পরিবেশ বিজ্ঞান MCQ PDF | Environmental Science MCQ in Bengali PDF
সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের পরিবেশ বিজ্ঞান MCQ PDF টি প্রদান করলাম। যেটিতে পরিবেশ বিজ্ঞান বিষয়টি থেকে গুরুত্বপূর্ণ কতকগুলি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যে প্রশ্নোত্তরগুলি আপনাদের সমস্ত রকম চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। সুতরাং দেরী না করে পরিবেশ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।
পরিবেশ বিজ্ঞান MCQ
■ পরিবেশ সম্পর্কে বিখ্যাত 3P সূত্রটি হল-
ক. পপুলেশন পভারটি পলিউশন
খ. পাওয়ার- প্রোডাকশন-প্রাইস
গ. প্রিন্সিপল অফ পপুলেশন প্রবলেম
ঘ. পপুলেশন প্রোডাকশন পলিউশন
■ গ্রীন হাইস গ্যাসগুলির মধ্যে প্রধান হল-
ক. অক্সিজেন
খ. কার্বন ডাই অক্সাইড
গ. মিথেন
ঘ. নাইট্রোজেন ডাই অক্সাইড
■ ইকোসিস্টেম নামকরণ করেন-
ক. ট্রান্সলে
খ. ল্যামার্ক
গ. স্মিথ
ঘ. ডারউইন
■ CFC হল-
ক. সেন্টার ফর ফুয়েল কন্ট্রোল
খ. ক্লোরোফ্লুরো কার্বন
গ. কার্বন ফুয়েল কম্পাউন্ড
ঘ. কারসিনোজেনিক ফ্লুয়োরাইড কম্পাউন্ড
■ ধোঁয়াশা কি ?
ক. কুয়াশা ও ধোঁয়া
খ. ঘন কুয়াশা
গ. একপ্রকার ধোঁয়া
ঘ. কোনোটিই নয়
■ ফ্লাই অ্যাশ এর উৎস কি ?
ক. কারখানার বর্জ্য
খ. ইটভাটা
গ. দাবানল
ঘ. তাপবিদ্যুৎ কেন্দ্র
■ পানীয় জলের প্রধান বিষ হল-
ক. আর্সেনিক
খ. ক্লোরাইড
গ. নাইট্রেট
ঘ. পটাশিয়াম
■ পৃথিবীর সর্বাপেক্ষা অন্তর্বর্তী স্তর কোনটি ?
ক. ক্রাস্ট
খ. কোর
গ. ম্যানটেল
ঘ. কোনোটিই নয়
■ পরাগরেণু থেকে কি রোগ হয় ?
ক. ম্যালেরিয়া
খ. টাইফয়েড
গ. পিতজ্বর
ঘ. অ্যালার্জি
■ বায়ু একটি কি পদার্থ ?
ক. মিশ্র পদার্থ
খ. জড় পদার্থ
গ. যৌগিক পদার্থ
ঘ. মৌলিক পদার্থ
■ জীবাশ্ম জ্বালানি থেকে কি উৎপন্ন হয় ?
ক. মিথেন
খ. অক্সিজেন
গ. হাইড্রোজেন
ঘ. কার্বন ডাই অক্সইড
■ ম্যানগ্রোভ অরণ্য কোথায় পাওয়া যায় ?
ক. সুন্দরবনে
খ. তরাই অঞ্চলে
গ. ডুয়ার্স অঞ্চলে
ঘ. জলদাপাড়ায়
■ মিনামাটা রোগ প্রথম কোথায় দেখা যায় ?
ক. ভারতে
খ. চিনে
গ. জাপানে
ঘ. রাশিয়ায়
■ পরিবেশ সুরক্ষা আইন কবে চালু হয় ?
ক. ১৯৯০ খ্রি:
খ. ১৯৭৬ খ্রি:
গ. ১৯৯২ খ্রি:
ঘ. ১৯৮৬ খ্রি:
■ সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত ?
ক. কেরালা
খ. অন্ধ্রপ্রদেশ
গ. হিমাচল প্রদেশ
ঘ. মধ্য প্রদেশ
■ প্রতিবছর বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়-
ক. ২২শে এপ্রিল
খ. ৫ই জুন
গ. ৩০শে সেপ্টেম্বর
ঘ. ১০ই মে
■ ভারতের কোথায় ১৯৮৪ সালে গ্যাস দুর্ঘটনা ঘটে ?
ক. বোম্বে
খ. নাগপুরে
গ. ভোপালে
ঘ. ব্যাঙ্গালুরু
■ উড়ন্ত ছাইয়ের প্রধান উৎস কোনটি ?
ক. ইটভাটা
খ. তাপবিদ্যুৎ কেন্দ্র
গ. পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র
ঘ. জলবিদ্যুৎ কেন্দ্র
■ নিম্নোক্ত কোনটি স্বভোজী ?
ক. ছত্রাক
খ. মাছ
গ. সবুজ উদ্ভিদ
ঘ. মানুষ
■ ম্যালেরিয়া কি ঘটিত রোগ-
ক. ভাইরাস
খ. ব্যাকটেরিয়া
গ. প্রোটোজোয়া
ঘ. কোনোটিই নয়
পরিবেশ বিজ্ঞান MCQ PDF
File Details :
File Name : Environmental Science MCQ 01
Language : Bengali
No. of Pages : 02
Size : 0.5 MB
Thank you
Nice 👍
শার আমার কিছু টপিক এর নোট লাগে।