Saturday, December 21, 2024
Homeএসএসসি এমটিএসGeneral Awareness for SSC MTS PDF in Bengali

General Awareness for SSC MTS PDF in Bengali

General Awareness for SSC MTS PDF in Bengali

General Awareness for SSC MTS PDF in Bengali Part-02

General Awareness for SSC MTS PDF in Bengali
General Awareness for SSC MTS PDF in Bengali

সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের গুরুত্বপূর্ণ কতকগুলি জেনারেল অ্যাওয়ারনেস প্রশ্ন উত্তর প্রদান করলাম, যেগুলি আপনাদের এসএসসি এমটিএস পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। সুতরাং প্রশ্নগুলি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।

General Awareness for SSC MTS :

প্রশ্ন: পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে ?
উত্তরঃ সিভি আনন্দ বোস।

প্রশ্ন: ইসরোর বর্তমান চেয়ারম্যান কে ?
উত্তরঃ এস সোমানাথ।

প্রশ্ন: মিচেল মার্শ কোন দেশের ক্রিকেটার ?
উত্তরঃ অস্ট্রেলিয়া।

প্রশ্ন: চালাকুডি শহরটি কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ কেরল।

প্রশ্ন: ই-শ্রম পোর্টাল কবে চালু করা হয়েছিল ?
উত্তরঃ ২০২১ সালে।

প্রশ্ন: বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন ?
উত্তরঃ মুর্শিদকুলি খাঁ।

প্রশ্ন: বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয় ?
উত্তরঃ ১৬ই অক্টোবর।

প্রশ্ন: জাহাঙ্গীরের সমাধি সৌধ কে, কোথায় তৈরি করেছিলেন ?
উত্তরঃ নুরজাহান, লাহোর।

প্রশ্ন: বিশ্বের দীর্ঘতম ভঙ্গিল পর্বতের নাম কি ?
উত্তরঃ আন্দিজ।

প্রশ্ন: রাজ্যসভার সদস্যদের নূন্যতম বয়স কত ?
উত্তরঃ ৩০ বছর।

প্রশ্ন: ধোয়ি কোন রাজার সভাকবি ছিলেন ?
উত্তরঃ লক্ষণ সেন।

প্রশ্ন: নব্যবঙ্গ আন্দোলনের প্রবক্তা কে ?
উত্তরঃ ডিরোজিও।

প্রশ্ন: ভারতের স্বাধীনতা আইন কে প্রচলন করেন ?
উত্তরঃ লর্ড মাউন্টব্যাটেন।

প্রশ্ন: সুলতানী আমলে তাম্রমুদ্রাকে কি বলে ?
উত্তরঃ জিতল।

প্রশ্ন: স্যার টমাস রো কোন বছর ভারতে আসেন ?
উত্তরঃ ১৬১৫ সালে।

প্রশ্ন: কাশ্মীরের আকবর কাকে বলা হয় ?
উত্তরঃ জয়নাল আবেদিনকে।

প্রশ্ন: পশুর মলকে রেশম চাষীরা কি বলে ?
উত্তরঃ নাদিকাসার।

প্রশ্ন: পারকিনসনস্ রোগ মানবদেহের কোন অংশে হয় ?
উত্তরঃ স্নায়ুতন্ত্রে।

প্রশ্ন: ঘ্রাণ অনুভূতি নষ্ট হওয়াকে কী বলে ?
উত্তরঃ অ্যানোসোমিয়া।

প্রশ্ন: কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম ?
উত্তরঃ বেগুনী।

প্রশ্ন: বিশুদ্ধ লোহার রং সাধারণত কি হয় ?
উত্তরঃ ধূসর সাদা।

প্রশ্ন: নাবার্ড কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৯৮২ সালে।

প্রশ্ন: প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সদস্য কতজন ছিল ?
উত্তরঃ পাঁচজন।

প্রশ্ন: ভারতে প্রতিবন্ধী দিবস কবে পালিত হয় ?
উত্তরঃ ১৫ই মার্চ।

প্রশ্ন: ভারতে অন্ধদের জন্য প্রথম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে ?
উত্তরঃ এনিসা।

General Awareness for SSC MTS PDF

File Details :


File Name : SSC MTS General Awareness 02
Language : Bengali
No. of Pages : 02
Size : 0.3 MB

Also Check :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts