Tuesday, January 21, 2025
Homeজীবন বিজ্ঞানজীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | Life Science Question Answer in Bengali

জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | Life Science Question Answer in Bengali

জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর

জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | Life Science Question Answer in Bengali

জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর
জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর

সুপ্রিয় বন্ধুরা,
আজ জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF টি আপনাদের প্রদান করলাম। যেটিতে জীবন বিজ্ঞান বিষয় থেকে বাছাই করা কতকগুলি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। এই জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর গুলি আপনাদের বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।

জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর :

প্রশ্ন: সর্বাপেক্ষা ক্ষুদ্রতম ভাইরাসের নাম কি ?
উত্তরঃ রাইনো ভাইরাস।

প্রশ্ন: ব্যাকটেরিয়ার কোন অংশে শ্বাসস্ক্রিয়া চালায় ?
উত্তরঃ মেসোজোম।

প্রশ্ন: ভাইরাস শব্দটির আক্ষরিক অর্থ কি ?
উত্তরঃ বিষ।

প্রশ্ন: গুপ্তবীজি উদ্ভিদের জনন-বিটপ কোনটি ?
উত্তরঃ ফুল।

প্রশ্ন: স্ত্রীরেণুপত্রের একেবারে নীচের স্ফীত অংশকে কি বলে ?
উত্তরঃ গর্ভাশয় বা ডিম্বাশয়।

প্রশ্ন: সর্বপ্রথম কে ব্যাকটেরিয়ার নামকরণ করেন ?
উত্তরঃ বিজ্ঞানী এরেনবার্গ ।

প্রশ্ন: ছাতিম গাছের পাতা কোন প্রকার ?
উত্তরঃ বহুফলক করতলাকার যৌগিক পত্র।

প্রশ্ন: উদ্ভিদের সংবহন কলার নাম কি ?
উত্তরঃ জাইলেম ও ফ্লোয়েম।

প্রশ্ন: বাঁশ গাছে কি ধরণের কান্ড দেখা যায় ?
উত্তরঃ তৃণকান্ড।

প্রশ্ন: উদ্ভিদ দেহে কোন কলার মাধ্যমে খাদ্য পরিবহন ঘটে ?
উত্তরঃ ফ্লোয়েম কলার মাধ্যমে।

প্রশ্ন: বিটপের উলম্ব প্রধান অক্ষটিকে কি বলে ?
উত্তরঃ কান্ড।

প্রশ্ন: পাতার আদি কলাকে কি বলে ?
উত্তরঃ মেসোফিল।

প্রশ্ন: আদা গাছের কান্ড কি ধরণের কান্ড ?
উত্তরঃ গ্রন্থিকন্দ।

প্রশ্ন: দ্বিবীজপত্রী কাণ্ডের অন্তস্ত্বককে কি বলে ?
উত্তরঃ শ্বেতসার আবরণী বা স্টার্চ সীথ।

প্রশ্ন: ফণীমনসার পাতা কীসে রূপান্তরিত হয় ?
উত্তরঃ কণ্টকে।

প্রশ্ন: জবাফুলের মঞ্জরীপত্রিকাগুচ্ছকে কি বলে ?
উত্তরঃ উপবৃতি।

প্রশ্ন: নিষেকের পর ডিম্বক কিসে রূপান্তরিত হয় ?
উত্তরঃ বীজে।

প্রশ্ন: বীজহীন ফলকে কি বলে ?
উত্তরঃ পার্থেনোকার্পিক ফল।

প্রশ্ন: আম কি জাতীয় সরস ফল ?
উত্তরঃ ড্রুপ।

প্রশ্ন: ডুমুর কি জাতীয় ফল ?
উত্তরঃ সাইকোনাস জাতীয় যৌগিক ফল।

প্রশ্ন: এমন একটি উদ্ভিদের নাম করো যার পরিণত ফল সামান্য স্পর্শে ফেটে গিয়ে ঝাঁকুনির সাহায্যে বীজগুলিকে ছড়িয়ে দেয় ?
উত্তরঃ দোপাটি।

প্রশ্ন: ধানের প্রতিটি ফুলে পুংকেশরের সংখ্যা কয়টি ?
উত্তরঃ ৬টি।

প্রশ্ন: কে সর্বপ্রথম প্রমাণ করেন উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে ?
উত্তরঃ জ্যাঁ সেনেবিয়ের।

প্রশ্ন: সালোকসংশ্লেষ কখন ঘটে ?
উত্তরঃ দিনের বেলায়।

প্রশ্ন: বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত ?
উত্তরঃ ০.০৩%।

প্রশ্ন: সালোকসংশ্লেষের সময় সবুজ উদ্ভিদ বায়ু থেকে কি গ্রহণ করে ?
উত্তরঃ কার্বন ডাই অক্সাইড।

প্রশ্ন: গ্লুকোজের সংকেত কি ?
উত্তরঃ C6H12O6.

প্রশ্ন: বৃদ্ধি কি ধরণের বিপাকীয় ক্রিয়া ?
উত্তরঃ উপচিতিমূলক।

প্রশ্ন: কোন জীবের বৃদ্ধি সীমিত ?
উত্তরঃ প্রাণী।

প্রশ্ন: উদ্ভিদের বৃদ্ধি কোথায় ঘটে ?
উত্তরঃ বর্ধনশীল অঙ্গস্থিত ভাজক কলায়।

প্রশ্ন: নিষিক্ত ডিম্বাণুকে কি বলে ?
উত্তরঃ জাইগেট বা ভ্রূনানু।

প্রশ্ন: উন্নত শ্রেণীর প্রাণীদের কোন অংশ সারা জীবনব্যাপী বৃদ্ধি পায় ?
উত্তরঃ নখ ও চুল।

প্রশ্ন: কোন হরমোনের প্রভাবে বীজের অঙ্কুরোদগম ঘটে ?
উত্তরঃ জীব্বেরেলিন।

প্রশ্ন: বার্ধক্যের শেষ পরিণতি কি ?
উত্তরঃ মৃত্যু।

প্রশ্ন: অ্যামিবা প্রোটিয়াস (Amoeba proteus) কার বিজ্ঞানসম্মত নাম ?
উত্তরঃ অ্যামিবা।

প্রশ্ন: মানুষের বিজ্ঞানসম্মত নাম কি ?
উত্তরঃ হোমো স্যাপিয়েন্স (Homo sapiens)।

প্রশ্ন: কোন শ্রেণীর মাছের দেহে পটকা থাকে না ?
উত্তরঃ কনড্রিকথিস।

প্রশ্ন: গ্লাইকোজেন কোথায় সঞ্চিত থাকে ?
উত্তরঃ যকৃতে।

প্রশ্ন: ডিম্বাশয় থেকে কোন হরমোন নিঃসৃত হয় ?
উত্তরঃ ইস্ট্রোজেন।

প্রশ্ন: একটি মিশ্র স্নায়ুর উদাহরণ দাও ।
উত্তরঃ ভেগাস স্নায়ু।

প্রশ্ন: মানবদেহে কোন ভিটামিন সংশ্লেষিত হয় ?
উত্তরঃ ভিটামিন ডি।

প্রশ্ন: ফুসফুস কোন পর্দা দ্বারা আবৃত ?
উত্তরঃ প্লুরা।

প্রশ্ন: আর্থ্রাইটিস রোগ কি ?
উত্তরঃ বাত রোগ।

প্রশ্ন: মানব মস্তিষ্কে স্নায়ুকোষের সংখ্যা কয়টি ?
উত্তরঃ প্রায় দশশত কোটি।

প্রশ্ন: কানের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে ?
উত্তরঃ ককলিয়া।

প্রশ্ন: মস্তিষ্কের আবরণীকে কি বলা হয় ?
উত্তরঃ মেমিনজেস।

প্রশ্ন: বাস্তুতন্ত্রে অজৈব বস্তু কোনটি ?
উত্তরঃ ক্যালসিয়াম।

প্রশ্ন: আমাশয় রোগটি কোন ব্যাকটেরিয়ার সংক্রমণে ঘটে ?
উত্তরঃ সিসেলা নামক ব্যাকটেরিয়া।

প্রশ্ন: পিটুইটারি গ্রন্থি থেকে কোন হরমোন ক্ষরিত হয় ?
উত্তরঃ ACTH.

প্রশ্ন: মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা কয়টি ?
উত্তরঃ ১২ জোড়া।

জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF

File Details :


File Name : Life Science Question Answer
Language : Bengali
No. of Pages : 03
Size : 01 MB

Also Check :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts