রাণী বৈচিত্র্যের বিপন্নতার দুটি উদাহরণ দাও।
  • ভারতে হটস্পটগুলির নাম লেখো।
  • রেড পাণ্ডা সংরক্ষণে গৃহীত দুটি প্রচেষ্টার উল্লেখ করো।
  • বায়োস্ফিয়ারের উদাহরণ সহ বৈশিষ্ট্য লেখো।
  • একটি বিপন্ন সরীসৃপ প্রজাতির সংরক্ষণের জন্য ইনসিটু সংরক্ষণ ব্যবস্থাগুলি লেখো এবং পশ্চিমবঙ্গে অবস্থিত এরকম একটি সংরক্ষণ স্থানের নাম লেখো।
  • ব্যাঘ্র সংরক্ষণের যে যে ইনসিটু ব্যবস্থা গ্রহণ করা হয় তা উল্লেখ করো।
৫ নম্বরের প্রশ্ন
  • ইনসিটু এবং এক্স সিটু সংরক্ষণ কাকে বলে ? এদের তিনটি পার্থক্য নিরুপন করো।
  • একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে ডারউইন প্রস্তাবিত প্রাকৃতিক নির্বাচন পদ্ধতিটি ব্যাখ্যা করো। রুইমাছের জলজ অভিযোজনের পটকার ভূমিকা কি ?
  • জলদূষণের উৎসগুলি চিহ্নিত করো। জল দূষণের ফলে যে যে জীবাণু বাহিত রোগ হতে পারে তার তালিকা তৈরি করো।
  • জীববৈচিত্র্য কি কি কারণে হ্রাস পায় তা সঠিকভাবে উদাহরণের সাহায্যে নির্ধারণ করো।
  • ক্রোমোজোম , DNA ও জিনের মধ্যে আন্তঃ সম্পর্ক ব্যাখ্যা করো। নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে মাইটোসিস ও মিয়োসিসের পার্থক্য লেখো- (ক) ক্রোমোজোমের বিভাজনের প্রকৃতি (খ) উৎপন্ন কোষের সংখ্যা।
  • ক্রয়োসংরক্ষণ কী ? জীববৈচিত্র্য সংরক্ষণে P.B.R ও J.M.F এর ভূমিকা লেখো।
  • একজন হিমফিলিয়া জিন বহনকারী স্বাভাবিক মহিলা এবং একজন হিমোফিলিক পুরুষের বিবাহ হলে, তাদের সন্তান-সন্ততি’র মধ্যে হিমোফিলিয়ার সম্ভবনা কতখানি তা চেকার বোর্ডের সাহায্যে নিরুপন করো। থ্যালাসেমিয়া রোগের দুটি লক্ষণ উল্লেখ করো।
  • মানুষ ও অন্যান্য প্রাণীর ওপর শব্দ দূষণের প্রভাব আলোচনা করো। ইউট্রোফিকেশনের কারণ ও ফলাফল উল্লেখ করো।
  • সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলি সম্পর্কে সংক্ষেপে বর্ণনা দাও। জীববৈচিত্র্য হ্রাসে ‘বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ’ সম্পর্কে আলোচনা করো।
  • কোষ বিভাজন কিভাবে বৃদ্ধি প্রজনন ও ক্ষয় পূরণে সাহায্য করে ? কোষচক্রের গুরুত্ব লেখো।
  • মটর গাছের উপর মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষাটি বর্ণনা করো এবং F2 জনুতে উৎপন্ন অপত্য মটর গাছের ফিনটাইপ অনুপাত কি হবে, তা দেখাও।
  • পরিবেশগত কি কি কারণে ক্যানসার হতে পারে ? মানুষের এই লাগামছাড়া অযৌক্তিক কাজকর্মই কি দূষণ ঘটানোর আসল কারণ – এর সাপেক্ষ যুক্তি দাও।
  • পশ্চিমবঙ্গের অবস্থিত একটি করে জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ ও অভয়ারণ্যের নাম ও সেখানে সংরক্ষিত হয় এমন একটি করে প্রাণী প্রজাতির নাম লেখো। অ্যাজমার কারণ নির্ধারণ করো।
  • নাইট্রোজেন চক্রের ধাপগুলি সংক্ষেপে শব্দ চিত্রের সাহায্যে লেখো। আরামদায়ক ও বিলাসবহুল জীবনযাত্রা বায়ুদূষণের অন্যতম কারণ – উক্তিটির যথার্থতা বিচার করো।
  • জরুরিকালীন হরমোন কোন হরমোনকে বলা হয় এবং কেন ? উক্ত হরমোনের কাজের সঙ্গে থাইরক্সিন হরমোনের কাজের ২টি মিল (সাদৃশ‍্য) দেখাও।
চিত্র অঙ্কন ও চিহ্নিতকরণ সংক্রান্ত প্রশ্ন
  • মানুষের অক্ষিগোলকের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো: রেটিনা, স্ক্লেরা, লেন্স, পীতবিন্দু, আইরিশ, তারারন্ধ, অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, কর্ণিয়া, অন্ধবিন্দু ও সিলিয়ারী বডি।
  • মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার চিহ্নিত চিত্র অঙ্কন করো: মেরু, ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোমাল তন্তু, অবিচ্ছিন্ন তন্তু, সেন্ট্রিওল।
  • ক্রোমোজোমের আদর্শ চিত্র অঙ্কন করার নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো-
  • ক্রোমোমিয়ার, সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার, মুখ্যখাঁজ।
  • একটি প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো: গ্রাহক, চেষ্ট্রিয় স্নায়ু, স্নায়ুকেন্দ্র, সংজ্ঞাবহ স্নায়ু।
মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023 PDF

File Details :


File Name : Madhyamik Life Science Suggestion 2023
Language : Bengali
No. of Pages : 03
Size : 0.6 MB

বাকি বিষয়গুলির সাজেশন :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts