Monday, September 9, 2024
Homeচাকরির খবরআশা কর্মী নিয়োগ ২০২৩ | Asha Karmi Recruitment 2023

আশা কর্মী নিয়োগ ২০২৩ | Asha Karmi Recruitment 2023

আশা কর্মী নিয়োগ 2023 ফর্ম PDF

আশা কর্মী নিয়োগ ২০২৩ | Asha Karmi Recruitment 2023

আশা কর্মী নিয়োগ ২০২৩ | Asha Karmi Recruitment 2023
আশা কর্মী নিয়োগ ২০২৩ | Asha Karmi Recruitment 2023

সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের আওতায় চুক্তিভিত্তিতে বীরভূম জেলার রামপুরহাট, সিউড়ী সদর ও বোলপুর মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকের উপস্বাস্থ্যকেন্দ্রের ও সুস্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন গ্রামগুলিতে আশা কর্মী পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নীচে এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেওয়া হল।

পদের নাম :

আশা কর্মী।

শুন্যপদ :

মোট শুন্যপদ ২১৮টি। যথা-

  • রামপুরহাটঃ ১১৫টি।
  • সিউড়ী সদরঃ ৭৪টি।
  • বোলপুরঃ ২৯টি।
যোগ্যতা :
  • আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে।
  • কেবলমাত্র বিবাহিতা / বিধবা / আদালত কর্তৃক ডিক্রী মূলে বিবাহবিচ্ছিন্না মহিলারই আবেদন করতে পারবেন।
বয়সসীমা :

০১.১২.২০২২ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে তপশীলি জাতি ও তপশীলি উপজাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ২২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি :

অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ :

২০শে জানুয়ারি ২০২৩।

এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন। ওখানে বাংলা ভাষায় বিস্তারিতভাবে দেওয়া আছে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক :
রামপুরহাটডাউনলোড
সিউড়ী সদরডাউনলোড
বোলপুরডানলোড
Also Check :
RELATED ARTICLES

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts