Tuesday, January 21, 2025
Homeপরিবেশ বিজ্ঞানপরিবেশ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর PDF | EVS Question Answer in Bengali...

পরিবেশ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর PDF | EVS Question Answer in Bengali PDF

পরিবেশ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর

পরিবেশ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর PDF | EVS Question Answer in Bengali PDF | Part-03

পরিবেশ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর
পরিবেশ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর

সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের পরিবেশ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর PDF টি প্রদান করলাম। যেটিতে পরিবেশ বিজ্ঞান বিষয়টি থেকে গুরুত্বপূর্ণ কতকগুলি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। এই প্রশ্নগুলি আপনাদের প্রাইমারি টেট, সিটেট সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।

■ বাস্তুতন্ত্রের বৃহত্তম একক কি ?
Ans: বায়োস্ফিয়ার।

■ পানীয় জলের pH-এর অনুমোদিত মাত্রা কত ?
Ans: ৬.৫ থেকে ৮.৫।

■ শক্তির মূল উৎস কি ?
Ans: সূর্য।

■ ম্যানগ্রোভ জাতীয় বনভূমি কোথায় দেখা যায় ?
Ans: লবণাক্ত জলাভূমিতে।

■ কোন গাছ থেকে রেসারপিন নামক ঔষধ পাওয়া যায় ?
Ans: সর্পগন্ধা গাছ থেকে।

■ জীবাশ্ম জ্বালানির একটি সাধারণ উদাহরণ হল ?
Ans: কয়লা।

■ পৃথিবীর ইতিহাসে বৃহত্তম শিল্প দুর্ঘটনা কোনটি ?
Ans: ভুপাল গ্যাস দুর্ঘটনা।

■ সুন্দরলাল বহুগুণা যে বিশেষ পরিবেশ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তার নাম কি ?
Ans: চিপকো আন্দোলন।

■ ভারতে কত সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইনটি জারি করা হয় ?
Ans: ১৯৭২ সালে।

■ ভারতে সবুজ বিপ্লবের জনক কে ?
Ans: এম. এস. স্বামীনাথন।

■ কবে গঙ্গা অ্যাকশন প্ল্যান তৈরি হয় ?
Ans: ১৯৮৪ সালে।

■ গ্রীন বেঞ্চ কি ?
Ans: কলকাতা হাইকোর্টের পরিবেশ বিষয়ক বেঞ্চ।

■ পাহাড়ের ঢালে চাষবাসে ব্যবহৃত প্রথার নাম কি ?
Ans: ধাপ চাষ।

■ কোন দিন বিশ্ব ওজন দিবস পালন করা হয় ?
Ans: ১৬ই সেপ্টেম্বর।

■ পরিবেশ শিক্ষায় প্রথম পাঠ কোন রূপ হয় ?
Ans: প্রকৃতি পর্যবেক্ষণ।

■ শিশু জন্মের পর যে পরিবেশটি পায় সেটি হল ?
Ans: পরিবার।

■ PVC – এর পুরো নাম কি ?
Ans: Polyvinyl chloride ।

■ মানবদেহের দীর্ঘতম অস্থির নাম কি ?
Ans: ফিমার।

■ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কি তৈরি হয় ?
Ans: গ্লুকোজ।

■ দাঁত ক্ষয় হয় কোন রোগের কারণে ?
Ans: ফ্লুরোসিস।

■ আলফা আলফা এক ধরণের কি ?
Ans: উদ্ভিদ।

■ কে চিকুনগুনিয়া রোগের ভাইরাস বহন করে ?
Ans: মশা।

■ দ্রুততম পতঙ্গ কোনটি ?
Ans: মাছি।

■ পোলিও একটি কি ঘটিত রোগ ?
Ans: ভাইরাস।

■ ক্যাডমিয়াম ধাতুজনীত রোগ কোনটি ?
Ans: ইটাই ইটাই।

■ কোন প্রবেশ্য শিলাস্তর যখন জল ধরে রাখে তখন জলপূর্ণ ঐ শিলাস্তরকে কি বলে ?
Ans: অ্যাকুইফার।

■ বাস্তুতন্ত্রের সবুজ উদ্ভিদ হল ?
Ans: উৎপাদক।

■ সূর্য থেকে আগত সূর্যালোক মেঘ, ধূলিকণা ও ধোঁয়া ইত্যাদি দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে মহাশূন্যে ফিরে যায়, তাকে কি বলে ?
Ans: অ্যালবেডো।

■ বঙ্গোপসাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাতকে কি বলে ?
Ans: সাইক্লোন।

পরিবেশ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর PDF

File Details :


File Name : EVS Question Answer 03
Language : Bengali
No. of Pages : 02
Size : 0.8 MB

Also Check :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts