পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উত্তর PDF | Environmental Studies Questions and Answers in Bengali PDF | Part-02
সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উত্তর PDF টি প্রদান করলাম। যেটিতে পরিবেশ বিদ্যা বিষয়টি থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। এই প্রশ্নগুলি আপনাদের প্রাইমারি টেট, সিটেট সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং প্রশ্নগুলি দেখে নিন এবং প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে পিডিএফটি সংগ্রহ করে নিন।
■ কবে জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণীত হয় ?
Ans: ১৯৭২ সালে।
■ কবে ভারতে বন্য সংরক্ষণ আইন চালু হয় ?
Ans: ১৯৮০ সালে।
■ কবে ভারতে জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্দেশ্যে বায়োলজিক্যাল ডাইভারসিটি বিল চালু হয় ?
Ans: ২০০২ সালে।
■ কবে ভারতে ব্রাঘ্রপ্রকল্প চালু হয় ?
Ans: ১৯৭৩ সালে।
■ কবে ভারতে গণ্ডার সংরক্ষণ আইন চালু হয় ?
Ans: ১৯৩২ সালে।
■ কবে ভারতে কুমীর সংরক্ষণ আইন চালু হয় ?
Ans: ১৯৭২ সালে।
■ ভারতবর্ষে কবে ‘National Forest Policy’ চালু হয় ?
Ans: ১৯৫২ সালে।
■ কোন সালকে ভারতের ‘জনসংখ্যা বর্ষ’ বলা হয় ?
Ans: ১৯৭৪ সালকে।
■ কবে ‘জীববৈচিত্র্য’ পরিভাষাটি সর্বপ্রথম উপস্থাপিত হয় ?
Ans: ১৯৮৬ সালে।
■ ‘Convention of the Biological Diversity’ বা ‘বসুন্ধরা সম্মেলন’ কোন খ্রিস্টাব্দে সংঘটিত হয় ?
Ans: ১৯৯২ সালে।
■ কবে রেড ডাটা বুক প্রথম প্রকাশিত হয় ?
Ans: ১৯৬৪ সালে।
■ পরিবেশ সম্পর্কিত রিও দ্য জেনিরো শহরে ‘বসুন্ধরা সম্মেলন’ কোন সালে অনুষ্ঠিত হয়েছিল ?
Ans: ১৯৯২ সালে।
■ ভারতের ‘Public Liability Insurance Act’ কবে বলবৎ হয় ?
Ans: ১৯৯১ সালে।
■ কোন সালে প্রথম ‘ধরিত্রী দিবস’ বা ‘বসুন্ধরা দিবস’ উদযাপিত হয় ?
Ans: ১৯৭০ সালে।
■ বায়ু দূষণ (প্রতিরোধ ও নিয়ন্ত্রণ) আইন কোন সালে প্রণয়ন হয় ?
Ans: ১৯৮১ সালে।
■ জল দূষণ (প্রতিরোধ ও নিয়ন্ত্রণ)- আইন কোন সালে প্রণয়ন হয় ?
Ans: ১৯৭৪ সালে।
■ ‘পরিবেশ সুরক্ষা আইন’-কোন সালে পাস হয় ?
Ans: ১৯৮৬ সালে।
■ ওজন হোল সম্পর্কিত ‘মন্ট্রিল প্রটোকল’-কোন সালে গৃহীত হয় ?
Ans: ১৯৮৭ সালে।
■ ভারতের ‘জাতীয় জনসংখ্যা নীতি’-কোন সালে প্রণয়ন হয় ?
Ans: ২০০০ সালে।
■ ‘The Ganga Action Plan’ – কোন সালে গৃহীত হয় ?
Ans: ১৯৮৫ সালে।
■ ভারত সরকারের পরিবেশ মন্ত্রক কোন সালে গঠিত হয় ?
Ans: ১৯৮০ সালে।
■ ভারত সরকারের প্রথম অরণ্য নীতি কোন সালে প্রণীত হয় ?
Ans: ১৯৫০ সালে।
■ ভারত সরকারের দ্বিতীয় অরণ্য নীতি কোন সালে প্রণীত হয় ?
Ans: ১৯৮৮ সালে।
■ ভারতের সবচেয়ে বড়ো ভূপাল গ্যাস দুর্ঘটনা কোন সালে ঘটে ?
Ans: ১৯৮৪ সালে।
■ কবে প্রথম করোনা ভাইরাসকে চিহ্নিত করা হয় ?
Ans: ২০১৯ সালে।
পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উত্তর PDF
File Details :
File Name : Environmental Studies Questions 02
Language : Bengali
No. of Pages : 01
Size : 0.4 MB
This a very helpful information 👍👍👍
Very very helpful session thanks