Wednesday, January 22, 2025
Homeএএনএম ও জিএনএমImportant Questions for GNM Entrance Exam

Important Questions for GNM Entrance Exam

Important Questions for GNM Entrance Exam

Important Questions for GNM Entrance Exam Part-07

Important Questions for GNM Entrance Exam
Important Questions for GNM Entrance Exam

সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান ও জেনারেল নলেজ বিষয় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্রদান করলাম, যেগুলি আপনাদের ANM ও GNM পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। সুতরাং দেরী না করে প্রশ্ন উত্তর গুলি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।

Important Questions for GNM Entrance Exam :

প্রশ্ন: মানব দেহে কোন কোষের পরিণত অবস্থায় নিউক্লিয়াস থাকে না ?
উত্তর: লোহিত রক্ত কোষে।

প্রশ্ন: যদি একটি প্রাণীর দেহত্বকে কোষের ক্রোমোজোম সংখ্যা হয় ৩৬, তাহলে জনন কোষের সংখ্যা কয়টি হবে ?
উত্তর: ১৮টি।

প্রশ্ন: জিন কোষের কোথায় অবস্থান করে ?
উত্তর: ক্রোমোজোমে।

প্রশ্ন: বংশগতির জনক কে ?
উত্তর: মেন্ডেল।

প্রশ্ন: অধিক মাংস প্রদানকারী মুরগী কোনটি ?
উত্তর: ব্রয়লার।

প্রশ্ন: অধিক ডিম প্রদানকারী মুরগী কোনটি ?
উত্তর: লেগহর্ণ, রোড আইল্যান্ড।

প্রশ্ন: মেন্ডেলের একসংকর পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটি কি ?
উত্তর: পৃথগীভবনের সূত্র।

প্রশ্ন: মেন্ডেলের দ্বি-সংকর পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটি কি ?
উত্তর: স্বাধীন বন্টনের সূত্র।

প্রশ্ন: নিউক্লিয়াসের কয়টি অংশ ?
উত্তর: চারটি অংশ।

প্রশ্ন: কোন সালে বাঘকে বিপন্ন প্রাণী বলে গণ্য করা হয় ?
উত্তর: ১৯৬৯ খ্রিস্টাব্দে।

প্রশ্ন: রবার্ট হুক কত খ্রিস্টাব্দে প্রথম কোষ আবিষ্কার করেন ?
উত্তর: ১৬৬৭ খ্রিস্টাব্দে।

প্রশ্ন: কর্ণের প্রধান কয়টি অংশ ?
উত্তর: ৩টি অংশ।

প্রশ্ন: চোখের কোন অংশে পল্লব লোম থাকে ?
উত্তর: অক্ষিপল্লবের কিনারায়।

প্রশ্ন: চক্ষুর লেন্সের মধ্যকার ক্ষুদ্র ছিদ্রটিকে কি বলে ?
উত্তর: তারারন্ধ বা পিউপিল।

প্রশ্ন: প্রাণীদেহের ভৌত সমন্বায়ক কে ?
উত্তর: স্নায়ুতন্ত্র।

প্রশ্ন: কেন্দ্রিয় স্নায়ুতন্ত্রটি নিরেট কোন প্রাণীদের ?
উত্তর: অমেরুদন্ডী প্রাণীদের।

প্রশ্ন: একটি অন্তর্বাহী স্নায়ুর উদাহরণ দাও ।
উত্তর: অপটিক স্নায়ু।

প্রশ্ন: কলেরা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া কোনটি ?
উত্তর: ভিব্ৰিও কলেরি।

প্রশ্ন: লাল মাটিতে কোন ধাতব মৌল পরিমান অধিক ?
উত্তর: লৌহ।

প্রশ্ন: সাধারণত কোন মাটি ফসল চাষের উপযোগী ?
উত্তর: দোয়াশ মাটি।

প্রশ্ন: ইন্ডিয়ান এয়ার ফোর্স কবে তাদের স্বর্ণজয়ন্তী পালন করে ?
উত্তর: ১৯৮২ সালে।

প্রশ্ন: IBI কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ১৯৩৪ সালে।

প্রশ্ন: ইকোনমি কুকার কে আবিষ্কার করেন ?
উত্তর: ইন্দুভূষণ মল্লিক।

প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম গির্জাটি কোথায় অবস্থিত ?
উত্তর: রোম।

প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পটি প্রথম ইংরাজিতে প্রকাশ করা হয় ?
উত্তর: বিচারক।

Important Questions for GNM Entrance Exam

File Details :


File Name : ANM GNM Important Questions 07
Language : Bengali
No. of Pages : 02
Size : 0.4 MB

Also Check :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts