পরিবেশ বিদ্যা MCQ PDF | Environmental Studies MCQ in Bengali PDF | Part-02
সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের পরিবেশ বিদ্যা MCQ PDF টি প্রদান করলাম। যেটিতে পরিবেশ বিদ্যা বিষয়টি থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। প্রশ্নগুলি আপনাদের সমস্ত রকম চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। সুতরাং প্রশ্নগুলি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।
পরিবেশ বিদ্যা MCQ
■ একটি বাস্তুতন্ত্রের সমস্ত প্রাণীগোষ্ঠীকে একত্রে বলে-
ক. ফণা
খ. ফ্লোরা
গ. ফণারিড
ঘ. ফ্লোরিস
■ বাস্তুতান্ত্রিক বিশৃঙ্খলা বলে-
ক. এনট্রপি
খ. এনট্রপিক
গ. এনট্রপিস
ঘ. এনট্রাস
■ একটি মিথোজীবী ব্যাকটেরিয়া হল-
ক. রাইজোবিয়াম
খ. বেগিয়াটোয়ো
গ. সালফার ব্যাকটেরিয়া
ঘ. ডিসাল ফোভিব্রিও
■ ব্ল্যাকফুট রোগ হয়-
ক. রেডিয়ামের প্রভাবে
খ. আর্সেনিকের প্রভাবে
গ. পারদের প্রভাবে
ঘ. তামার প্রভাবে
■ পৃথিবীর বৃহত্তম নর্মদা বলে-
ক. তিস্তা নদীকে
খ. আমাজন নদীকে
গ. গঙ্গা নদীকে
ঘ. নীল নদকে
■ পেট্রোলে যে ধাতু মেশানো হয় তা হলো-
ক. দস্তা
খ. তামা
গ. সীসা
ঘ. অ্যালুমিনিয়াম
■ পোলিও হল জলবাহিত-
ক. ব্যাকটেরিয়া ঘটিত রোগ
খ. ভাইরাস ঘটিত রোগ
গ. প্রোটোজোয়া ঘটিত রোগ
ঘ. পরজীবী কৃমিঘটিত রোগ
■ চেরনোবিল দুর্ঘটনা ঘটেছিল-
ক. মুম্বাইতে
খ. ইয়োকোহামাতে
গ. ইউক্রেনে
ঘ. নিউজিল্যান্ডে
■ আর্সেনিক একটি-
ক. ধাতু
খ. অধাতু
গ. ধাতুকল্প
ঘ. রাসায়নিক যৌগ
■ একটি মৃত্তিকা দূষক হলো-
ক. মৃত জীবদেহ
খ. মাংসের হাড়
গ. প্লাস্টিক
ঘ. উদ্ভিদের শিকড়
■ উদ্ভিদের কোন অংশ বায়ুদূষণ ঘটায় ?
ক. ফুল
খ. পাতা
গ. মূল
ঘ. পরাগরেণু
■ পলিথিন পোড়ানোর ফলে উৎপন্ন গ্যাস-
ক. মাটি দূষণ ঘটায়
খ. বায়ু দূষণ ঘটায়
গ. জল দূষণ ঘটায়
ঘ. বাস্তুতন্ত্র ধ্বংস করে
■ বসুন্ধরা সম্মেলন হয়েছিল-
ক. ১৯৯০ সালে
খ. ১৯৯২ সালে
গ. ১৯৯৪ সালে
ঘ. ১৯৯৬ সালে
■ ডিটারজেন্ট পাউডার কোন ধরনের জল দূষক ?
ক. জৈবিক
খ. রাসায়নিক
গ. তরল
ঘ. অজৈব
■ দূষিত ধোঁয়া শোষক একটি যন্ত্র হলো-
ক. স্ক্রুবার
খ. স্ক্র্যাবার
গ. ক্যাটালাইটিক স্ক্রুবার
ঘ. কোনটিই নয়
■ আলোক দূষণে ক্ষতিগ্রস্থ একটি প্রাণী-
ক. পেঁচা
খ. মানুষ
গ. শকুন
ঘ. কুমীর
■ পাথরের খাঁজে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদের বলে-
ক. অক্সিলোফাইট
খ. চ্যাসমোফাইট
গ. লিথোফাইট
ঘ. ম্যানগ্রোভ
■ পেট্রোলচালিত যানবাহন থেকে উৎপন্ন হয়-
ক. ক্লোরোফ্লুরো কার্বন
খ. মিথেন
গ. সীসা
ঘ. ডাই-অক্সিন
■ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের অন্যতম উপায় হলো-
ক. বৃক্ষরোপণ
খ. চাষের জমির পরিমাণ হ্রাস
গ. শিল্প কারখানার পরিমাণ হ্রাস
ঘ. জন-সচেতনতা বৃদ্ধি
■ আবর্জনা প্রক্রিয়াকরণের মাধ্যমে উৎপন্ন সার হলো-
ক. রাসায়নিক সার
খ. কম্পোট সার
গ. জৈব সার
ঘ. ইউরিয়া
পরিবেশ বিদ্যা PDF
File Details :
File Name : Environmental Studies MCQ 02
Language : Bengali
No. of Pages : 02
Size : 0.7 MB