Saturday, December 21, 2024
Homeঅঙ্গনওয়াড়িঅঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রশ্ন উত্তর | Anganwadi Question Answer in Bengali

অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রশ্ন উত্তর | Anganwadi Question Answer in Bengali

আইসিডিএস পরীক্ষার প্রশ্ন উত্তর পর্ব-০৩

অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রশ্ন উত্তর PDF | Anganwadi Question Answer in Bengali PDF Part 03

অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রশ্ন উত্তর
অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রশ্ন উত্তর

সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের অঙ্গনওয়াড়ি পরীক্ষার উপযোগী কিছু জিকে প্রশ্ন উত্তর শেয়ার করলাম। এই প্রশ্নগুলি আপনাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। সুতরাং সময় অপচয় না করে প্রশ্নোত্তরগুলি দেখে নিন-

প্রশ্ন: কোন সালে ভারতবর্ষে বাঘকে জাতীয় পশু হিসেবে গ্রহণ করা হয় ?
উত্তর: ১৯৭৩ সালে।

প্রশ্ন: ভারতের জাতীয় প্রতীক কোনটি ?
উত্তর: সিংহের মূর্তি।

প্রশ্ন: ভারতে কোন উপজাতির মানুষের সংখ্যা সর্বাধিক ?
উত্তর: কোল।

প্রশ্ন: ভারতে ‘জাতীয় বিজ্ঞান দিবস’ কোন দিনটিতে পালন করা হয় ?
উত্তর: ২৮শে ফেব্রুয়ারি।

প্রশ্ন: ভারতে পরিবেশ সংরক্ষণ আইন কবে জারি হয় ?
উত্তর: ১৯৮১ সালে।

প্রশ্ন: কালাজ্বরের জন্য দায়ী কে ?
উত্তর: স্যান্ডফ্লাই।

প্রশ্ন: বসুন্ধরা বৈঠক কিসের জন্য হয়েছিল ?
উত্তর: পরিবেশ রক্ষার উদ্দেশ্যে।

প্রশ্ন: গর্ভবতী মা থেকে শিশুতে কোন রোগটি সংক্রামিত হতে পারে ?
উত্তর: এইডস।

প্রশ্ন: বর্জ্য জলের প্রাথমিক শোধন প্রক্রিয়া কোনটি ?
উত্তর: জল ছেঁকে নেওয়া।

প্রশ্ন: বাস্তুতন্ত্রে শক্তির উৎস কি ?
উত্তর: সূর্য।

প্রশ্ন: প্রথম কোন ভারতীয় মহিলা এশিয়ান গেমস-এ সোনা জেতেন ?
উত্তর: কমলজিৎ সিন্ধু।

প্রশ্ন: ২০১০ সালে কমনওয়েলথ গেমস ভারতের কোথায় অনুষ্ঠিত হয় ?
উত্তর: দিল্লিতে।

প্রশ্ন: কোন ভারতীয় মহিলা প্রথম এভারেষ্টের চূড়ায় পৌঁছেছিলেন ?
উত্তর: বাচেন্দ্ৰী পাল।

প্রশ্ন: ভারতের প্রথম মহিলা ডাক্তার কে ?
উত্তর: কাদম্বিনী গাঙ্গুলী।

প্রশ্ন: ভারতের কোন রাজ্যে শহরের সংখ্যা সবচেয়ে বেশি ?
উত্তর: উত্তর প্রদেশ।

প্রশ্ন: কোন রাজ্যে শিক্ষিত লোকের সংখ্যা সর্বাধিক ?
উত্তর: কেরালা।

প্রশ্ন: সর্বভারতীয় জনস্বাস্থ্য সংস্থা কোথায় অবস্থিত ?
উত্তর: কলকাতায়।

প্রশ্ন: রাষ্ট্রীয় আয়ুর্বেদিক অনুসন্ধান কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তর: জামনগর।

প্রশ্ন: প্রথম থ্যালাসেমিয়া অপারেশন কোথায় হয় ?
উত্তর: সি.এম.সি (ভেলোর)।

প্রশ্ন: প্রথম বৃক্ক প্রতিস্থাপনটি কোথাকার হাসপাতালে হয় ?
উত্তর: ভেলোর।

অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রশ্ন উত্তর PDF

File Details :


File Name : ICDS Question and Answer in Bengali Part-03
Language : Bengali
No. of Pages : 01
Size : 0.4 MB

Also Check :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts