Tuesday, January 21, 2025
Homeপরিবেশ বিজ্ঞানপরিবেশ বিদ্যা MCQ PDF | Environmental Studies MCQ in Bengali

পরিবেশ বিদ্যা MCQ PDF | Environmental Studies MCQ in Bengali

পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উত্তর

পরিবেশ বিদ্যা MCQ PDF | Environmental Studies MCQ in Bengali PDF | Part-02

পরিবেশ বিদ্যা MCQ
পরিবেশ বিদ্যা MCQ

সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের পরিবেশ বিদ্যা MCQ PDF টি প্রদান করলাম। যেটিতে পরিবেশ বিদ্যা বিষয়টি থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। প্রশ্নগুলি আপনাদের সমস্ত রকম চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। সুতরাং প্রশ্নগুলি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।

পরিবেশ বিদ্যা MCQ

একটি বাস্তুতন্ত্রের সমস্ত প্রাণীগোষ্ঠীকে একত্রে বলে-
ক. ফণা
খ. ফ্লোরা
গ. ফণারিড
ঘ. ফ্লোরিস


বাস্তুতান্ত্রিক বিশৃঙ্খলা বলে-
ক. এনট্রপি
খ. এনট্রপিক
গ. এনট্রপিস
ঘ. এনট্রাস


একটি মিথোজীবী ব্যাকটেরিয়া হল-
ক. রাইজোবিয়াম
খ. বেগিয়াটোয়ো
গ. সালফার ব্যাকটেরিয়া
ঘ. ডিসাল ফোভিব্রিও


ব্ল্যাকফুট রোগ হয়-
ক. রেডিয়ামের প্রভাবে
খ. আর্সেনিকের প্রভাবে
গ. পারদের প্রভাবে
ঘ. তামার প্রভাবে


পৃথিবীর বৃহত্তম নর্মদা বলে-
ক. তিস্তা নদীকে
খ. আমাজন নদীকে
গ. গঙ্গা নদীকে
ঘ. নীল নদকে


পেট্রোলে যে ধাতু মেশানো হয় তা হলো-
ক. দস্তা
খ. তামা
গ. সীসা
ঘ. অ্যালুমিনিয়াম


পোলিও হল জলবাহিত-
ক. ব্যাকটেরিয়া ঘটিত রোগ
খ. ভাইরাস ঘটিত রোগ
গ. প্রোটোজোয়া ঘটিত রোগ
ঘ. পরজীবী কৃমিঘটিত রোগ


চেরনোবিল দুর্ঘটনা ঘটেছিল-
ক. মুম্বাইতে
খ. ইয়োকোহামাতে
গ. ইউক্রেনে
ঘ. নিউজিল্যান্ডে


আর্সেনিক একটি-
ক. ধাতু
খ. অধাতু
গ. ধাতুকল্প
ঘ. রাসায়নিক যৌগ


একটি মৃত্তিকা দূষক হলো-
ক. মৃত জীবদেহ
খ. মাংসের হাড়
গ. প্লাস্টিক
ঘ. উদ্ভিদের শিকড়


উদ্ভিদের কোন অংশ বায়ুদূষণ ঘটায় ?
ক. ফুল
খ. পাতা
গ. মূল
ঘ. পরাগরেণু


পলিথিন পোড়ানোর ফলে উৎপন্ন গ্যাস-
ক. মাটি দূষণ ঘটায়
খ. বায়ু দূষণ ঘটায়
গ. জল দূষণ ঘটায়
ঘ. বাস্তুতন্ত্র ধ্বংস করে


বসুন্ধরা সম্মেলন হয়েছিল-
ক. ১৯৯০ সালে
খ. ১৯৯২ সালে
গ. ১৯৯৪ সালে
ঘ. ১৯৯৬ সালে


ডিটারজেন্ট পাউডার কোন ধরনের জল দূষক ?
ক. জৈবিক
খ. রাসায়নিক
গ. তরল
ঘ. অজৈব


দূষিত ধোঁয়া শোষক একটি যন্ত্র হলো-
ক. স্ক্রুবার
খ. স্ক্র্যাবার
গ. ক্যাটালাইটিক স্ক্রুবার
ঘ. কোনটিই নয়


আলোক দূষণে ক্ষতিগ্রস্থ একটি প্রাণী-
ক. পেঁচা
খ. মানুষ
গ. শকুন
ঘ. কুমীর


পাথরের খাঁজে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদের বলে-
ক. অক্সিলোফাইট
খ. চ্যাসমোফাইট
গ. লিথোফাইট
ঘ. ম্যানগ্রোভ


পেট্রোলচালিত যানবাহন থেকে উৎপন্ন হয়-
ক. ক্লোরোফ্লুরো কার্বন
খ. মিথেন
গ. সীসা
ঘ. ডাই-অক্সিন


পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের অন্যতম উপায় হলো-
ক. বৃক্ষরোপণ
খ. চাষের জমির পরিমাণ হ্রাস
গ. শিল্প কারখানার পরিমাণ হ্রাস
ঘ. জন-সচেতনতা বৃদ্ধি


আবর্জনা প্রক্রিয়াকরণের মাধ্যমে উৎপন্ন সার হলো-
ক. রাসায়নিক সার
খ. কম্পোট সার
গ. জৈব সার
ঘ. ইউরিয়া


পরিবেশ বিদ্যা PDF

File Details :


File Name : Environmental Studies MCQ 02
Language : Bengali
No. of Pages : 02
Size : 0.7 MB

Also Check :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts