Wednesday, January 22, 2025
Homeমাধ্যমিক পরীক্ষামাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 | Madhyamik History Suggestion 2023

মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 | Madhyamik History Suggestion 2023

মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩

মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 PDF | Madhyamik History Suggestion 2023 PDF

মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023
মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023

সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩ টি প্রদান করলাম। এই মাধ্যমিক ইতিহাস সাজেশনটি প্রস্তুত করা হয়েছে অভিজ্ঞ কিছু ইতিহাস শিক্ষক-শিক্ষিকার সাহায্য নিয়ে। আমরা আশা রাখছি এই ইতিহাস সাজেশনটি মাধ্যমিক ২০২৩ পরীক্ষার্থীদের ভীষণভাবে সাহায্য করবে।

মাধ্যমিক পরীক্ষা ২০২৩
বোর্ডপশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ
টপিকমাধ্যমিক সাজেশন
বিষয়ইতিহাস
পরীক্ষার তারিখ২৭শে ফেব্রুয়ারি ২০২৩
মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩

২ নম্বরের প্রশ্ন
  • চৌরিচৌরা ঘটনা কি ?
  • সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলা হয় কেন ?
  • শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয় ?
  • কার্লাইল সার্কুলার কি ?
  • উডের ডেসপ্যাচ কি ?
  • সভা সমিতির যুগ কাকে বলে ?
  • লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ করেন ?
  • নিম্নবর্গের ইতিহাস কি ?
  • বসু বিজ্ঞান মন্দিরে কোন কোন বিষয়ে গবেষণা করা যেত ?
  • দলিত কাদের বলা হয় ?
  • মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন ?
  • খোদা-ই-খিদমতগার কি ?
  • রসিদ আলী দিবস কি ?
  • ভারতে শিক্ষার ইতিহাসে ১৮১৩ খ্রিস্টাব্দে সনদ আইনের গুরুত্ব কি ?
  • ওয়াহাবি আন্দোলনের দুটি গুরুত্ব লেখো।
  • হিন্দুমেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ?
  • সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতির আসল উদ্দেশ্য কি ছিল ?
  • বাংলার নারী শিক্ষার বিস্তারে রাধাকান্তদেবের ভূমিকা কি ছিল ?
  • তিনকাঠিয়া ব্যবস্থা কি ?
  • চার্লস উইল কিনস কে ছিলেন ?
৪ নম্বরের প্রশ্ন
  • আধুনিক ইতিহাসচর্চার বৈশিষ্ট্য লেখো।
  • খেলাধুলার ইতিহাসচর্চা সম্পর্কে একটি টীকা লেখো।
  • নারীশিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো।
  • ভারত ছাড়ো আন্দোলনে নারীদের অংশগ্রহণ নিয়ে একটি টিকা লেখো।
  • প্রাশ্চাত্য শিক্ষাবিস্তারে রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো।
  • শ্রীরামকৃষ্ণ সর্ব ধর্ম সমন্বয়ের আদর্শ কীভাবে তুলে ধরেছিল ?
  • ছাপাখানা প্রসারে শ্রীরামপুর মিশনের অবদান লেখো।
  • সাঁওতাল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো।
  • কারিগরি শিক্ষার বিস্তারে বাংলায় ‘বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট’ এর ভূমিকা আলোচনা করো।
  • নীলদর্পণ নাটকে বাংলার সমাজে কিরূপ প্রতিফলন পাওয়া যায় ?
  • ভারতমাতা চিত্রের ঐতিহাসিক তাৎপর্য বিশ্লেষণ করো।
  • স্বাধীনতার পর ভাষার ভিত্তিতে ভারত কীভাবে পুনর্গঠিত হয়েছিল ?
  • “উডের নির্দেশনামাকে” (১৮৫৪) এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন ?
  • ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে কৃষক বিদ্রোহের কারণগুলি কি ছিল ?
  • মহাবিদ্রোহে হিন্দু-মুসলিম ঐক্য সম্পর্কে লেখো।
  • মহাবিদ্রোহকে কী বাংলার শিক্ষিত সমাজ সমর্থন করেছিল ?
  • ১৭৫৭- র বিদ্রোহকে কী সামন্তশ্রেণীর বিদ্রোহ বলা যায় ?
  • টিকা লেখো – বসু বিজ্ঞান মন্দির, তেভাগা আন্দোলন, বেঙ্গল ভলান্টিয়ার্স।
  • ভারতে বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা আলোচনা করো।
  • দলিত অধিকার বিষয়ে গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে বিতর্ক আলোচনা করো।
  • জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয় ?
৮ নম্বরের প্রশ্ন
  • উনিশ শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্মসমাজগুলির কিরূপ ভূমিকা ছিল ?
  • শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি ? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো।
  • বাংলায় কৃষক আন্দোলনে নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো।
  • লেখায় ও রেখায় ভারতে কিভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল ?
  • মহাবিদ্রোহের (১৮৫৭) চরিত্র ও প্রকৃতি আলোচনা করো।
  • রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয় ঘটিয়েছিলেন তা ব্যাখ্যা করো।
  • বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের অবদান আলোচনা করো।
  • সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো।
  • অসহযোগ ও আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের বিবরণ দাও।
মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 PDF

File Details :


File Name : Madhyamik History Suggestion 2023
Language : Bengali
No. of Pages : 02
Size : 0.5 MB

Also Check :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts