Monday, September 9, 2024
Homeএএনএম ও জিএনএমANM GNM Question Answer 2024 | ANM GNM প্রশ্ন ও উত্তর PDF

ANM GNM Question Answer 2024 | ANM GNM প্রশ্ন ও উত্তর PDF

ANM GNM পরীক্ষার উপযোগী প্রশ্ন উত্তর

ANM GNM Question Answer 2024 in Bengali PDF | Part-03

ANM GNM Question Answer 2023
ANM GNM Question Answer 2024

সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের ANM GNM পরীক্ষার উপযোগী কতকগুলি প্রশ্ন উত্তর প্রদান করলাম। এটির মধ্যে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান ও জেনারেল নলেজ বিষয় থেকে প্রশ্ন উত্তর দেওয়া আছে, যেগুলি আপনাদের আগত ANM GNM পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।

প্রশ্ন: সেলুলোজ কি ?
উত্তর: সংশ্লেষিত থার্মোপ্লাস্টিক।

প্রশ্ন: কাকে ‘দার্শনিকের উল’ বলা হয় ?
উত্তর: Zno.

প্রশ্ন: কোন গ্যাস আম্লিক বৃষ্টি ঘটায় ?
উত্তর: সালফার ড্রাই অক্সাইড।

প্রশ্ন: কোথা থেকে বাণিজ্যিক উল পাওয়া যায় ?
উত্তর: মার্শ গ্যাস থেকে।

প্রশ্ন: বায়ুতে ক্যালসিয়াম ধাতু কেন বিবর্ণ হয়ে পড়ে ?
উত্তর: ক্যালশিয়াম কার্বনেট গঠনের জন্য।

প্রশ্ন: হাইপোর উপাদান গুলি কি কি ?
উত্তর: সোডিয়াম, সালফার, অক্সিজেন, হাইড্রোজেন।

প্রশ্ন: ধাতু সাধারণত কি ধরণের অক্সাইড গঠন করে ?
উত্তর: ক্ষারীয়।

প্রশ্ন: কোন রোগাক্রান্ত রোগীদের আয়োডিন সেবন করানো হয় ?
উত্তর: গলগন্ড।

প্রশ্ন: বৈদ্যুতিক বাল্বের ভিতর নাইট্রোজেন গ্যাস ভর্তি করা হয় কারণ –
উত্তর: কারণ এটি দহন সহায়ক নয়।

প্রশ্ন: কোন যৌগ থেকে আলকাতরা পাওয়া যায় ?
উত্তর: ফেনল।

প্রশ্ন: কাকে সুপ্রজনন বিদ্যার জনক বলা হয় ?
উত্তর: গ্রেগর জোহান মেন্ডেল।

প্রশ্ন: ‘জীবাশ্ম বিদ্যার’ জনক কে ?
উত্তর: ক্যুভিয়ের।

প্রশ্ন: পৃথিবীতে প্রথম প্রাণের আবির্ভাব কতদিন আগে ঘটে ছিল ?
উত্তর: প্রায় ২৬০ কোটি বছর আগে।

প্রশ্ন: বিখ্যাত জার্মপ্লাজম তত্ত্বের জনক কে ?
উত্তর: অগাস্ট ভাইসম্যান।

প্রশ্ন: ‘ফ্যাক্টর’ শব্দটি কে প্রথম ব্যবহার করেন ?
উত্তর: মরগ্যান।

প্রশ্ন: পৃথিবীতে সর্বপ্রথম জীবের উদ্ভব কোথায় ঘটে ?
উত্তর: সমুদ্র জলে।

প্রশ্ন: কার চোখে পেকটিন নামক অংশ থাকে ?
উত্তর: পায়রা।

প্রশ্ন: পুষ্টিগত দিক থেকে ভাইরাস কি ?
উত্তর: বাধ্যতামূলক পরভোজী।

প্রশ্ন: ব্যাকটেরিওফাজ নামকরণ কে করেন ?
উত্তর: দ্য হেরেলি।

প্রশ্ন: জলে মাছের প্লবতা রক্ষায় কে সাহায্য করে ?
উত্তর: ফুলকা।

প্রশ্ন: দুধ দাঁত সংখ্যায় কয়টি হয় ?
উত্তর: ২০টি।

প্রশ্ন: মস্তিষ্কের ওজন তার দেহের ওজনের কত শতাংশ ?
উত্তর: ৩%।

প্রশ্ন: যাঁদের রক্তের গ্রূপ ‘O’ তারা কোন শ্রেণীর রক্ত গ্রহণ করতে পারে ?
উত্তর: শুধুমাত্র O।

প্রশ্ন: ক্যাকটাস কি ধরণের কাণ্ডের উদাহরণ ?
উত্তর: পর্ণকান্ড।

প্রশ্ন: মানুষের মুখ মণ্ডলে কয়টি হার থাকে ?
উত্তর: ১৫টি।

ANM GNM Question Answer 2024 PDF

File Details :


File Name : Important Questions for ANM GNM 03
Language : Bengali
No. of Pages : 01
Size : 0.4 MB

Also Check :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts