বন সহায়ক জিকে | WB Bana Sahayak GK in Bengali PDF
আজ আপনাদের পশ্চিমবঙ্গ বন দপ্তর আয়োজিত বন সহায়ক পরীক্ষার উপযোগী কিছু জিকে প্রশ্ন ও উত্তর প্রদান করলাম। আমরা আশা রাখছি এই জিকে প্রশ্নোত্তরগুলি আপনাদের বন সহায়ক পদে নিয়োগের ইন্টারভিউতে ভীষণভাবে সাহায্য করবে।
সরাসরি ইন্টারভিউর মাধ্যমে বন সহায়ক নিয়োগ করা হবে জানানো হয়েছে। যে সকল বিষয়গুলির ওপর ইন্টারভিউ নেওয়া হবে, সেগুলি হল-
বিষয় | নম্বর |
---|---|
বাংলা পড়ার দক্ষতা | ৩০ |
বাংলা লেখার দক্ষতা | ৩০ |
ইংরেজি বা হিন্দি পড়ার দক্ষতা | ১০ |
জেনারেল নলেজ প্রশ্ন | ২০ |
বনজ কাজের জন্য ব্যক্তিত্বের ফিটনেস | ১০ |
মোট | ১০০ |
জেনারেল নলেজের ওপর ২০ নম্বরের যে মৌখিক পরীক্ষা নেওয়া হবে, তার উপর ভিত্তি করেই আজকের এই পোস্ট। সুতরাং দেরী না করে বন সহায়ক জিকে প্রশ্ন ও উত্তরগুলি দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফটি সংগ্রহ করে নাও।
Bana Sahayak GK :
০১. বিশ্ব অরণ্য দিবস কবে পালন করা হয় ?
উত্তরঃ ২১শে মার্চ।
০২. বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় ?
উত্তরঃ ৫ই জুন।
০৩. কোন সালে প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় ?
উত্তরঃ ১৯৭৪ সালে।
০৪. বিশ্ব জীববৈচিত্র্য দিবস কবে পালিত হয় ?
উত্তরঃ ২২শে মে।
০৫. বিশ্ব জল দিবস কবে পালিত হয় ?
উত্তরঃ ২২শে মার্চ।
০৬. পশ্চিমবঙ্গে মোট কয়টি জেলা আছে ?
উত্তরঃ ২৩টি।
০৭. পশ্চিমবঙ্গে মোট কয়টি জাতীয় উদ্যান আছে ?
উত্তরঃ ৬টি।
০৮. পশ্চিমবঙ্গের অভয়ারণ্য সংখ্যা কয়টি ?
উত্তরঃ ১৫টি।
০৯. পশ্চিমবঙ্গের দুটি অভয়ারণ্যের নাম লেখো।
উত্তরঃ চাপড়ামারি ও বল্লভপুর অভয়ারণ্য।
১০. দুটি প্রাকৃতিক বিপর্যয়ের নাম লেখো।
উত্তরঃ বন্যা ও ভূমিকম্প।
১১. WHO এর পুরো নাম কি ?
উত্তরঃ World Health Organization.
১২. সুন্দরবন পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?
উত্তরঃ দক্ষিণ চব্বিশ পরগণায়।
১৩. সিঙ্গলীলা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ পশ্চিমবঙ্গের দার্জিলিং এ।
১৪. মানস ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ অসমে।
১৫. পালামৌ ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ ঝাড়খণ্ডে।
১৬. ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ তামিলনাড়ু।
১৭. ঘানা পাখিরালয় কোথায় অবস্থিত ?
উত্তরঃ রাজস্থানে।
১৮. করবেট জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ উত্তরাখণ্ড।
১৯. গান্ধী সাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
উত্তরঃ মধ্যপ্রদেশ
২০. বেদানথঙ্গল, রঙ্গনথিটু কিসের অভয়ারণ্য ?
উত্তরঃ পক্ষী।
২১. গরমপানি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ আসাম।
২২. চন্দ্রপ্রভা অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
উত্তরঃ উত্তরপ্রদেশ।
২৩. গৌতম বুদ্ধ অভয়ারণ্য কোথায় অবস্থিত?
উত্তরঃ বিহার।
২৪. ভারতের প্রাচীনতম চিড়িয়াখানার নাম কি ?
উত্তরঃ আলিপুর চিড়িয়াখানা।
২৫. ভারতের কোথায় রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায় ?
উত্তরঃ সুন্দরবনে।
২৬. গোরুমারা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত ?
উত্তরঃ গন্ডার সংরক্ষণের জন্য।
২৭. ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি ?
উত্তরঃ নীলগিরি।
২৮. পাঁচমারি অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
উত্তরঃ মধ্যপ্রদেশে।
২৯. সিমলিপাল অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
উত্তরঃ ওড়িশায়।
৩০. পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি ?
উত্তরঃ মেছো বিড়াল।
৩১. পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি ?
উত্তরঃ শিউলি।
৩২. পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষের নাম কি ?
উত্তরঃ ছাতিম।
৩৩. কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায় ?
উত্তরঃ সিঙ্কোনা।
৩৪. পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি ?
উত্তরঃ সাদাবুক মাছরাঙা বা ধলাগলা মাছরাঙা।
৩৫. পশ্চিমবঙ্গের বর্তমান বন মন্ত্রী কে ?
উত্তরঃ জ্যোতিপ্রিয় মল্লিক।
৩৬. কোন বছরে বন সংরক্ষণ আইন পাস হয় ?
উত্তরঃ ১৯৮০ সালে।
৩৭. ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি ?
উত্তরঃ বিহার।
৩৮. ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সবচেয়ে বেশি ?
উত্তরঃ উত্তরপ্রদেশ।
৩৯. ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক ?
উত্তরঃ মধ্যপ্রদেশ।
৪০. ভারতে জীববৈচিত্র্য আইন প্রণীত হয় কত সালে ?
উত্তরঃ ২০০২ সালে।
৪১. বক্সা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ পশ্চিমবঙ্গ।
৪২. পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি ?
উত্তরঃ কলকাতা।
৪৩. পশ্চিমবঙ্গের কোথায় রাবারের চাষ হয় ?
উত্তরঃ জলপাইগুড়িতে।
৪৪. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তরঃ সান্দাকফু।
৪৫. পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা কত ?
উত্তরঃ ১৬টি।
৪৬. পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত ?
উত্তরঃ ৪২টি।
৪৭. পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত ?
উত্তরঃ ২৯৪টি।
৪৮. আয়তনের দিকে দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি ?
উত্তরঃ দক্ষিণ চব্বিশ পরগণা।
৪৯. জনঘনত্বের দিকে দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি ?
উত্তরঃ উত্তর চব্বিশ পরগণা।
৫০. পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম কি ?
উত্তরঃ কলকাতা।
বন সহায়ক জিকে PDF
File Details :
File Name : Bana Sahayak GK
Language : Bengali
No. of Pages : 03
Size : 01 MB
বন সহায়ক বিগপ্তির প্রশ্ন উত্তর আনার জন্য এটা খুবই উপকার হয়েছে সকলের ধন্যবাদ সর্বদা এই ভাবে পাশে থাকবেন ৷
Nice
Very helpful pdf thank you 🙂