Saturday, December 21, 2024
Homeলেডি কনস্টেবলWBP Lady Constable GK Questions and Answers

WBP Lady Constable GK Questions and Answers

Lady Constable GK in Bengali

লেডি কনস্টেবল জিকে | WBP Lady Constable GK Questions and Answers PDF

WBP Lady Constable
WBP Lady Constable

আজ আপনাদের গুরুত্বপূর্ণ কিছু জিকে প্রশ্ন ও উত্তর প্রদান করলাম, যেগুলি আপনাদের পশ্চিমবঙ্গ পুলিশ লেডি কনস্টেবল পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। প্রশ্নোত্তরগুলি পুরোপুরিভাবে সিলেবাস মেনে প্রস্তুত করা হয়েছে। সুতরাং দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।

Lady Constable GK Questions 01 :

০১. জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয় ?
উত্তরঃ ২৯শে আগস্ট।

০২. রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ গলফ।

০৩. WWW এর পুরো নাম কি ?
উত্তরঃ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব।

০৪. গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন ?
উত্তরঃ বুদ্ধগয়া।

০৫. পশ্চিমবঙ্গের কোন জেলায় বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি ?
উত্তরঃ জলপাইগুড়ি।

০৬. প্রথম নোবেল পুরস্কার কত সালে প্রদান করা হয় ?
উত্তরঃ ১৯০১ সালে।

০৭. কোন ঘটনার পরে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন?
উত্তরঃ চৌরী-চৌরা ঘটনা।

০৮. হুমায়ুননামা গ্রন্থের রচয়িতা কে ?
উত্তরঃ গুলবদন বেগম।

০৯. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানের নাম কি ?
উত্তরঃ মিথেন।

১০. কেরালার স্থানান্তর কৃষির স্থানীয় নাম কি ?
উত্তরঃ পোনাম।

১১. কোন আন্তর্জাতিক সংস্থা কন্যাশ্রী প্রকল্পকে পুরস্কৃত করেছে ?
উত্তরঃ UNICEF।

১২. মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ?
উত্তরঃ আকবর।

১৩. তিতুমীরের আসল নাম কি ?
উত্তরঃ সৈয়দ মীর নিসার আলী।

১৫. বিধবা বিবাহ আইন কে পাস করেন ?
উত্তরঃ লর্ড ডালহৌসি।

১৬. কোন ভারতীয় মহিলা প্রথম নোবেল পুরস্কার পান ?
উত্তরঃ মাদার টেরেসা।

১৭. আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ রাসবিহারী বসু।

১৮. WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃ জেনেভা, সুইজারল্যান্ডে।

১৯. সেলিম আলী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
উত্তরঃ জম্মু ও কাশ্মীর।

২০. দীপা মালিক কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ শট পাট।

২১. আলফ্রেড নোবেল কোন দেশের নাগরিক ছিলেন ?
উত্তরঃ সুইডেন।

২২. বানভট্ট কার সভাকবি ছিলেন ?
উত্তরঃ হর্ষবর্ধন।

২৩. ফ্লোরেন্স নাইটিঙ্গেল কোন দেশের নাগরিক ?
উত্তরঃ ইতালি।

২৪. কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
উত্তরঃ বিজ্ঞান ও প্রযুক্তি।

২৫. তাপ পরিমাপ করার যন্ত্রের নাম কি ?
উত্তরঃ ক্যালরিমিটার।

লেডি কনস্টেবল জিকে PDF

File Details :


File Name : WBP Lady Constable GK Questions 01
Language : Bengali
No. of Pages : 02
Size : 01 MB

Also Check :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts