Sunday, December 22, 2024
Homeপরিবেশ বিজ্ঞানপরিবেশ বিদ্যা প্রশ্ন ও উত্তর PDF | Environmental Studies Questions and Answers...

পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উত্তর PDF | Environmental Studies Questions and Answers in Bengali

গুরুত্বপূর্ণ পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উত্তর

পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উত্তর PDF | Environmental Studies Questions and Answers in Bengali PDF | Part-02

পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উত্তর
পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উত্তর

সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উত্তর PDF টি প্রদান করলাম। যেটিতে পরিবেশ বিদ্যা বিষয়টি থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। এই প্রশ্নগুলি আপনাদের প্রাইমারি টেট, সিটেট সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং প্রশ্নগুলি দেখে নিন এবং প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে পিডিএফটি সংগ্রহ করে নিন।

কবে জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণীত হয় ?
Ans: ১৯৭২ সালে।

কবে ভারতে বন্য সংরক্ষণ আইন চালু হয় ?
Ans: ১৯৮০ সালে।

কবে ভারতে জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্দেশ্যে বায়োলজিক্যাল ডাইভারসিটি বিল চালু হয় ?
Ans: ২০০২ সালে।

কবে ভারতে ব্রাঘ্রপ্রকল্প চালু হয় ?
Ans: ১৯৭৩ সালে।

কবে ভারতে গণ্ডার সংরক্ষণ আইন চালু হয় ?
Ans: ১৯৩২ সালে।

কবে ভারতে কুমীর সংরক্ষণ আইন চালু হয় ?
Ans: ১৯৭২ সালে।

ভারতবর্ষে কবে ‘National Forest Policy’ চালু হয় ?
Ans: ১৯৫২ সালে।

কোন সালকে ভারতের ‘জনসংখ্যা বর্ষ’ বলা হয় ?
Ans: ১৯৭৪ সালকে।

কবে ‘জীববৈচিত্র্য’ পরিভাষাটি সর্বপ্রথম উপস্থাপিত হয় ?
Ans: ১৯৮৬ সালে।

‘Convention of the Biological Diversity’ বা ‘বসুন্ধরা সম্মেলন’ কোন খ্রিস্টাব্দে সংঘটিত হয় ?
Ans: ১৯৯২ সালে।

কবে রেড ডাটা বুক প্রথম প্রকাশিত হয় ?
Ans: ১৯৬৪ সালে।

পরিবেশ সম্পর্কিত রিও দ্য জেনিরো শহরে ‘বসুন্ধরা সম্মেলন’ কোন সালে অনুষ্ঠিত হয়েছিল ?
Ans: ১৯৯২ সালে।

ভারতের ‘Public Liability Insurance Act’ কবে বলবৎ হয় ?
Ans: ১৯৯১ সালে।

কোন সালে প্রথম ‘ধরিত্রী দিবস’ বা ‘বসুন্ধরা দিবস’ উদযাপিত হয় ?
Ans: ১৯৭০ সালে।

বায়ু দূষণ (প্রতিরোধ ও নিয়ন্ত্রণ) আইন কোন সালে প্রণয়ন হয় ?
Ans: ১৯৮১ সালে।

জল দূষণ (প্রতিরোধ ও নিয়ন্ত্রণ)- আইন কোন সালে প্রণয়ন হয় ?
Ans: ১৯৭৪ সালে।

‘পরিবেশ সুরক্ষা আইন’-কোন সালে পাস হয় ?
Ans: ১৯৮৬ সালে।

ওজন হোল সম্পর্কিত ‘মন্ট্রিল প্রটোকল’-কোন সালে গৃহীত হয় ?
Ans: ১৯৮৭ সালে।

ভারতের ‘জাতীয় জনসংখ্যা নীতি’-কোন সালে প্রণয়ন হয় ?
Ans: ২০০০ সালে।

‘The Ganga Action Plan’ – কোন সালে গৃহীত হয় ?
Ans: ১৯৮৫ সালে।

ভারত সরকারের পরিবেশ মন্ত্রক কোন সালে গঠিত হয় ?
Ans: ১৯৮০ সালে।

ভারত সরকারের প্রথম অরণ্য নীতি কোন সালে প্রণীত হয় ?
Ans: ১৯৫০ সালে।

ভারত সরকারের দ্বিতীয় অরণ্য নীতি কোন সালে প্রণীত হয় ?
Ans: ১৯৮৮ সালে।

ভারতের সবচেয়ে বড়ো ভূপাল গ্যাস দুর্ঘটনা কোন সালে ঘটে ?
Ans: ১৯৮৪ সালে।

কবে প্রথম করোনা ভাইরাসকে চিহ্নিত করা হয় ?
Ans: ২০১৯ সালে।

পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উত্তর PDF

File Details :


File Name : Environmental Studies Questions 02
Language : Bengali
No. of Pages : 01
Size : 0.4 MB

Also Check :
RELATED ARTICLES

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts