গ্রামীণ ডাক সেবক এর রেজাল্ট | WB GDS Result 2023
সুপ্রিয় বন্ধুরা,
ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে প্রকাশ করা হল গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের রেজাল্ট। রাজ্য অনুযায়ী রেজাল্ট তথা মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে অফিশিয়াল ওয়েবসাইটে।
ভারতবর্ষের বিভিন্ন রাজ্য জুড়ে মোট ৪০,৮৮৯ টি শুন্যপদে গ্রামীণ ডাক সেবক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এবং এই নিয়োগের আবেদন চলেছিল ২৭শে জানুয়ারি ২০২৩ থেকে ১৬ই ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত।
এই নিয়োগে পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষেত্রে শুন্যপদ রাখা হয়েছিল ২১২৭টি, তবে রেজাল্ট তথা মেরিট লিস্টে ২১২৫ জনের নাম প্রকাশ করা হয়েছে। নীচে পশ্চিমবঙ্গ গ্রামীণ ডাক সেবক এর মেরিট লিস্টের পিডিএফ লিঙ্ক দেওয়া আছে।
WB GDS Result 2023 | Download |
GDS রেজাল্ট কিভাবে দেখবেন ?
আপনারা ভারতীয় ডাক বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করেও পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের মেরিট লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন। কীভাবে আপনারা ডাউনলোড করবেন তা স্টেপ বাই স্টেপ দেওয়া হল-
- প্রথমে https://indiapostgdsonline.gov.in -এই ওয়েবসাইটে ভিজিট করুন।
- তারপর Candidate’s Corner সেকশনের Shortlisted Candidates অপশনে ক্লিক করুন।
- তারপর যে রাজ্যের মেরিট লিস্ট ডাউনলোড করতে চান, সেই রাজ্যের নামে ক্লিক করুন।
- তাহলেই সেই রাজ্যের রেজাল্ট বা মেরিট লিস্ট পিডিএফ ফরম্যাটে ডাউনলোড হয়ে যাবে।
Check GDS Result 2023 | Click Here |