বিভিন্ন গ্যাসের রং | Colours of Different Gases
আজ আপনাদের বিভিন্ন গ্যাসের রং তালিকাটি প্রদান করলাম। যেটিতে কোন গ্যাসের কি রং তার একটি সুন্দর তালিকা দেওয়া আছে। বিভিন্ন পরীক্ষায় ক্লোরিন গ্যাসের রং কি ? ওজোন গ্যাসের রং কি ? ইত্যাদি প্রশ্ন এসে থাকে, তাই আশা রাখছি এই তালিকাটি আপনাদের খুবই কাজে দেবে।
বিভিন্ন গ্যাসের রং
গ্যাস | রং |
---|---|
ওজোন | ফ্যাকাশে নীল |
ফ্লোরিন | ফ্যাকাশে হলুদ |
ক্লোরিন | পীতাভ সবুজ বা সবুজাভ হলুদ |
ব্রোমিন | লাল বাদামী |
আয়োডিন | বেগুনী |
নাইট্রোজেন ডাই অক্সাইড | লালচে বাদামী |
হাইড্রোজেন | বর্ণহীন |
অক্সিজেন | বর্ণহীন |
কার্বন মনোক্সাইড | বর্ণহীন |
বিভিন্ন গ্যাসের রং তালিকা PDF
File Details :
File Name : Colours of Different Gases
Language : Bengali
No. of Pages : 01
Size : 01 MB