মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 PDF | Madhyamik History Suggestion 2023 PDF
সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩ টি প্রদান করলাম। এই মাধ্যমিক ইতিহাস সাজেশনটি প্রস্তুত করা হয়েছে অভিজ্ঞ কিছু ইতিহাস শিক্ষক-শিক্ষিকার সাহায্য নিয়ে। আমরা আশা রাখছি এই ইতিহাস সাজেশনটি মাধ্যমিক ২০২৩ পরীক্ষার্থীদের ভীষণভাবে সাহায্য করবে।
মাধ্যমিক পরীক্ষা ২০২৩
বোর্ড | পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ |
টপিক | মাধ্যমিক সাজেশন |
বিষয় | ইতিহাস |
পরীক্ষার তারিখ | ২৭শে ফেব্রুয়ারি ২০২৩ |
মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩
২ নম্বরের প্রশ্ন
- চৌরিচৌরা ঘটনা কি ?
- সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলা হয় কেন ?
- শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয় ?
- কার্লাইল সার্কুলার কি ?
- উডের ডেসপ্যাচ কি ?
- সভা সমিতির যুগ কাকে বলে ?
- লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ করেন ?
- নিম্নবর্গের ইতিহাস কি ?
- বসু বিজ্ঞান মন্দিরে কোন কোন বিষয়ে গবেষণা করা যেত ?
- দলিত কাদের বলা হয় ?
- মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন ?
- খোদা-ই-খিদমতগার কি ?
- রসিদ আলী দিবস কি ?
- ভারতে শিক্ষার ইতিহাসে ১৮১৩ খ্রিস্টাব্দে সনদ আইনের গুরুত্ব কি ?
- ওয়াহাবি আন্দোলনের দুটি গুরুত্ব লেখো।
- হিন্দুমেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ?
- সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতির আসল উদ্দেশ্য কি ছিল ?
- বাংলার নারী শিক্ষার বিস্তারে রাধাকান্তদেবের ভূমিকা কি ছিল ?
- তিনকাঠিয়া ব্যবস্থা কি ?
- চার্লস উইল কিনস কে ছিলেন ?
৪ নম্বরের প্রশ্ন
- আধুনিক ইতিহাসচর্চার বৈশিষ্ট্য লেখো।
- খেলাধুলার ইতিহাসচর্চা সম্পর্কে একটি টীকা লেখো।
- নারীশিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো।
- ভারত ছাড়ো আন্দোলনে নারীদের অংশগ্রহণ নিয়ে একটি টিকা লেখো।
- প্রাশ্চাত্য শিক্ষাবিস্তারে রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো।
- শ্রীরামকৃষ্ণ সর্ব ধর্ম সমন্বয়ের আদর্শ কীভাবে তুলে ধরেছিল ?
- ছাপাখানা প্রসারে শ্রীরামপুর মিশনের অবদান লেখো।
- সাঁওতাল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো।
- কারিগরি শিক্ষার বিস্তারে বাংলায় ‘বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট’ এর ভূমিকা আলোচনা করো।
- নীলদর্পণ নাটকে বাংলার সমাজে কিরূপ প্রতিফলন পাওয়া যায় ?
- ভারতমাতা চিত্রের ঐতিহাসিক তাৎপর্য বিশ্লেষণ করো।
- স্বাধীনতার পর ভাষার ভিত্তিতে ভারত কীভাবে পুনর্গঠিত হয়েছিল ?
- “উডের নির্দেশনামাকে” (১৮৫৪) এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন ?
- ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে কৃষক বিদ্রোহের কারণগুলি কি ছিল ?
- মহাবিদ্রোহে হিন্দু-মুসলিম ঐক্য সম্পর্কে লেখো।
- মহাবিদ্রোহকে কী বাংলার শিক্ষিত সমাজ সমর্থন করেছিল ?
- ১৭৫৭- র বিদ্রোহকে কী সামন্তশ্রেণীর বিদ্রোহ বলা যায় ?
- টিকা লেখো – বসু বিজ্ঞান মন্দির, তেভাগা আন্দোলন, বেঙ্গল ভলান্টিয়ার্স।
- ভারতে বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা আলোচনা করো।
- দলিত অধিকার বিষয়ে গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে বিতর্ক আলোচনা করো।
- জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয় ?
৮ নম্বরের প্রশ্ন
- উনিশ শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্মসমাজগুলির কিরূপ ভূমিকা ছিল ?
- শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি ? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো।
- বাংলায় কৃষক আন্দোলনে নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো।
- লেখায় ও রেখায় ভারতে কিভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল ?
- মহাবিদ্রোহের (১৮৫৭) চরিত্র ও প্রকৃতি আলোচনা করো।
- রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয় ঘটিয়েছিলেন তা ব্যাখ্যা করো।
- বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের অবদান আলোচনা করো।
- সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো।
- অসহযোগ ও আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের বিবরণ দাও।
মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 PDF
File Details :
File Name : Madhyamik History Suggestion 2023
Language : Bengali
No. of Pages : 02
Size : 0.5 MB