Saturday, November 23, 2024
Homeভূগোলবিভিন্ন দেশের সীমারেখা PDF | বিখ্যাত সীমারেখা

বিভিন্ন দেশের সীমারেখা PDF | বিখ্যাত সীমারেখা

বিভিন্ন দেশের সীমারেখা তালিকা PDF

বিভিন্ন দেশের সীমারেখা PDF | International Boundaries Bengali PDF

বিভিন্ন দেশের সীমারেখা
বিভিন্ন দেশের সীমারেখা

সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের বিভিন্ন দেশের সীমারেখা PDF টি প্রদান করলাম। যেটিতে বিখ্যাত আন্তর্জাতিক সীমারেখা বা সীমানার নাম ও সেগুলি কোন কোন দেশের মধ্যে অবস্থিত তার একটি সুন্দর তালিকা দেওয়া আছে। বিভিন্ন চাকরির পরীক্ষায় এই টপিকটি প্রশ্ন এসে থাকে। যেমন- জিব্রাল্টার প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে ? আমেরিকা ও এশিয়াকে পৃথক করেছে কোন প্রণালী ? পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে ? ইত্যাদি।

বিভিন্ন দেশের সীমারেখা
সীমারেখাঅবস্থান
পক প্রণালীভারত ও শ্রীলঙ্কা
ম্যাকমোহন রেখাভারত ও চীন
র‌্যাডক্লিফ রেখাভারত ও পাকিস্তান
তিন বিঘা করিডোরভারত ও বাংলাদেশ
লাইন অফ কন্ট্রোলভারত ও পাকিস্তান
গ্রেট চ্যানেলভারত (আন্দামান, নিকোবর) ও সুমাত্রা
জিব্রাল্টার প্রণালীইউরোপ ও আফ্রিকা
ম্যাগিনট লাইনজার্মানি ও ফ্রান্স
ডুরান্ড লাইনপাকিস্তান ও আফগানিস্তান
ম্যানারহেম রেখারাশিয়া ও ফিনল্যান্ড
মালাক্কা প্রণালীমালয়েশিয়া ও সুমাত্রা
লোহিত সাগরএশিয়া ও আফ্রিকা
সিগফ্রেড লাইনজার্মানি ও ফ্রান্স
ইংলিশ চ্যানেলইংল্যান্ড ও ফ্রান্স
হিনডেন বার্গ লাইনজার্মানি ও পোল্যান্ড
সমব্রেরো চ্যানেলআন্দামান ও নিকবোর দ্বীপপুঞ্জ
লাইন অফ ডিমারকেশনপর্তুগাল ও স্পেন
ডানকান প্যাসেজগ্রেট আন্দামান ও লিটন আন্দামান
ওডার-নাইসে লাইনপূর্বতন পূর্ব জার্মানি ও পোল্যান্ড
লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলভারত ও চীন
১৬তম প্যারালালনামিবিয়া ও অ্যাঙ্গোলা
১৭তম প্যারালালউত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম
২৪তম প্যারালালভারত ও পাকিস্তান
২৮তম প্যারালালভারত ও পাকিস্তান
৩৭তম প্যারালালভারত ও মায়ানমার
৩৮তম প্যারালালউত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
৪৯তম প্যারালালমার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা
সাত-এল-আরবইরাক ও ইরান
৮⁰ চ্যানেলভারত (মিনিকয় দ্বীপ) ও মালদ্বীপ
৯⁰ চ্যানেললাক্ষাদ্বীপ ও মিনিকয়
১০⁰ চ্যানেলআন্দামান ও নিকোবর
বিভিন্ন দেশের সীমারেখা PDF

File Details :


File Name : International Boundaries
Language : Bengali
No. of Pages : 03
Size : 0.5 MB

Also Check :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts