Tuesday, January 21, 2025
Homeপরিবেশ বিজ্ঞানপরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | EVS Questions and Answers in Bengali

পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | EVS Questions and Answers in Bengali

পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF

পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | Environmental Science Questions and Answers in Bengali

পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর
পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর

সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF টি শেয়ার করলাম। যেটিতে পরিবেশ বিজ্ঞান থেকে বাছাই করা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া আছে, যেটি আপনাদের প্রাইমারি টেট ও অন্যান্য চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। সুতরাং দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নিন-

■ WHO – এর পুরো নাম কি ?
Ans: World Health Organization.

■ বিশুদ্ধ জলের pH এর মাত্রা কত থাকে ?
Ans: ৭.০

■ সুন্দরলাল বহুগুণা কোন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ?
Ans: চিপকো আন্দোলনের।

■ ডেঙ্গু রোগের জীবাণু বাহকের নাম কি ?
Ans: এডিশ মশকী (স্ত্রী মশা)।

■ ISRO এর পুরো নাম কি ?
Ans: Indian space Research Organisation.

■ প্রতিবছর কোন তারিখে ‘বিশ্ব পরিবেশ দিবস’ পালন করা হয় ?
Ans: ৫ই জুন।

■ প্রতিবছর কোন তারিখে ‘বসুন্ধরা দিবস’ পালন করা হয় ?
Ans: ২২শে এপ্রিল।

■ মধুমেহ রোগের জন্য কোন হরমোনটি দায়ী ?
Ans: ইনসুলিন হরমোন।

■ NGO -কোন ধরণের সংস্থা ?
Ans: বেসরকারী সংস্থা।

■ ‘মিনামাটা’ রোগের জন্য কোন ধাতুটি দায়ী ?
Ans: পারদ বা মার্কারি।

■ আউচ আউচ রোগটির জন্য কোন ধাতুটি দায়ী ?
Ans: ক্যাডমিয়াম।

■ ব্ল্যাক ফুড ডিজিজ কোন ধাতুটি দায়ী ?
Ans: আর্সেনিক।

■ প্রধান গ্রীন হাউস গ্যাস কোনটি ?
Ans: কার্বন ডাই অক্সাইড।

■ বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী আর্সেনিকের নিরাপদ মাত্রা কত ?
Ans: প্রতি লিটার জলে ০.০১ মিলিগ্রাম।

■ মানবদেহে আর্সেনিকের সর্বাধিক সহনসীমা কত ?
Ans: প্রতি লিটার জলে ০.০৫ মিলিগ্রাম।

■ ওজন হোল সৃষ্টির ক্ষেত্রে কোন গ্যাসটি প্রধান দায়ী ?
Ans: CFC বা ক্লোরোফ্লুরো কার্বন।

■ ভারতের প্রতিষ্ঠিত প্রথম জাতীয় উদ্যান কোনটি ?
Ans: হেইলে ন্যাশনাল পার্ক বা জিম করবেট জাতীয় উদ্যান।

■ ভারতের নবীনতম জীবমণ্ডল সংরক্ষন অঞ্চল কোনটি ?
Ans: পান্না।

■ ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ অঞ্চল কোনটি ?
Ans: নীলগিরি অঞ্চল।

■ ম্যানগ্রোভ জাতীয় বনভূমি কোথায় দেখা যায় ?
Ans: সমুদ্র তীরবর্তী লবনাক্ত মাটিতে।

■ বর্তমানে ভারতবর্ষের মোট বায়োস্ফিয়ার রিজার্ভ কয়টি ?
Ans: ১৮টি।

■ বর্তমানে ভারতবর্ষের মোট অভয়ারণ্যের সংখ্যা কয়টি ?
Ans: ১৫১টি।

■ বর্তমানে ভারতবর্ষের মোট জাতীয় উদ্যানের সংখ্যা কয়টি ?
Ans: ১০৬ টি।

■ প্রতিবছর কোন দিনটিকে ‘বিশ্ব জনসংখ্যা দিবস’ রূপে পালন করা হয় ?
Ans: ১১ই জুলাই।

■ কোনো দেশের জনসংখ্যা যদি সেই দেশের কার্যকর জমির সমানুপাতে গড়ে ওঠে, তখন তাকে কি বলে ?
Ans: কাম্য জনসংখ্যা।

■ ভারতবর্ষের কোন রাজ্যে মৃত্যুহার সর্বনিম্ন ?
Ans: কেরালা।

■ করোনা ভাইরাসটি প্রথম কোথায় চিহ্নিত করা হয় ?
Ans: চীনের হুঁবেই প্রদেশের উহানে।

■ কলেরা রোগের পরজীবীর নাম কি ?
Ans: ভিব্রিও কলেরি।

■ কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ?
Ans: ভিটামিন -এ বা রেটিনল।

■ কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় ?
Ans: ভিটামিন-সি।

■ কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় ?
Ans: ভিটামিন-ডি।

পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF

File Details :


File Name : পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর
Language : Bengali
No. of Pages : 02
Size : 0.7 MB

Also Check: শিশু মনস্তত্ত্ব প্রশ্ন উত্তর PDF

RELATED ARTICLES

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts