Friday, March 29, 2024
Homeএএনএম ও জিএনএমANM GNM Nursing Questions and Answers in Bengali

ANM GNM Nursing Questions and Answers in Bengali

ANM GNM Nursing Questions and Answers in Bengali

নার্সিং প্রশ্ন এবং উত্তর | ANM GNM Nursing Questions and Answers in Bengali

ANM GNM Nursing Questions and Answers in Bengali
ANM GNM Nursing Questions and Answers in Bengali

আজ আপনাদের ANM ও GNM পরীক্ষার উপযোগী কতকগুলি প্রশ্ন ও উত্তর প্রদান করলাম। যেটিতে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এবং জেনারেল নলেজ থেকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। আমরা আশা রাখছি প্রশ্নোত্তরগুলি আপনাদের ANM ও GNM পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নিন-

ANM GNM Nursing Questions

০১. দেহের সবচেয়ে বড় পেশির নাম কি ?
ⓐ গ্লুটাস মাক্সিমাস
ⓑ সারটোরিয়াস
ⓒ স্টেপিডিয়াস
ⓓ উপরের কোনটিই নয়


০২. ক্রিসমাস রোগ কাকে বলা হয় ?
ⓐ হিমোফিলিয়া এ
ⓑ হিমোফিলিয়া বি
ⓒ α থ্যালাসেমিয়া
ⓓ β থ্যালাসেমিয়া


০৩. বাল্বের ফিলামেন্ট হিসাবে কোনটি ব্যবহৃত হয় ?
ⓐ তামা
ⓑ রুপা
ⓒ নাইক্রম
ⓓ টাংস্টেন


০৪. জলের তরঙ্গ কি ধরনের তরঙ্গ ?
ⓐ যান্ত্রিক তরঙ্গ
ⓑ সরল ছন্দিত তরঙ্গ
ⓒ তড়িৎ চৌম্বক তরঙ্গ
ⓓ অনুদৈর্ঘ্য তরঙ্গ


০৫. কোনটির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি ?
ⓐ গামা রশ্মি
ⓑ বিটা রশ্মি
ⓒ আলফা রশ্মি
ⓓ হিলিয়াম কণা


০৬. শুক্রাশয় থেকে কোন হরমোন নিঃসৃত হয় ?
ⓐ থাইরক্সিন
ⓑ অ্যাড্রিনালিন
ⓒ ইনসুলিন
ⓓ টেস্টোস্টেরন


০৭. কোন হরমোনের প্রভাবে ত্বকের লোম খাড়া হয় ?
ⓐ অ্যাডরিনালিন
ⓑ থাইরক্সিন
ⓒ গ্লুকাগন
ⓓ ইনসুলিন


০৮. ডারউইনবাদের মূল প্রতিপাদ্য বিষয়টি হল-
ⓐ অঙ্গের ব্যবহার ও অব্যবহার
ⓑ অস্তিত্বের জন্য সংগ্রাম
ⓒ প্রাকৃতিক নির্বাচন
ⓓ উত্তরাধিকার


০৯. মস্তিষ্কের আবরণীর নাম কি ?
ⓐ মেনিনজেস
ⓑ প্লুরা
ⓒ পেলিকল
ⓓ সারকোলেমা


১০. হিটলার কত সালে জার্মানির চ্যান্সেলর পদে নিযুক্ত হন ?
ⓐ ১৯৩১ সালে
ⓑ ১৯৩৩ সালে
ⓒ ১৯৩৫ সালে
ⓓ ১৯৩৭ সালে


১১. গুরগাঁও শহরের নতুন নাম কি ?
ⓐ গুরুকুল
ⓑ গুরুগড়
ⓒ গুরুগ্রাম
ⓓ কোনটিই নয়


১২. ফণীমনসা গাছের পত্রকন্টকগুলি কীসের রূপান্তর ?
ⓐ ফল
ⓑ কান্ড
ⓒ পাতা
ⓓ কুঁড়ি


১৩. কোন বিজ্ঞানী প্রথম কোষ আবিষ্কার করেন ?
ⓐ রবার্ট হুক
ⓑ থিওডর শোয়ান
ⓒ ম্যাথিয়াস শ্লেইডেন
ⓓ রুডলফ ভির্চো


১৪. ‘দি প্রিন্স’ গ্রন্থের লেখক কে ?
ⓐ এরিস্টটল
ⓑ ম্যাকিয়াভেলি
ⓒ জন লক
ⓓ রুশো


১৫. কে কুতুব মিনার নির্মাণকার্য সমাপ্ত করেন ?
ⓐ কুতুবউদ্দিন বখতিয়ার
ⓑ নাসিরুদ্দিন কুবাচা
ⓒ ইলতুৎমিস
ⓓ কুতুবউদ্দিন আইবক


১৬. অম্ল বৃষ্টির জন্য নিম্নলিখিত কোনটি দায়ী ?
ⓐ নাইট্রোজেন অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড
ⓑ নাইট্রোজেন অক্সাইড এবং কার্বন মনোক্সাইড
ⓒ সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড
ⓓ উপরের কোনটিই নয়


১৭. ত্রিপুরার রাজ্য দিবস কবে পালিত হয় ?
ⓐ ২১শে জানুয়ারি
ⓑ ২১শে ফেব্রুয়ারি
ⓒ ২১শে মার্চ
ⓓ ২১শে এপ্রিল


১৮. নিউটন কে আবিষ্কার করেন ?
ⓐ ই. গোল্ডস্টেইন
ⓑ জে. জে. থমসন
ⓒ জে. চ্যাডউইক
ⓓ নিলস বোর


১৯. মায়োসিসের কোন পর্যায়ে সাইন্যাপসিস হয় ?
ⓐ লেপটোটিন
ⓑ প্যাকাইটিন
ⓒ জাইগোটিন
ⓓ প্রথম মেটাফেজ


২০. কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোম মেরুর দিকে গমন করে ?
ⓐ প্রফেজ
ⓑ মেটাফেজ
ⓒ টেলোফেজ
ⓓ এনাফেজ


RELATED ARTICLES

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent posts

popular posts