Thursday, October 10, 2024
Homeচাকরির খবরডিস্ট্রিক্ট প্রোজেক্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ, আবেদনের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি

ডিস্ট্রিক্ট প্রোজেক্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ, আবেদনের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি

ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে কর্মী নিয়োগ

ডিস্ট্রিক্ট প্রোজেক্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ | District Project Manager Recruitment 2023

ডিস্ট্রিক্ট প্রোজেক্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ
ডিস্ট্রিক্ট প্রোজেক্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ

সুপ্রিয় বন্ধুরা,
ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে ডিস্ট্রিক্ট প্রোজেক্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগের একটি প্রকাশ করা হয়েছে। যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি ইত্যাদি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নীচে দেওয়া হল-

পদের নাম :

ডিস্ট্রিক্ট প্রোজেক্ট ম্যানেজার।

শুন্যপদ :

০১টি।

শিক্ষাগত যোগ্যতা :
  • কম্পিউটার ডিপ্লোমার ওপর গ্র্যাজুয়েট পাশ কিংবা BCA / BIT / BE / B. TECH / MCA ইত্যাদির মধ্যে যেকোনো একটি করে থাকতে হবে।
  • ইংরেজি ও স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে।
  • অন্ততপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা :

১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী ২১ থেকে ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে।

মাসিক বেতন :

২৩,৫০০/- টাকা।

আবেদন পদ্ধতি :
  • ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে।
  • নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্রটি ডাউনলোড করুন।
  • সেটি সঠিকভাবে পূরণ করুন।
  • প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করুন।
  • সেগুলিকে স্ক্যান করে PDF ফাইল বানান।
  • [email protected] – তে পাঠিয়ে দিন।
প্রয়োজনীয় নথিপত্র :
  • বয়সের প্রমাণপত্র হিসাবে জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
  • মার্কশিট (গ্র্যাজুয়েট পাশ বা BCA / BIT / BE / B. TECH / MCA)।
  • কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট।
নিয়োগ পদ্ধতি :
Nature of evaluationMarks
Academic Qualification25
Work Experience25
Computer Test25
Interview25
Total100
আবেদনের শেষ তারিখ :

২২শে ফেব্রুয়ারি ২০২৩ বুধবার।

গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল নোটিফিকেশনডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইটভিজিট করুন
আমাদের টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
আরও চাকরির খবর :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts