Wednesday, October 30, 2024
Homeঅঙ্গনওয়াড়িঅঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সিলেবাস | Anganwadi Worker and Helper Syllabus

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সিলেবাস | Anganwadi Worker and Helper Syllabus

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সিলেবাস 2023

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সিলেবাস PDF | Anganwadi Worker and Helper Syllabus in Bengali

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সিলেবাস
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সিলেবাস

আজ আপনাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার সিলেবাসটি প্রদান করলাম। কোচবিহার জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গ মেদিনীপুর জেলায় অনুষ্ঠিত অঙ্গনওয়াড়ি প্রকল্পের কর্মী নিয়োগের লিখিত পরীক্ষার প্রশ্নপত্রের সাহায্য সিলেবাসটি প্রস্তুত করা হয়েছে।

নিয়োগ পদ্ধতি
  • লিখিত পরীক্ষা
  • ইন্টারভিউ
পরীক্ষা পরিকল্পনা
  • লিখিত পরীক্ষাটি ৯০ নম্বর এবং ইন্টারভিউটি ১০ নম্বরের হবে।
  • লিখিত পরীক্ষায় অন্তত পক্ষে ৩০ পেলে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
  • শেষে লিখিত পরীক্ষার নম্বর ও ইন্টারভিউয়ের নম্বর যোগ করে মেরিট লিস্ট প্রকাশ করা হবে।
লিখিত পরীক্ষার ধরণ
বিষয়প্রশ্ন সংখ্যানম্বর
মাতৃভাষা১৫
ইংরেজি১৫২০
সাধারণ জ্ঞান২০২০
জনস্বাস্থ্য, পুষ্টি ও নারী সংক্রান্ত বিষয়১৫১৫
পাটিগণিত১০২০
মোট৬১৯০
পরীক্ষার সময়৩ ঘণ্টা
মাতৃভাষা সিলেবাস

মাতৃভাষায় ১৫০টি শব্দের মধ্যে একটি প্রবন্ধ লিখতে বলা হয়ে থাকে, যার মান থাকে ১৫ নম্বর (এইট স্ট্যান্ডার্ড)।

ইংরেজি সিলেবাস

Appropriate articles, appropriate prepositions, phrasal verbs, synonyms, antonyms ইত্যাদি টপিক থেকে ১ নম্বরের প্রশ্ন থাকে ১০টি। বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ –এই টপিকটি থেকে ২ নম্বরের প্রশ্ন থাকে ৫টি। অর্থাৎ ইংরেজি বিষয় থেকে ১ ও ২ নম্বরের প্রশ্ন থাকে (এইট/নাইন স্ট্যান্ডার্ড)।

সাধারণ জ্ঞান সিলেবাস

ইতিহাস, ভূগোল, খেলাধুলা, পুরস্কার, গুরুত্বপূর্ণ দিবস, চলচ্চিত্র, ভারতীয় সংবিধান ইত্যাদি টপিক থেকে ২০টি ১ নম্বরের MCQ প্রশ্ন থাকবে।

জনস্বাস্থ্য, পুষ্টি ও নারী সংক্রান্ত বিষয় সিলেবাস

জনস্বাস্থ্য, পুষ্টি ও নারী সংক্রান্ত বিষয়গুলি থেকে ১৫টি ১ নম্বরের MCQ প্রশ্ন থাকবে।

পাটিগণিত সিলেবাস

অনুপাত ও সমানুপাত, অংশীদারি কারবার, গড়, শতকরা, লাভ ও ক্ষতি, সময় ও দূরত্ব ইত্যাদি টপিক থেকে ১০টি ২ নম্বরের প্রশ্ন থাকবে (এইট স্ট্যান্ডার্ড)।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সিলেবাস PDF

File Details :


File Name : Anganwadi Worker and Helper Syllabus
Language : Bengali
No. of Pages : 02
Size : 01 MB

Also Check :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts