Tuesday, December 24, 2024
Homeপুরস্কার64তম রামন ম্যাগসেসে পুরস্কার 2022 PDF | 64th Ramon Magsaysay Award 2022

64তম রামন ম্যাগসেসে পুরস্কার 2022 PDF | 64th Ramon Magsaysay Award 2022

রামন ম্যাগসেসে পুরস্কার 2022 বিজয়ী তালিকা PDF

64তম রামন ম্যাগসেসে পুরস্কার 2022 PDF | 64th Ramon Magsaysay Award 2022 in Bengali

64তম রামন ম্যাগসেসে পুরস্কার 2022 PDF
64তম রামন ম্যাগসেসে পুরস্কার 2022 PDF

সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে 64তম রামন ম্যাগসেসে পুরস্কার 2022 PDF টি শেয়ার করলাম। যেটিতে ২০২২ সালের ৩১শে আগস্ট ঘোষিত ৬৪তম রামন ম্যাগসেসে পুরস্কার বিজয়ীদের তালিকা দেওয়া আছে। দেরী না করে পোস্টটি দেখে নিন এবং প্রয়োজনে নীচ থেকে পিডিএফটি সংগ্রহ করে নিন।

রামন ম্যাগসেসে পুরস্কার 2022
বিজয়ীপরিচিতিদেশ
Sotheara Chhimমেন্টাল হেলথ অ্যাডভোকেটকম্বোডিয়া
Bernadette Madridশিশু অধিকার কর্মীফিলিপিন্স
Tadashi Hattoriসাইট-সেভিং মানবতাবাদীজাপান
Gary Bencheghibপ্লাস্টিক দূষণ বিরোধী কর্মীইন্দোনেশিয়া
রামন ম্যাগসেসে পুরস্কার সম্পর্কিত তথ্য
  • এই পুরস্কারটি ফিলিপিন্সের তৃতীয় রাষ্ট্রপতি রামন ম্যাগসেসের নামে নামাঙ্কিত।
  • রামন ম্যাগসেসে পুরস্কার ১৯৫৭ সালে প্রবর্তিত হয়।
  • ১৯৫৮ সালে প্রথম এই পুরস্কার প্রদান করা হয়।
  • এই পুরস্কারটি এশিয়ার নোবেল পুরস্কার নামেও পরিচিত।
  • জনসেবা, সামাজিক নেতৃত্ব, সাংবাদিকতা, সাহিত্য বিসৃজনশীল কলা এবং আন্তর্জাতিক সমঝোতার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়।
রামন ম্যাগসেসে পুরস্কার 2022 PDF

File Details :


File Name : 64th Ramon Magsaysay Award 2022
Language : Bengali
No. of Pages : 01
Size : 0.6 MB

Important Questions :

রামন ম্যাগসেসে পুরস্কার এবং ৬৪তম রামন ম্যাগসেসে পুরস্কার এই টপিকটি থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কিছু প্রশ্ন ও উত্তর নীচে দেওয়া হল –

রামন ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয় কোন দেশের প্রাক্তন প্রেসিডেন্টের নামে ?
Ans: ফিলিপিন্স।

ম্যাগসেসে পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয় ?
Ans: ফিলিপিন্স।

এশিয়ার নোবেল বলা হয় কোন পুরস্কারকে ?
Ans: রামন ম্যাগসেসে পুরস্কার।

রামন ম্যাগসেসে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
Ans: জনসেবা, সামাজিক নেতৃত্ব, সাংবাদিকতা, সাহিত্য বিসৃজনশীল কলা এবং আন্তর্জাতিক সমঝোতার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়।

রামন ম্যাগসেসে পুরস্কার কত সালে প্রবর্তিত হয় ?
Ans: ১৯৫৭ সালে।

কবে প্রথম রামন ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয় ?
Ans: ১৯৫৮ সালের ৩১শে আগস্ট।

রামন ম্যাগসেসে পুরস্কার 2022 মোট কতজনকে দেওয়া হয়েছে ?
Ans: চারজন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts