Tuesday, January 21, 2025
Homeএসএসসি এমটিএসImportant SSC MTS GK Questions in Bengali

Important SSC MTS GK Questions in Bengali

Important SSC MTS GK Questions in Bengali

Important SSC MTS GK Questions in Bengali PDF

Important SSC MTS GK Questions in Bengali
Important SSC MTS GK Questions in Bengali

সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের SSC MTS পরীক্ষার উপযোগী কিছু জেনারেল অ্যাওয়ারনেস প্রশ্ন উত্তর প্রদান করলাম। আমরা আশা রাখছি প্রশ্নগুলি আপনাদের SSC MTS পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং প্রশ্নগুলি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।

Important SSC MTS GK Questions :

প্রশ্ন: আফ্রিকার মুক্তভূমি বলা হয় কোন দেশকে ?
উত্তরঃ লাইবেরিয়াকে।

প্রশ্ন: কোন শহরকে দক্ষিণের রাণী বলা হয় ?
উত্তরঃ সিডনিকে।

প্রশ্ন: বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা কয়টি ?
উত্তরঃ ২৮টি।

প্রশ্ন: বর্তমানে ভারতের হাইকোর্টের সংখ্যা কত ?
উত্তরঃ ২৫টি।

প্রশ্ন: উড়ন্ত শিখ কাকে বলা হয় ?
উত্তরঃ মিলখা সিং।

প্রশ্ন: সুন্দরবন দিবস কবে পালিত হয় ?
উত্তরঃ ২১শে আগস্ট।

প্রশ্ন: মিনা কোন রাজ্যের উপজাতি সম্প্রদায় ?
উত্তরঃ রাজস্থান।

প্রশ্ন: প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন ?
উত্তরঃ কেসি নিয়োগী।

প্রশ্ন: অগ্ন্যাশয়ের কোন কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয় ?
উত্তরঃ বিটা।

প্রশ্ন: রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধিজনিত রোগকে কী বলে ?
উত্তরঃ ডায়াবেটিস মেলিটাস।

প্রশ্ন: কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে কম ?
উত্তরঃ লাল।

প্রশ্ন: বাবরের প্রকৃত নাম কী ?
উত্তরঃ জহির উদ্দিন মোহাম্মদ।

প্রশ্ন: বর্তমানে ভারতের নির্বাচন কমিশন কতজন সদস্য নিয়ে গঠিত ?
উত্তরঃ তিনজন।

প্রশ্ন: কুনিক উপাধি কে গ্রহণ করেন ?
উত্তরঃ অজাতশত্রু।

প্রশ্ন: লোকসভার কোনও সদস্য তাঁর ইস্তফাপত্র কাকে জমা দেন ?
উত্তরঃ স্পীকার।

প্রশ্ন: লোহিত সাগর ও ভূমধ্যসাগর কে যুক্ত করেছে ?
উত্তরঃ সুয়েজ খাল।

প্রশ্ন: বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে ?
উত্তরঃ ভিটামিন বি।

প্রশ্ন: বছরের কোন দিনটিকে মহাবিষুব বলে ?
উত্তরঃ ২১শে মার্চ।

প্রশ্ন: ভারতের সংবিধানের প্রস্তাবনার জনক কে ?
উত্তরঃ জওহরলাল নেহেরু।

প্রশ্ন: দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
উত্তরঃ আনাইমুদি।

প্রশ্ন: জাপানে পারস্যে কাব্যের রচয়িতা কে ?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্ন: কানের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে ?
উত্তরঃ ককলিয়া।

প্রশ্ন: পৃথিবীর অন্তরতম স্তরকে কী বলা হয় ?
উত্তরঃ কোর।

প্রশ্ন: সূর্যের দৃশ্যমান পীতমণ্ডলকে কী বলা হয় ?
উত্তরঃ আলোকমণ্ডল।

প্রশ্ন: শ্রবণ ও ভারসাম্য নিয়ন্ত্রণকারী স্নায়ুর নাম কী ?
উত্তরঃ অডিটরি।

Important SSC MTS GK Questions PDF

File Details :


File Name : SSC MTS General Awareness 03
Language : Bengali
No. of Pages : 02
Size : 0.3 MB

Also Check :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts