Wednesday, December 25, 2024
Homeউচ্চ মাধ্যমিকউচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা সাজেশন 2023 | HS Environmental Studies Suggestion 2023

উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা সাজেশন 2023 | HS Environmental Studies Suggestion 2023

উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা সাজেশন ২০২৩

উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা সাজেশন 2023 PDF | HS Environmental Studies Suggestion 2023 PDF

উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা সাজেশন 2023
উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা সাজেশন 2023

সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা সাজেশন ২০২৩ টি প্রদান করলাম। অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকার সাহায্য এবং বিগত কয়েক বছরের পরিবেশ বিদ্যা প্রশ্নপত্র অনুকরণ করে এই সাজেশনটি প্রস্তুত করা হয়েছে। আমরা আশা রাখছি এই পরিবেশ বিদ্যা সাজেশনটি উচ্চ মাধ্যমিক ২০২৩ পরীক্ষার্থীদের ভীষণভাবে সাহায্য করবে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৩
বোর্ডপশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ
টপিকউচ্চ মাধ্যমিক সাজেশন
বিষয়পরিবেশ বিদ্যা
পরীক্ষার তারিখ২১শে মার্চ ২০২৩
উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা সাজেশন ২০২৩

১ নম্বরের প্রশ্ন :
  • ভারতের একটি হটস্পটের নাম লেখো।
  • IUCN এর পুরো কথাটি কী ?
  • কত খ্রিস্টাব্দে ভারতে ‘ব্যাঘ্র প্রকল্প’ চালু হয়েছিল ?
  • ভারতের একটি লুপ্তপ্রায় সরীসৃপের নাম করো।
  • হার্বিসাইড কী ?
  • VAM এর পুরো নাম কী ?
  • গ্রিন বেঞ্চ কী ?
  • IAEA এর পুরো নাম কী ?
  • 3R পদ্ধতি কী ?
  • নীলাভ সবুজ শৈবালের একটি উদাহরণ দাও।
  • IPM এর পূর্ণ রূপ কী ?
  • ভারতের কোন প্রদেশে ‘নাচুনে হরিণ’ এর দেখা মেলে ?
  • ‘লেন্টিক জল’ কাকে বলে ?
  • ভারতের একটি বনাঞ্চলের নাম করো যেখানে ‘গোল্ডেন ল্যাঙ্গুর’ দেখা যায়।
  • টিসু কালচার কী ?
  • EIA এর পুরো নাম কী ?
  • ভার্মিকম্পোস্ট কাকে বলে ?
  • CDM এর পুরো কথাটি কী ?
  • সমাজভিত্তিক বনসৃজন কাকে বলে ?
  • ট্রাইকোডারমা –র গুরুত্ব লেখো।
  • রাইজোবিয়াম এর গুরুত্ব লেখো।
  • অ্যাজোরোস্পাইলাম কাকে বলে ?
  • মৃত্তিকায় কেঁচোর ভূমিকা উল্লেখ করো।
  • এপসাইলন বৈচিত্র্য কী ?
  • সুন্দাল্যান্ড হটস্পটের অন্তর্গত বৃহৎ দ্বীপ দুটি কী কী ?
  • জামের বিজ্ঞানসম্মত নাম কী ?
  • Heat Island শব্দটি কার সঙ্গে যুক্ত ?
  • বটম লাইন কী ?
  • বায়োসাইড কী ?
  • সংকট মৌল কী ?
  • অ্যালুভিয়ালমাটির উৎস কী ?
  • নেক্রোসিস কী ?
  • ISO বিধি কী ?
  • সমাজভিত্তিক বনসৃজন কাকে বলে ?
  • বিশ্ব অরণ্য দিবস কবে পালন করা হয় ?
  • কার্বন ট্যাক্স কী ?
৮ নম্বরের প্রশ্ন :
  • ‘পরিবেশ সুরক্ষা আইন’ সম্পর্কে যা জানো লেখো। পরিবেশ বান্ধব প্রযুক্তি কী ?
  • প্রাকৃতিক ভারসাম্য কাকে বলে ? জীববৈচিত্র্যের ভারসাম্য নষ্ট হওয়ার ফলে পরিবেশে কী কী সমস্যার সৃষ্টি হচ্ছে ? ভারতবর্ষের ঐতিহ্যশালী সনাতন ধর্ম অনুসারে জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো।
  • গ্রিন বেঞ্চ কাকে বলে ? গ্রিন বেঞ্চে কোন কোন মামলাগুলির নিষ্পত্তি ঘটে ? ডিকরেস্টেশন কাকে বলে ? এর প্রভাবগুলি লেখো।
  • সুস্থায়ী উন্নয়নের ধারণাকে বাস্তবায়িত করার জন্য প্রয়োজনীয় বিষয়গুলি কী কী ? সুস্থায়ী উন্নয়নে দক্ষ মানব শক্তির গুরুত্ব উল্লেখ করো।
  • সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান বাধাগুলি আলোচনা করো। ‘বাস্তুতান্ত্রিক উন্নয়ন’ বলতে কী বোঝো।
  • জীববৈচিত্র্যের মূল্য বলতে কী বোঝ ? উদাহরণসহ জৈব বৈচিত্র্যের বিভিন্ন প্রকারভেদগুলি আলোচনা করো।
  • জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ স্থান বা হটস্পট কাকে বলে ? উদাহরণসহ ইন-সিটু ও এক্স-সিটু সংরক্ষণের পার্থক্য লেখো। অভয়ারণ্য ও জাতীয় উদ্যানের পার্থক্য লেখো।
  • বাজার-বাগান কৃষি কাকে বলে ? বাজার-বাগান কৃষির শ্রেণিবিভাগ করো। মিশ্র শস্য চাষের শর্তগুলি লেখো।
উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা সাজেশন 2023 PDF

File Details :


File Name : HS Environmental Studies Suggestion 2023
Language : Bengali
No. of Pages : 02
Size : 01 MB

বাকি বিষয়ের সাজেশন :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts