জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | Life Science Question Answer in Bengali
সুপ্রিয় বন্ধুরা,
আজ জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF টি আপনাদের প্রদান করলাম। যেটিতে জীবন বিজ্ঞান বিষয় থেকে বাছাই করা কতকগুলি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। এই জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর গুলি আপনাদের বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।
জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর :
প্রশ্ন: সর্বাপেক্ষা ক্ষুদ্রতম ভাইরাসের নাম কি ?
উত্তরঃ রাইনো ভাইরাস।
প্রশ্ন: ব্যাকটেরিয়ার কোন অংশে শ্বাসস্ক্রিয়া চালায় ?
উত্তরঃ মেসোজোম।
প্রশ্ন: ভাইরাস শব্দটির আক্ষরিক অর্থ কি ?
উত্তরঃ বিষ।
প্রশ্ন: গুপ্তবীজি উদ্ভিদের জনন-বিটপ কোনটি ?
উত্তরঃ ফুল।
প্রশ্ন: স্ত্রীরেণুপত্রের একেবারে নীচের স্ফীত অংশকে কি বলে ?
উত্তরঃ গর্ভাশয় বা ডিম্বাশয়।
প্রশ্ন: সর্বপ্রথম কে ব্যাকটেরিয়ার নামকরণ করেন ?
উত্তরঃ বিজ্ঞানী এরেনবার্গ ।
প্রশ্ন: ছাতিম গাছের পাতা কোন প্রকার ?
উত্তরঃ বহুফলক করতলাকার যৌগিক পত্র।
প্রশ্ন: উদ্ভিদের সংবহন কলার নাম কি ?
উত্তরঃ জাইলেম ও ফ্লোয়েম।
প্রশ্ন: বাঁশ গাছে কি ধরণের কান্ড দেখা যায় ?
উত্তরঃ তৃণকান্ড।
প্রশ্ন: উদ্ভিদ দেহে কোন কলার মাধ্যমে খাদ্য পরিবহন ঘটে ?
উত্তরঃ ফ্লোয়েম কলার মাধ্যমে।
প্রশ্ন: বিটপের উলম্ব প্রধান অক্ষটিকে কি বলে ?
উত্তরঃ কান্ড।
প্রশ্ন: পাতার আদি কলাকে কি বলে ?
উত্তরঃ মেসোফিল।
প্রশ্ন: আদা গাছের কান্ড কি ধরণের কান্ড ?
উত্তরঃ গ্রন্থিকন্দ।
প্রশ্ন: দ্বিবীজপত্রী কাণ্ডের অন্তস্ত্বককে কি বলে ?
উত্তরঃ শ্বেতসার আবরণী বা স্টার্চ সীথ।
প্রশ্ন: ফণীমনসার পাতা কীসে রূপান্তরিত হয় ?
উত্তরঃ কণ্টকে।
প্রশ্ন: জবাফুলের মঞ্জরীপত্রিকাগুচ্ছকে কি বলে ?
উত্তরঃ উপবৃতি।
প্রশ্ন: নিষেকের পর ডিম্বক কিসে রূপান্তরিত হয় ?
উত্তরঃ বীজে।
প্রশ্ন: বীজহীন ফলকে কি বলে ?
উত্তরঃ পার্থেনোকার্পিক ফল।
প্রশ্ন: আম কি জাতীয় সরস ফল ?
উত্তরঃ ড্রুপ।
প্রশ্ন: ডুমুর কি জাতীয় ফল ?
উত্তরঃ সাইকোনাস জাতীয় যৌগিক ফল।
প্রশ্ন: এমন একটি উদ্ভিদের নাম করো যার পরিণত ফল সামান্য স্পর্শে ফেটে গিয়ে ঝাঁকুনির সাহায্যে বীজগুলিকে ছড়িয়ে দেয় ?
উত্তরঃ দোপাটি।
প্রশ্ন: ধানের প্রতিটি ফুলে পুংকেশরের সংখ্যা কয়টি ?
উত্তরঃ ৬টি।
প্রশ্ন: কে সর্বপ্রথম প্রমাণ করেন উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে ?
উত্তরঃ জ্যাঁ সেনেবিয়ের।
প্রশ্ন: সালোকসংশ্লেষ কখন ঘটে ?
উত্তরঃ দিনের বেলায়।
প্রশ্ন: বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত ?
উত্তরঃ ০.০৩%।
প্রশ্ন: সালোকসংশ্লেষের সময় সবুজ উদ্ভিদ বায়ু থেকে কি গ্রহণ করে ?
উত্তরঃ কার্বন ডাই অক্সাইড।
প্রশ্ন: গ্লুকোজের সংকেত কি ?
উত্তরঃ C6H12O6.
প্রশ্ন: বৃদ্ধি কি ধরণের বিপাকীয় ক্রিয়া ?
উত্তরঃ উপচিতিমূলক।
প্রশ্ন: কোন জীবের বৃদ্ধি সীমিত ?
উত্তরঃ প্রাণী।
প্রশ্ন: উদ্ভিদের বৃদ্ধি কোথায় ঘটে ?
উত্তরঃ বর্ধনশীল অঙ্গস্থিত ভাজক কলায়।
প্রশ্ন: নিষিক্ত ডিম্বাণুকে কি বলে ?
উত্তরঃ জাইগেট বা ভ্রূনানু।
প্রশ্ন: উন্নত শ্রেণীর প্রাণীদের কোন অংশ সারা জীবনব্যাপী বৃদ্ধি পায় ?
উত্তরঃ নখ ও চুল।
প্রশ্ন: কোন হরমোনের প্রভাবে বীজের অঙ্কুরোদগম ঘটে ?
উত্তরঃ জীব্বেরেলিন।
প্রশ্ন: বার্ধক্যের শেষ পরিণতি কি ?
উত্তরঃ মৃত্যু।
প্রশ্ন: অ্যামিবা প্রোটিয়াস (Amoeba proteus) কার বিজ্ঞানসম্মত নাম ?
উত্তরঃ অ্যামিবা।
প্রশ্ন: মানুষের বিজ্ঞানসম্মত নাম কি ?
উত্তরঃ হোমো স্যাপিয়েন্স (Homo sapiens)।
প্রশ্ন: কোন শ্রেণীর মাছের দেহে পটকা থাকে না ?
উত্তরঃ কনড্রিকথিস।
প্রশ্ন: গ্লাইকোজেন কোথায় সঞ্চিত থাকে ?
উত্তরঃ যকৃতে।
প্রশ্ন: ডিম্বাশয় থেকে কোন হরমোন নিঃসৃত হয় ?
উত্তরঃ ইস্ট্রোজেন।
প্রশ্ন: একটি মিশ্র স্নায়ুর উদাহরণ দাও ।
উত্তরঃ ভেগাস স্নায়ু।
প্রশ্ন: মানবদেহে কোন ভিটামিন সংশ্লেষিত হয় ?
উত্তরঃ ভিটামিন ডি।
প্রশ্ন: ফুসফুস কোন পর্দা দ্বারা আবৃত ?
উত্তরঃ প্লুরা।
প্রশ্ন: আর্থ্রাইটিস রোগ কি ?
উত্তরঃ বাত রোগ।
প্রশ্ন: মানব মস্তিষ্কে স্নায়ুকোষের সংখ্যা কয়টি ?
উত্তরঃ প্রায় দশশত কোটি।
প্রশ্ন: কানের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে ?
উত্তরঃ ককলিয়া।
প্রশ্ন: মস্তিষ্কের আবরণীকে কি বলা হয় ?
উত্তরঃ মেমিনজেস।
প্রশ্ন: বাস্তুতন্ত্রে অজৈব বস্তু কোনটি ?
উত্তরঃ ক্যালসিয়াম।
প্রশ্ন: আমাশয় রোগটি কোন ব্যাকটেরিয়ার সংক্রমণে ঘটে ?
উত্তরঃ সিসেলা নামক ব্যাকটেরিয়া।
প্রশ্ন: পিটুইটারি গ্রন্থি থেকে কোন হরমোন ক্ষরিত হয় ?
উত্তরঃ ACTH.
প্রশ্ন: মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা কয়টি ?
উত্তরঃ ১২ জোড়া।
জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF
File Details :
File Name : Life Science Question Answer
Language : Bengali
No. of Pages : 03
Size : 01 MB