Thursday, December 26, 2024
Homeপরিবেশ বিজ্ঞানপরিবেশ বিজ্ঞান MCQ PDF | Environmental Science MCQ in Bengali

পরিবেশ বিজ্ঞান MCQ PDF | Environmental Science MCQ in Bengali

পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর

পরিবেশ বিজ্ঞান MCQ PDF | Environmental Science MCQ in Bengali PDF

পরিবেশ বিজ্ঞান MCQ
পরিবেশ বিজ্ঞান MCQ

সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের পরিবেশ বিজ্ঞান MCQ PDF টি প্রদান করলাম। যেটিতে পরিবেশ বিজ্ঞান বিষয়টি থেকে গুরুত্বপূর্ণ কতকগুলি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যে প্রশ্নোত্তরগুলি আপনাদের সমস্ত রকম চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। সুতরাং দেরী না করে পরিবেশ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।

পরিবেশ বিজ্ঞান MCQ

পরিবেশ সম্পর্কে বিখ্যাত 3P সূত্রটি হল-
ক. পপুলেশন পভারটি পলিউশন
খ. পাওয়ার- প্রোডাকশন-প্রাইস
গ. প্রিন্সিপল অফ পপুলেশন প্রবলেম
ঘ. পপুলেশন প্রোডাকশন পলিউশন


গ্রীন হাইস গ্যাসগুলির মধ্যে প্রধান হল-
ক. অক্সিজেন
খ. কার্বন ডাই অক্সাইড
গ. মিথেন
ঘ. নাইট্রোজেন ডাই অক্সাইড


ইকোসিস্টেম নামকরণ করেন-
ক. ট্রান্সলে
খ. ল্যামার্ক
গ. স্মিথ
ঘ. ডারউইন


CFC হল-
ক. সেন্টার ফর ফুয়েল কন্ট্রোল
খ. ক্লোরোফ্লুরো কার্বন
গ. কার্বন ফুয়েল কম্পাউন্ড
ঘ. কারসিনোজেনিক ফ্লুয়োরাইড কম্পাউন্ড


ধোঁয়াশা কি ?
ক. কুয়াশা ও ধোঁয়া
খ. ঘন কুয়াশা
গ. একপ্রকার ধোঁয়া
ঘ. কোনোটিই নয়


ফ্লাই অ্যাশ এর উৎস কি ?
ক. কারখানার বর্জ্য
খ. ইটভাটা
গ. দাবানল
ঘ. তাপবিদ্যুৎ কেন্দ্র


পানীয় জলের প্রধান বিষ হল-
ক. আর্সেনিক
খ. ক্লোরাইড
গ. নাইট্রেট
ঘ. পটাশিয়াম


পৃথিবীর সর্বাপেক্ষা অন্তর্বর্তী স্তর কোনটি ?
ক. ক্রাস্ট
খ. কোর
গ. ম্যানটেল
ঘ. কোনোটিই নয়


পরাগরেণু থেকে কি রোগ হয় ?
ক. ম্যালেরিয়া
খ. টাইফয়েড
গ. পিতজ্বর
ঘ. অ্যালার্জি


বায়ু একটি কি পদার্থ ?
ক. মিশ্র পদার্থ
খ. জড় পদার্থ
গ. যৌগিক পদার্থ
ঘ. মৌলিক পদার্থ


জীবাশ্ম জ্বালানি থেকে কি উৎপন্ন হয় ?
ক. মিথেন
খ. অক্সিজেন
গ. হাইড্রোজেন
ঘ. কার্বন ডাই অক্সইড


ম্যানগ্রোভ অরণ্য কোথায় পাওয়া যায় ?
ক. সুন্দরবনে
খ. তরাই অঞ্চলে
গ. ডুয়ার্স অঞ্চলে
ঘ. জলদাপাড়ায়


মিনামাটা রোগ প্রথম কোথায় দেখা যায় ?
ক. ভারতে
খ. চিনে
গ. জাপানে
ঘ. রাশিয়ায়


পরিবেশ সুরক্ষা আইন কবে চালু হয় ?
ক. ১৯৯০ খ্রি:
খ. ১৯৭৬ খ্রি:
গ. ১৯৯২ খ্রি:
ঘ. ১৯৮৬ খ্রি:


সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত ?
ক. কেরালা
খ. অন্ধ্রপ্রদেশ
গ. হিমাচল প্রদেশ
ঘ. মধ্য প্রদেশ


প্রতিবছর বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়-
ক. ২২শে এপ্রিল
খ. ৫ই জুন
গ. ৩০শে সেপ্টেম্বর
ঘ. ১০ই মে


ভারতের কোথায় ১৯৮৪ সালে গ্যাস দুর্ঘটনা ঘটে ?
ক. বোম্বে
খ. নাগপুরে
গ. ভোপালে
ঘ. ব্যাঙ্গালুরু


উড়ন্ত ছাইয়ের প্রধান উৎস কোনটি ?
ক. ইটভাটা
খ. তাপবিদ্যুৎ কেন্দ্র
গ. পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র
ঘ. জলবিদ্যুৎ কেন্দ্র


নিম্নোক্ত কোনটি স্বভোজী ?
ক. ছত্রাক
খ. মাছ
গ. সবুজ উদ্ভিদ
ঘ. মানুষ


ম্যালেরিয়া কি ঘটিত রোগ-
ক. ভাইরাস
খ. ব্যাকটেরিয়া
গ. প্রোটোজোয়া
ঘ. কোনোটিই নয়


পরিবেশ বিজ্ঞান MCQ PDF

File Details :


File Name : Environmental Science MCQ 01
Language : Bengali
No. of Pages : 02
Size : 0.5 MB

Also Check :
RELATED ARTICLES

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts