৬৭তম ফিল্মফেয়ার পুরস্কার PDF | ফিল্মফেয়ার পুরস্কার 2022 PDF | 67th Filmfare Awards Winner List in Bengali
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ৬৭তম ফিল্মফেয়ার পুরস্কার PDF টি শেয়ার করলাম। যেটিতে ২০২২ সালের ৩০শে আগস্ট মঙ্গলবার মুম্বাই এর জিও ওয়ার্ল্ড সেন্টারে অনুষ্ঠিত ৬৭তম ফিল্মফেয়ার পুরস্কার প্রাপকদের তালিকা দেওয়া আছে।
এই ৬৭তম ফিল্মফেয়ার পুরস্কার বা ফিল্মফেয়ার পুরস্কার ২০২২ টি দেওয়া হয়েছে ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত সেরা ভারতীয় হিন্দি সিনেমা তথা সিনেমার বিভিন্ন বিভাগের ওপর ভিত্তি করে।
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় জিকের একটি অংশ হিসাবে পুরস্কার টপিকটি থেকে প্রশ্ন এসে থাকে, তাই দেরী না করে পোস্টটি দেখে নিন এবং প্রয়োজনে নীচ থেকে পিডিএফটি সংগ্রহ করে নিন।
৬৭তম ফিল্মফেয়ার পুরস্কার
বিজয়ী | বিভাগ | চলচ্চিত্র |
---|---|---|
বিষ্ণুবর্ধন | সেরা পরিচালক | শেরশাহ |
শেরশাহ | সেরা চলচ্চিত্র | শেরশাহ |
সর্দার উধম | সমালোচকদের মতে সেরা চলচ্চিত্র | সর্দার উধম |
রণবীর সিং | সেরা অভিনেতা | ৮৩ |
ভিকি কৌশল | সমালোচকদের মতে সেরা অভিনেতা | সর্দার উধম |
কৃতি স্যানন | সেরা অভিনেত্রী | মিমি |
বিদ্যা বালান | সমালোচকদের মতে সেরা অভিনেত্রী | শেরনি |
পঙ্কজ ত্রিপাঠী | সেরা সহ-অভিনেতা | মিমি |
সাই তামহানকার | সেরা সহ-অভিনেত্রী | মিমি |
আহান ভাট | সেরা ডেবিউ অভিনেতা | 99 Songs |
শর্বরী ওয়াঘ | সেরা ডেবিউ অভিনেত্রী | বান্টি আর বাবলি ২ |
সীমা পাহবা | সেরা ডেবিউ পরিচালক | রামপ্রসাদ কি তেরভি |
দীপঙ্কর ব্যানার্জি ও বরুণ গ্রোভার | সেরা সংলাপ | সন্দীপ অর পিংকি ফারার |
শুভেন্দু ভট্টাচার্য এবং রিতেশ শাহ | সেরা চিত্রনাট্য | সর্দার উধম |
অভিষেক কাপুর, সুপ্রতীক সেন এবং তুষার পরাঞ্জপে | সেরা গল্প | চন্ডিগড় কারে আশিকী |
কাউসার মুনির | সেরা লিরিক্স | Lehra Do, 83 |
বি প্রাক | সেরা গায়ক | Mann Bharrya, Shershaah |
আসিস কৌর | সেরা গায়িকা | Raataan Lambiyan, Shershaah |
বিজয় গাঙ্গুলি | সেরা কোরিওগ্র্যাফি | Chaka Chak, Atrangi Re |
এ. শ্রীকর প্রসাদ | সেরা এডিটিং | শেরশাহ |
শান্তনু মৈত্র | সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর | সর্দার উধম |
অভীক মুখোপাধ্যায় | সেরা সিনেমাটোগ্রাফি | সর্দার উধম |
ভিরা কাপুর | সেরা কস্টিউম | সর্দার উধম |
মানসী ধ্রুব মেহতা এবং দিমিত্রি মালিক | সেরা প্রোডাকশন ডিজাইন | সর্দার উধম |
দীপঙ্কর চাকি ও নীহার রঞ্জন সামল | সেরা সাউন্ড ডিজাইন | সর্দার উধম |
Superb/Bojp Main Road Post NY VFXWAALA Edit FX Studios | সেরা VFX | সর্দার উধম |
স্টিফেন রিখটার এবং সুনীল রড্রিগস | সেরা অ্যাকশন | শেরশাহ |
তানিস্ক বাগচী, বি প্রাক, জনি, জসলিন রয়েল, জাভেদ-মহসিন এবং ভিকার মনট্রোজ | সেরা সঙ্গীত অ্যালবাম | শেরশাহ |
সুভাষ ঘাই | লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড | — |
ফিল্মফেয়ার পুরস্কার ২০২২ PDF
File Details :
File Name : 67th Filmfare Awards Winner List
Language : Bengali
No. of Pages : 03
Size : 0.5 MB
Important Questions :
ফিল্মফেয়ার পুরস্কার এবং ৬৭তম ফিল্মফেয়ার পুরস্কার এই টপিকটি থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কিছু প্রশ্ন ও উত্তর নীচে দেওয়া হল –
■ ফিল্মফেয়ার পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয় ?
Ans: ১৯৫৪ সাল থেকে।
■ ৬৭তম ফিল্মফেয়ার পুরস্কার কোন সালে দেওয়া হয়েছে ?
Ans: ২০২২ সালের ৩০শে আগস্ট।
■ ৬৭তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা ছবি কোনটি ?
Ans: শেরশাহ।
■ ৬৭তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা পরিচালকের পুরস্কার কে পান ?
Ans: বিষ্ণুবর্ধন।
■ বিষ্ণুবর্ধনকে কোন সিনেমার জন্য ৬৭তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা পরিচালকের পুরস্কার দেওয়া হয় ?
Ans: শেরশাহ।
■ ৬৭তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার কে পেয়েছেন ?
Ans: রণবীর সিং।
■ ৬৭তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার কে পেয়েছেন ?
Ans: কৃতি স্যানন।
■ ৬৭তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পেয়েছেন ?
Ans: সুভাষ ঘাই।