Sunday, November 17, 2024
Homeএএনএম ও জিএনএমImportant Questions for ANM GNM Entrance Exam

Important Questions for ANM GNM Entrance Exam

ANM GNM পরীক্ষার উপযোগী গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Important Questions for ANM GNM Entrance Exam Bengali PDF Part 02

Important Questions for ANM GNM Entrance Exam
Important Questions for ANM GNM Entrance Exam

সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের ANM GNM পরীক্ষার উপযোগী কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের PDF টি প্রদান করলাম। যেটিতে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান ও সাধারণ জ্ঞান বিষয় থেকে প্রশ্ন উত্তর দেওয়া আছে, এই প্রশ্নগুলি আপনাদের আগত ANM GNM এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। সুতরাং দেরী না করে প্রশ্ন ও উত্তরগুলি দেখে নিন-

প্রশ্ন: লজ্জাবতীর পাতা স্পর্শ করলে মুড়ে যায়, এটি কি ধরণের চলন ?
উত্তর: সিসমোন্যাস্টি চলন।

প্রশ্ন: একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে অস্থির সংখ্যা কটি ?
উত্তর: ২০৬টি।

প্রশ্ন: সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচন অঙ্গ ?
উত্তর: চিংড়ি।

প্রশ্ন: ইউরিয়া সংশ্লেষ কোথায় ঘটে ?
উত্তর: যকৃৎ।

প্রশ্ন: মানব বৃক্কের মোট গড় ওজন কত ?
উত্তর: ১২৫-১৭০ গ্রাম।

প্রশ্ন: ভেগাস স্নায়ু কি প্রকার স্নায়ু ?
উত্তর: মিশ্র স্নায়ু।

প্রশ্ন: উদ্ভিদের নাইট্রোজেন বিহীন বর্জ্যপদার্থ কোনটি ?
উত্তর: রজন।

প্রশ্ন: মানুষের মেরুদন্ডের কশেরুকার সংখ্যা কয়টি ?
উত্তর: ৩৩টি।

প্রশ্ন: কোন শ্রেণীর রক্তকে সার্বজনীন গ্রহীতা বলা হয় ?
উত্তর: AB গ্রুপ।

প্রশ্ন: শক্তি উৎপাদনের চাবিকাঠি কাকে বলে ?
উত্তর: অক্সিজেনকে ।

প্রশ্ন: ইউরেডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত ?
উত্তর: ৭৭।

প্রশ্ন: অক্সিজেনের যোজ্যতা কত ?
উত্তর: ২।

প্রশ্ন: ভর হিসাবে জলে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত ?
উত্তর: ১:৮।

প্রশ্ন: সারা বিশ্বের মধ্যে সবচেয়ে সাধারণ মৌল কোনটি ?
উত্তর: হাইড্রোজেন।

প্রশ্ন: প্রকৃতিতে উৎপন্ন সবচেয়ে জটিল মৌল কোনটি ?
উত্তর: ইউরেনিয়াম।

প্রশ্ন: প্রকৃতিতে উৎপন্ন সবচেয়ে হালকা মৌল কোনটি ?
উত্তর: হাইড্রোজেন।

প্রশ্ন: কোন গ্যাস সবচেয়ে ভারী মৌল হিসাবে বিবেচিত হয় ?
উত্তর: র‍্যাডন।

প্রশ্ন: গ্রীন ভিট্রিয়লের রাসায়নিক নাম কি ?
উত্তর: আয়রন সালফেট।

প্রশ্ন: কষ্টিক পটাশের রাসায়নিক সংকেত কি ?
উত্তর: KOH.

প্রশ্ন: অ্যালাম নামক ধাতুটির রাসায়নিক নাম কি ?
উত্তর: পটাশ।

প্রশ্ন: ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উত্তর: বল্লভভাই প্যাটেল।

প্রশ্ন: কোন দেশের সংবিধান অনুসারে ভারতে মৌলিক অধিকারের ধারাটি তৈরি হয়েছে ?
উত্তর: আমেরিকা যুক্তরাষ্ট্র।

প্রশ্ন: বর্তমানে ভারতে কেন্দ্রশাষিত অঞ্চলের সংখ্যা কয়টি ?
উত্তর: ৮টি।

প্রশ্ন: কোন রাজ্যে লোকসভার আসন সংখ্যা বেশি ?
উত্তর: উত্তরপ্রদেশ।

প্রশ্ন: ভারতের সর্বোচ্চ ফৌজদারী আদালত কোনটি ?
উত্তর: সুপ্রিমকোর্ট।

ANM GNM পরীক্ষার উপযোগী প্রশ্ন উত্তর PDF

File Details :


File Name : Important Questions for ANM GNM 02
Language : Bengali
No. of Pages : 01
Size : 0.4 MB

Also Check :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts