Monday, December 30, 2024
Homeবন সহায়কBana Sahayak Interview Questions in Bengali

Bana Sahayak Interview Questions in Bengali

Bana Sahayak Interview Questions

বন সহায়ক ইন্টারভিউ প্রশ্ন | Bana Sahayak Interview Questions in Bengali | Part-02

Bana Sahayak Interview Questions in Bengali
Bana Sahayak Interview Questions in Bengali

আজ আপনাদের বন সহায়ক নিয়োগের ইন্টারভিউর উপযোগী কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্রদান করলাম। আমরা আশা রাখছি এই বন সহায়ক ইন্টারভিউ জিকে প্রশ্ন উত্তর গুলি আপনাদের পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।

Bana Sahayak Interview Questions

২১. ভারতে পরিবেশ রক্ষায় আইন পাস হয় কত সালে ?
ⓐ ১৯৭২ সালে
ⓑ ১৯৭৮ সালে
ⓒ ১৯৮৪ সালে
ⓓ ১৯৮৬ সালে


২২. গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে প্রধান কোনটি ?
ⓐ অক্সিজেন
ⓑ কার্বন ড্রাই অক্সাইড
ⓒ মিথেন
ⓓ নাইট্রাস অক্সাইড


২৩. বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবথেকে বেশী ?
ⓐ অক্সিজেন
ⓑ নাইট্রোজেন
ⓒ হাইড্রোজেন
ⓓ মিথেন


২৪. জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
ⓐ রাজস্থান
ⓑ মধ্যপ্রদেশ
ⓒ উত্তরাখণ্ড
ⓓ উত্তরপ্রদেশ


২৫. শব্দদূষণ পরিমাপের একক কি ?
ⓐ বেল
ⓑ ডেসিবেল
ⓒ সেন্টিবেল
ⓓ কিলোবেল


২৬. প্রতিবছর বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে ?
ⓐ ৫ই জুন
ⓑ ২২শে এপ্রিল
ⓒ ৩০শে সেপ্টেম্বর
ⓓ ১০ই মে


২৭. প্রকৃতির আঁচল বলা হয় কাকে ?
ⓐ সমভূমি
ⓑ পর্বত
ⓒ অরণ্য
ⓓ সমুদ্র


২৮. কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে ?
ⓐ ঘৃতকুমারী
ⓑ সিঙ্কোনা
ⓒ কালমেঘ
ⓓ নিম


২৯. DFO -এর পুরো নাম কি ?
ⓐ Divisional Forest Organisation
ⓑ Divisional Forest Officer
ⓒ Division Forest Officer
ⓓ কোনটিই নয়


৩০. গরুমারা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
ⓐ আসাম
ⓑ পশ্চিমবঙ্গ
ⓒ গুজরাট
ⓓ ঝাড়খণ্ড


৩১. ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয় ?
ⓐ হাওড়া
ⓑ শ্রীরামপুর
ⓒ রিষড়া
ⓓ মেসরা


৩২. জলদাপাড়া অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?
ⓐ জলপাইগুড়ি
ⓑ হুগলী
ⓒ বীরভূম
ⓓ দার্জিলিং


৩৩. পশ্চিমবঙ্গের কোথায় একশৃঙ্গ গন্ডার দেখা যায় ?
ⓐ হাসিমারা
ⓑ জলদাপাড়া
ⓒ সুন্দরবন
ⓓ লোথিয়ান আইল্যান্ড


৩৪. পশ্চিমবঙ্গের কোন জেলায় শালবন আছে ?
ⓐ মালদা জেলায়
ⓑ হুগলী জেলায়
ⓒ বাঁকুড়া জেলায়
ⓓ হাওড়া জেলায়


৩৫. পশ্চিমবঙ্গের কোন জেলায় ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় ?
ⓐ মালদা
ⓑ বাঁকুড়া
ⓒ দার্জিলিং
ⓓ মুর্শিদাবাদ


৩৬. পশ্চিমবঙ্গের অধিকাংশ স্থানে কোন মাটি দেখা যায় ?
ⓐ পলি মাটি
ⓑ পডজল মাটি
ⓒ ল্যাটেরাইট মাটি
ⓓ লবণাক্ত মাটি


৩৭. পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার কাকে বলা হয় ?
ⓐ মালদা
ⓑ উত্তর চব্বিশ পরগণা
ⓒ পূর্ব বর্ধমান
ⓓ নদীয়া


৩৮. একটি পর্ণমোচী বৃক্ষের নাম হল –
ⓐ শাল
ⓑ পাইন
ⓒ ম্যাপল
ⓓ দেবদারু


৩৯. সরলবর্গীয় অরণ্য কোথায় দেখা যায় ?
ⓐ মালভূমি অঞ্চলে
ⓑ সমভূমি অঞ্চলে
ⓒ পার্বত্য অঞ্চলে
ⓓ উপকূলীয় অঞ্চলে


৪০. গঙ্গা নদীর দৈর্ঘ্য কত ?
ⓐ ২৩২৫ কিমি
ⓑ ২৫২৫ কিমি
ⓒ ২৭২৫ কিমি
ⓓ ২৯২৫ কিমি


RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts