Sunday, December 22, 2024
Homeমাধ্যমিক পরীক্ষামাধ্যমিক ভূগোল সাজেশন 2023 | Madhyamik Geography Suggestion 2023

মাধ্যমিক ভূগোল সাজেশন 2023 | Madhyamik Geography Suggestion 2023

মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৩

মাধ্যমিক ভূগোল সাজেশন 2023 PDF | Madhyamik Geography Suggestion 2023 PDF

মাধ্যমিক ভূগোল সাজেশন 2023
মাধ্যমিক ভূগোল সাজেশন 2023

সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৩ টি প্রদান করলাম। এই মাধ্যমিক ভূগোল সাজেশনটি আমরা প্রস্তুত করেছি অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর সাহায্য নিয়ে, আমরা আশা রাখছি এই ভূগোল সাজেশনটি মাধ্যমিক ২০২৩ পরীক্ষার্থীদের ভীষণভাবে সাহায্য করবে।

মাধ্যমিক পরীক্ষা ২০২৩
বোর্ডপশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ
টপিকমাধ্যমিক সাজেশন
বিষয়ভূগোল
পরীক্ষার তারিখ২৫শে ফেব্রুয়ারি ২০২৩
মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৩

২ নম্বরের প্রশ্ন
  • সোনালী চতুর্ভুজ কি ?
  • মৌসুমি বিস্ফোরণ কি ?
  • ক্ষয়ীভবন কাকে বলে ?
  • নদী অববাহিকা কাকে বলে ?
  • নগ্নীভবন কাকে বলে ?
  • জলবিভাজিকা কাকে বলে ?
  • গর্জনশীল চল্লিশা কাকে বলে ?
  • বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে ?
  • পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলে কেন ?
  • সেন্সর কি ?
  • সামাজিক বনসৃজন কি ?
  • কৃত্রিম উপগ্রহ কাকে বলে ?
  • গঙ্গা অ্যাকশন প্ল্যান কি ?
  • দুন কি ?
  • সিজিগি কাকে বলে ?
  • বাজাদা কাকে বলে ?
  • অনুসারী শিল্প কাকে বলে ?
  • রবি শস্য ও জায়িদ শস্যের মধ্যে পার্থক্য লেখো।
  • ঝুম চাষ কি ?
  • সমবর্ষণ রেখা কাকে বলে ?
৩ নম্বরের প্রশ্ন
  • ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় না কেন ?
  • ডেকানট্রাপ অঞ্চলে কৃষ্ণমৃত্তিকা গড়ে উঠেছে কেন ?
  • দূর্গাপুরকে ভারতের রূঢ় বলা হয় কেন ?
  • বর্জ্য প্রক্রিয়াকরনে 3R- এর ভূমিকা উল্লেখ করো।
  • রেলপথকে ভারতীয় জীবনরেখা বলা হয় কেন ?
  • বহুমুখী নদী পরিকল্পনা বলতে কি বোঝ ?
  • এল নিনো ও লা নিনা বলতে কি বোঝ ?
  • ভারতে মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখ ?
  • আমেদাবাদকে ভারতের ম্যাঞ্চেস্টার বলে কেন ?
  • বার্খান ও সিফ বালিয়াড়ির মধ্যে পার্থক্য নিরুপন করো ।
  • ট্রপোস্ফিয়ার ও স্ট্র‍্যাটোস্ফিয়ার এর মধ্যে কি পার্থক্য লক্ষ্য করা যায় ?
  • বৈপরীত্য উত্তাপ কিভাবে ঘটে ?
  • সমস্ত নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন ?
  • ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি কি কি তা আলোচনা করো।
  • জিও স্টেশনারি উপগ্রহ ও সান-সিনক্রোনাস উপগ্রহের বৈশিষ্ট্যগুলি লেখো।
৫ নম্বরের প্রশ্ন
  • বায়ুচাপের তারতম্যের কারণগুলি উল্লেখ করো।
  • গাঙ্গেয় সমভূমির ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করো।
  • জোয়ার ভাটা সৃষ্টির কারণ চিত্রসহ আলোচনা করো।
  • বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি সংক্ষেপে লেখো।
  • ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বর্ণনা দাও।
  • বায়ুর উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো।
  • হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা করো।
  • নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা দাও।
  • ভারতের গম/চা/কফি/কার্পাস উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও।
  • ভরা কোটাল এবং মরা কোটাল কি ভাবে সৃষ্টি হয় তার চিত্রসহ ব্যাখ্যা করো।
  • ভারতে অসম জনবণ্টনের কারণগুলি আলোচনা করো।
  • নদীর পার্বত্য প্রবাহে সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও।
  • নগরায়ন কি ? ভারতে নগরায়নের সমস্যাগুলি আলোচনা করো।
  • পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবন ঘটলো কেন ?
  • সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি লেখো।
১০ নম্বরের প্রশ্ন
  • নর্মদা নদী
  • আরাবল্লী পর্বত
  • ভারতের ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল
  • ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল
  • ভারতের একটি জনবিরল অঞ্চল
  • ভারতের ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য
  • ভারতের একটি অন্তর্বাহিনী নদী
  • চিল্কা হ্রদ
  • ইন্দিরা পয়েন্ট
  • ভারতের বছরে দুইবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল
মাধ্যমিক ভূগোল সাজেশন 2023 PDF

File Details :


File Name : Madhyamik Geography Suggestion 2023
Language : Bengali
No. of Pages : 02
Size : 0.6 MB

Also Check :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts